উৎসর্গ – নির্মলেন্দুগুন , রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
এক টুকরো গতিশীল জীবনে তিন টুকরো বরফ মিশিয়েছো
পেট মোটা গ্লাস বেয়ে ঝরছে বরফ সুখ
গালে স্পর্শ – কামুক অনুভূতি ,
জিভ তল খুঁজে ফেরে রঙিন পিপাসা
উৎসর্গ – নির্মলেন্দুগুন , রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
এক টুকরো গতিশীল জীবনে তিন টুকরো বরফ মিশিয়েছো
পেট মোটা গ্লাস বেয়ে ঝরছে বরফ সুখ
গালে স্পর্শ – কামুক অনুভূতি ,
জিভ তল খুঁজে ফেরে রঙিন পিপাসা
হাত বুলিয়ে ঘাম মুছেছো অল্প ,
জাফরান ঘ্রাণ ছড়িয়েছে , বেলা অস্ত ।
প্লেটে আশ্রিত মাংসের স্তূপ
লোভী একগুচ্ছ দাঁতের অপেক্ষা
অন্য কেউ ; অপরিচিত হয়েছে আপন
‘ আয় শেয়ার করি ‘ – যা বলতে এসেছে ধকধক বুক
১০ টা বেজে ১১ মিনিট ১২ সেকেন্ড শুরু আলাপায়ন
— জানিস , আমারও না একটা … “
এগিয়ে চলে রঙিন পানি কণ্ঠনালী বরাবর
এগিয়ে চলে অপরিচিত মুখ
আপন করবার পাঁয়তারা !
ভালা লাগিচে ভাই
ভালা লাগিচে ভাই :থাম্বসআপ:
ধন্যবাদ মোশফেক আহমেদ
ধন্যবাদ মোশফেক আহমেদ :ধইন্যাপাতা:
মন বড় আচানক চীজ
মন বড় আচানক চীজ 😉
শেষ কবে খাইছি, মনে নাই।
শেষ কবে খাইছি, মনে নাই। :কানতেছি: :কানতেছি: :কানতেছি:
বেশ লিখেছেন রিফাত।
আর
বেশ লিখেছেন রিফাত। :টাল:
আর নির্মলেন্দু গুন এবং রুদ্র মুহাম্মদ শহিদুল্লার প্রতি শ্রদ্ধা। দুজনেই আমার অতি পছন্দের কবি।
সবাই কবিতা লিখে তাই আমিও একটু
সবাই কবিতা লিখে তাই আমিও একটু সাহস করে ফেললাম :ভেংচি:
গতকাল একজনের জন্মদিন এবং একজনের মৃত্যুবার্ষিকী ছিল
দুই কবিকে শ্রদ্ধা
ভালই লিখেছেন। আমার ভালো
ভালই লিখেছেন। আমার ভালো লাগলো।
হয়েই গেল আর কি
ধন্যবাদ
হয়েই গেল আর কি
ধন্যবাদ :ফুল:
শুভেচ্ছা রইল
শুভেচ্ছা রইল :ফুল:
ভালো থাকবেন রাইয়ান স্বপ্নকথক
ভালো থাকবেন রাইয়ান স্বপ্নকথক
কবিতা বালা লাগছে
কবিতা বালা লাগছে ম্যান……… মাগার একটা কুইশ্চেন আছিলো ??
বাই দ্যা ওয়ে ব্র্যান্ডটা চেনা চেনা লাগছে ………… :-B
কোন কারন ছাড়াই দিছি , ভাব
কোন কারন ছাড়াই দিছি , ভাব মারছি