অনেক দিন চুপ কইরা আছিলাম। কিন্তু মাথায় রক্ত উডাইয়া দিল আমাদের হাম্বালীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
১) মানুষের সামনে মূলা ঝুলাইতে কি খুব মজা লাগে??
২) মানুষের ইমোশন নিয়া খেলা করতে কি খুব মজা লাগে??
৩) নিজের প্রয়োজনে মানুষের কাজে সাপোর্ট দিতে আবার প্রয়োজন ফুরাইয়া গেলে মানুষেরে জায়গাত্থে বাইড়াইয়া উডাইতেও কি তগো মজা লাগে??
৪) যুদ্ধাপরাধী শব্দের অর্থ কি তরা জানস??
৫) পুরা ৪ টা বছর এই এক শব্দ ভাঙ্গাইয়া খাইলি, তগো কোষ্ঠ কাঠিন্য হইলেও যুদ্ধাপরাধী বাচানের চেষ্টা বইলা বিম্পির দোষ দেস, খুব মজা লাগে তখন??
অনেক দিন চুপ কইরা আছিলাম। কিন্তু মাথায় রক্ত উডাইয়া দিল আমাদের হাম্বালীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
১) মানুষের সামনে মূলা ঝুলাইতে কি খুব মজা লাগে??
২) মানুষের ইমোশন নিয়া খেলা করতে কি খুব মজা লাগে??
৩) নিজের প্রয়োজনে মানুষের কাজে সাপোর্ট দিতে আবার প্রয়োজন ফুরাইয়া গেলে মানুষেরে জায়গাত্থে বাইড়াইয়া উডাইতেও কি তগো মজা লাগে??
৪) যুদ্ধাপরাধী শব্দের অর্থ কি তরা জানস??
৫) পুরা ৪ টা বছর এই এক শব্দ ভাঙ্গাইয়া খাইলি, তগো কোষ্ঠ কাঠিন্য হইলেও যুদ্ধাপরাধী বাচানের চেষ্টা বইলা বিম্পির দোষ দেস, খুব মজা লাগে তখন??
৬) এখন আইসা গান গাইতাছস যে যুধাপরাধীর বিচারের অসম্পুর্ণ কাজ করতে আবার ভুট দেও, কি , মজা পাইছস??
বজ্জাতের ধাড়ি সব, আসলে তরা সবই এক টয়লেটের গু। বিম্পি জীবনেও বিচার করব না। তারা কোলে বসে ক্ষমতায় আসতে বিশ্বাসী। আর তরা মূলা ঝুলাইয়া। আবার ভোট চাস লজ্জা করে না একটুও??
আসলে আমারই দোষ, লজ্জা থাকবো তগো এইডা আশা করা উচিৎ নাই।
আয় দেখি তাইলে এইবার কেম্নে ক্ষমতায় আইবি আমিও দেখতাম চাই। যুদ্ধাপরাধীর বিচার যখন করতেই পারস নাই, এইবার যুদ্ধাপরাধীর হাতে মাইর খাইয়াই মরবি।
আমরা সাধারণ জনগন আর কি করুম, চাইয়া দেখুম। হয় তো ২-৩ দিন আবারো বিচার চাই বিচার চাই বইলা খারাইয়া, বইয়া, শুইয়া থাকুম। পরে আবার সব ঠান্ডা হইয়া যাইবো।
বাঙ্গালী আসলেই হুজুইগ্যা জাতি। মুক্তি যুদ্ধও তরা করছিলি হুজুগে। শেখ মুজিব ও তৈরী হইছিল হুজুগে। জামাতের হাতে ক্ষমতাও দিছে হুজুগে। চান্দে আল্লামা চান্দনী রেও দেখা যায় হুজুগে। আবার যুদ্ধাপরাধীর বিচারও চায় হুজুগে।
মাঝে মাঝে কান্তে মুঞ্চায় দেইখা।
http://www.poriborton.com/article_details.php?article_id=22733
দেখেন কেউ আর ইচ্ছা হইলে উনাদের ভোট ও দিয়েন 🙁
ন্যাড়া একবারই বেল তলায় যায়
ন্যাড়া একবারই বেল তলায় যায় ।
ন্যাড়া যায় ১ বার, কিন্তু
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: ন্যাড়া যায় ১ বার, কিন্তু বাঙ্গালী যায় বার বার :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
সব খারাপ, একটাও ভালা না।
লীগ
সব খারাপ, একটাও ভালা না।
লীগ হইলো মুক্তিযুদ্ধের মূলা ঝুলায়,
জামাত ধর্মের মূলা ঝুলায়
আর বি এন পি আজাইরা চিল্লায়…।।
:ক্ষেপছি:
আমি এই কথাই কইছি
:মাথাঠুকি: আমি এই কথাই কইছি :মাথাঠুকি:
টিম আম্লীগ আর টিম বিম্পির
টিম আম্লীগ আর টিম বিম্পির লিডারদ্বয়ের মাঝে সরাসরি কুস্তি ম্যাচ আয়োজনের আমার খুব শখ।
আমিও দেখতে চাই সেই ম্যাচ
:মাথাঠুকি: :মাথাঠুকি: আমিও দেখতে চাই সেই ম্যাচ :মাথাঠুকি: :মাথাঠুকি:
বাঙ্গালী ভুলমনা। সে যাবেই।।
বাঙ্গালী ভুলমনা। সে যাবেই।। আবার মাথায় বেল ফাটিয়ে চলে আসবে। হয়তো এবার আর মাথাই অবশিষ্ট থাকবে না।
সেইটাই, বেল আলটিমেইটলি আমাগো
সেইটাই, বেল আলটিমেইটলি আমাগো মাথায়ই ভাংবো :মাথাঠুকি: