কারেন্ট নাই। প্রচন্ড গরম তাই বাইরে হাওয়া খাইতে বের হলাম। হাটতে হাটতে মাঠের দিকে চলে আসছি। একটু ছায়া-বাতাস আছে এমন জায়গাতে বসলাম। কয়েকদিন আগের কথা মনে পড়ে গেলো………
এই মাঠেই কিছুদিন আগে কয়েকজন আড্ডা দিচ্ছিলাম। টপিক ছিল প্রজন্ম চত্বর।
আমি একটা কথা বারবার বলি যে, “আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি বলব যে রাজাকারদের ফাঁসি কার্যকর চাই।” আর তাই আমি অবশ্যই প্রজন্ম চত্বরের পক্ষে।
তাদের বক্তব্য ছিল, তারাও রাজকারের ফাঁসি চায় তবে প্রজন্ম চত্বরের বিপক্ষে। কারন প্রজন্ম চত্বরের নেতারা নাস্তিক। তাদের সাপোর্ট করলে আমিও নাস্তিক হয়ে যাব।
কারেন্ট নাই। প্রচন্ড গরম তাই বাইরে হাওয়া খাইতে বের হলাম। হাটতে হাটতে মাঠের দিকে চলে আসছি। একটু ছায়া-বাতাস আছে এমন জায়গাতে বসলাম। কয়েকদিন আগের কথা মনে পড়ে গেলো………
এই মাঠেই কিছুদিন আগে কয়েকজন আড্ডা দিচ্ছিলাম। টপিক ছিল প্রজন্ম চত্বর।
আমি একটা কথা বারবার বলি যে, “আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি বলব যে রাজাকারদের ফাঁসি কার্যকর চাই।” আর তাই আমি অবশ্যই প্রজন্ম চত্বরের পক্ষে।
তাদের বক্তব্য ছিল, তারাও রাজকারের ফাঁসি চায় তবে প্রজন্ম চত্বরের বিপক্ষে। কারন প্রজন্ম চত্বরের নেতারা নাস্তিক। তাদের সাপোর্ট করলে আমিও নাস্তিক হয়ে যাব।
তাই তারা হেফাজত সাপোর্ট করে। কারন হেফাজত নাকি অরাজনৈতিক দল। কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো অরাজনৈতিক হলে তত্ত্বাবধায়ক সরকার চায় কেন?? সরকার কথাটার সাথেই তো রাজনীতি জড়িয়ে আছে।
আর আপনি লোকদেখানো শাস্তি চাওয়ার কোন দরকার আছে বলে মনে করিনা। সুবিধা পাওয়ার জন্য অভিনয় করলে একসময় ধরা খাবেন। আর ধরা খাইলে মাইর একটাও মাটিতে পড়বেনা। B-)
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারন করতে হয়। ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
সত্যি কথা।কিন্তু এটা তো
সত্যি কথা।কিন্তু এটা তো স্ট্যাটাস হয়ে গেল।আরো বড় লিখলে ভাল লাগত পরতে
এই মহাজাগতিক বিশ্বে অরাজনৈতিক
এই মহাজাগতিক বিশ্বে অরাজনৈতিক নামে কিছু আসে কী? ?
আছি, ফাসির দাবী আদায়ের
আছি, ফাসির দাবী আদায়ের আন্দোলনে, জীবনের শেশ দিন পর্যন্ত। যে কেউ ডাকুক ফাসির দাবিতে ডাকলেই হলো।
এটা তো স্ট্যাটাস !
এটা তো স্ট্যাটাস !
:ক্ষেপছি:
এত ছোট লিখসেন ক্যান? আরো বড়
এত ছোট লিখসেন ক্যান? আরো বড় লিখতে পারতেন।
আমি ফেসবুক টাইপের লিখে ফেলছি।
আমি ফেসবুক টাইপের লিখে ফেলছি। নতুন ব্লগ লিখা শুরু তাই। পরবর্তীতে আরো বড় লিখব। ধন্যবাদ ভাইয়া ও আপু।
রাজাকারের ফাঁসির দাবীর চেয়েও
রাজাকারের ফাঁসির দাবীর চেয়েও যাদের কাছে হেফাজতিদের দাবী বেশী মূল্য রাখে, তাদের হাড়ির খবর নিলে বুঝা যাবে কে কতো ধার্মিক। ভণ্ডের দল।