যারা গণজাগরণ মঞ্চের সাথে শুরু থেকে ছিলেন, কিন্তু এখন নীরব আছেন,
তাদের কাছে প্রশ্ন,
যদি কোন কারণে যুদ্ধাপরাধীদের বিচার না হয় আর আওয়মিলীগ আসছে নির্বাচনে পাশ না করে , তখন কি আপনাদের বেচে থাকতে দেয়া হবে?
আপনি কি তখন বর্তমানের নীরবতার দোহাই দিয়ে বাচতে পারবেন বলে মনে করছেন?
যদি অনে হয় বেচে থাকতে পারবেন না, তাহলে কেন এখন নীরব আছেন?
আপনার কি মনে হয় না যে আমরা অনেকদিন ঘুমিয়ে আছি?
আবার জেগে উঠা দরকার না?
এ যে আমাদের জীবন মরণের যুদ্ধ !!!!!
(No subject)
:টাইমশ্যাষ:
চার সিটি কর্পোরেশনের মতো যদি
চার সিটি কর্পোরেশনের মতো যদি জাতীয় নির্বাচন হয় তবে ২০১৪ থেকে প্রতি মুহূর্তে মৃত্যু ভয় নিয়ে তাড়া করে বেড়াবে।
বড়ো চিন্তায় আছি, ঘাতকের কাছে
বড়ো চিন্তায় আছি, ঘাতকের কাছে জমা দিয়েছি পাসপোর্ট।
জামাত-শিবির ব্যন না হলে ফেরত পাবের আশা নেই।
ফেসবুক আওয়ামী গুন্ডাদের ভয়ে
ফেসবুক আওয়ামী গুন্ডাদের ভয়ে সবাই চুপ মেরে আছে। কথা বলে কেউ ইজ্জ্বত হারাতে রাজী নয়।
ভয়কে জয় করতেই হবে।
ভয়কে জয় করতেই হবে।
এতটুকু লিখসেন ক্যান?
এতটুকু লিখসেন ক্যান?
কতটুকু লিখবো?
কতটুকু লিখবো?
ফেসবুকে আওয়ামী পান্ডারা যা
ফেসবুকে আওয়ামী পান্ডারা যা শুরু করেছে আমরা হাজার জেগে উঠলেও লাভ কি? আমি হতাশ।
আতিক ভাই, একমত। এই আওয়ামী
আতিক ভাই, একমত। এই আওয়ামী গুণ্ডাদের জন্য কোন আশা দেখি না। এদের একমাত্র কাজ এখন কীভাবে মানুষের পিছে লেগে থাকা যায়।
কে কি করল বা না করল তাতে আমার
কে কি করল বা না করল তাতে আমার কিছুই আসে যায় না.…আমার যা কর্তব্য তা আমাকেই করতে হবে এবং আমি তাই করব…
সকল বাধাকে জয় করাই হোক আমাদের
সকল বাধাকে জয় করাই হোক আমাদের প্রত্যয়।
জনগনের কোনো আন্দোলন যদি
জনগনের কোনো আন্দোলন যদি আওয়ামীকরন করা হয় তাহলে সাধারন জনগন তো বিশ্বাস হারাবেই। কারন রাজনৈতিক দলগুলোর উপর সাধারন জনগনের এখন আর বিশ্বাস নেই। আমাদের এখানে আন্দোলন শুরু করেছিলো সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো, পরে সাধারন জনগনও যোগ দেয়। কিন্তু একটা সময় এসে ছাত্রলীগের কর্মিরা মঞ্চ দখলের চেষ্টা চালায়। যেখানে মঞ্চ হয়েছিলো সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিলো। কিন্তু ছাত্রলীগের ছেলেরা এসে ঐ সময়ে মোটরসাইকেল মহড়া দিতো। এই ক্যাঁচালে পড়েই শাহবাগের আগেই বন্ধ হয়ে যায় এখানকার আন্দোলন। এই হল ছাত্রলীগের অবস্থা। আর ঢাকাতে বসে কযেকজন বলে বেড়ায় এরাই গনজাগরন তৈরি করেছে। মনে রাখতে হবে, ঢাকা ই সব না।
কোন আওয়ামী বিদ্বেষ বা সুশীলতা
কোন আওয়ামী বিদ্বেষ বা সুশীলতা আমাদের চেতনাকে রক্ষা করবে না!!
একটাই উপায় যেকোন মুল্যে জামাত-হেফাজত-বিএনপি জোটকে ঠেকাতে হবে…
বাংলাদেশের চেতনা থাকলেই কেবল বাকিদের আমরা সোজা করতে পারব, তাই না?
আর একটাই পথ জামাত-হেফাজত ঠেকাতেই হবে!!
আপনার লিখনি চমৎকার… লিখতে থাকুন
সহমত, তারিক ভাই।
সহমত, তারিক ভাই।