মাছরাঙা টিভিতে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে শাকিব খানের
বক্তৃতার অংশবিশেষঃ
“অনেকে বলেন আমি রিক্সাআলাদের জন্যে সিনেমা করি , আমি তখন
আনন্দিত হই , যখন বলেন আমি গার্মেন্টস শ্রমিকদের জন্য
সিনেমা করি , আমি তখনো আনন্দিত হই ! কেননা যারা মাথার ঘাম
পায়ে ফেলে আমাদের জন্য এতকিছু করেন তারা যখন অক্লান্ত পরিশ্রম
করে ঘরে ফিরে আমার অভিনয় দেখে বিনোদিত হন গর্বে আমার
বুকটা ভরে যায়।”
মাছরাঙা টিভিতে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে শাকিব খানের
বক্তৃতার অংশবিশেষঃ
“অনেকে বলেন আমি রিক্সাআলাদের জন্যে সিনেমা করি , আমি তখন
আনন্দিত হই , যখন বলেন আমি গার্মেন্টস শ্রমিকদের জন্য
সিনেমা করি , আমি তখনো আনন্দিত হই ! কেননা যারা মাথার ঘাম
পায়ে ফেলে আমাদের জন্য এতকিছু করেন তারা যখন অক্লান্ত পরিশ্রম
করে ঘরে ফিরে আমার অভিনয় দেখে বিনোদিত হন গর্বে আমার
বুকটা ভরে যায়।”
ও যেটা বলছে আমার শুনে অনেক ভালো লগলো এবং উনার প্রতি আমার শ্রদ্ধাটা বেড়ে গেলো ।। এতদিন ওকে অনেকেই হিজরা বলে কটাক্ষ করত (আমি নিজেও করেছি) কিন্তু আজ থেকে আর আমি অন্তত করব না কিন্তু শুধু একটি জিনিস চাইব যেন শাকিব খান বর্তমান ধারার চলচিত্র থেকে বের হয়ে এসে ভিন্ন ধারার চলচিত্র করেন তাহলেই আমার মনে হয় বর্তমান সময়ের ইয়্যাং জেনারেশনের কাছে উনার এক্সপেকটেশনটা বেড়ে যাবে অনেকাংশে ।। আই থিঙ্ক ইয়াং পাওয়ার ইজ দ্যা বেস্ট পাওয়ার ফর এভার এন্ড উই প্রুভ ইট ।। সো গো সাকিব গো এন্ড ডু সামথিং ডিফ্রেন্ট উই ওয়ান্ট টু সি ………
সত্যি সাকিব এই কথা বলছে!!!!!
সত্যি সাকিব এই কথা বলছে!!!!! :খাইছে: :খাইছে: :খাইছে:
তবে অবশ্যই ওনাকে :salute:
হ্যাঁ আমি নিজে কালকে ওর
হ্যাঁ আমি নিজে কালকে ওর কথাগুলো শুনেছি এবং ২,০০,০০০ টাকা সাভারে ক্ষতিগ্রস্থদের অনুদানও দিয়েছে।। আসলেই ও যা বলেছে চরম বলেছে …… তাই আমিও স্যালুট জানাচ্ছি :salute:
আমার মনে হয় সাকিব খানের ছবিতে
আমার মনে হয় সাকিব খানের ছবিতে অভিনয় করা থেকে অবসর নেওয়া উচিত।
ঠিক বুঝলাম না আপনার এই অভিমত
ঠিক বুঝলাম না আপনার এই অভিমত কেনো …………দয়া করে বুঝিয়ে বললে খুশি হয়তাম…………… :খুশি:
(No subject)
:তালিয়া:
(No subject)
:ফুল:
হুম । আসলেই আমাদের একটা বাজে
হুম । আসলেই আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে সমালোচনা শুরু হলে থামতে চাই নাহ । সাকিবের কথাগুলা ভাল লাগল । আর আপনার সুরেই বলব –
আসলেই ঠিক বলছেন সমালোচনা শুরু
আসলেই ঠিক বলছেন সমালোচনা শুরু হলে শেষ হয়না …………ধন্যবাদ আপনাকে……… :খুশি:
কেন শাকিব খান কে বর্তমান
কেন শাকিব খান কে বর্তমান ধারার চলচ্চিত্র থেকে সরে দাড়াঁতে হবে বুঝলাম না। আমরা যে ধরনের ফিল্ম দেখতে পছন্দ করি, শাকিব খান সে ধরনের ফিল্মে অভিনয় করেন না। কিন্তু, ভালো মানের ফিল্ম মেকাররা যদি শাকিব কে কাস্ট করে, তবে শাকিব কি তাতে অভিনয় করবে না? নিশ্চই সে করবে। সুতরাং, আমাদের সেরা ফিল্ম মেকারদের উচিত তাকে ফ্লোর করে দেয়া। আর যাই বলেন, শাকিব নায়ক হতে পারেন, অভিনেতা নন।
আপনার সব কথা সাথে এমি একমত
আপনার সব কথা সাথে এমি একমত কিন্তু ” শাকিব নায়ক হতে পারেন, অভিনেতা নন ” একটু পরিষ্কার করলে বোধগম্য হয়ত……… :লইজ্জালাগে: