নদীরা জানেনা কেউ,
দিনে দিনে বয়ে গেছো কত শত ঢেউ।
তেমনই বুঝেনা বুঝি সাম্পানের পাল,
বাতাসের সাথে তার সন্ধি কত কাল!!
সবচেয়ে উদাসী বেশী সমুদ্রের মন;
অদ্ভুত ঐশ্বর্য ভুলে,
আনমনা থাকে সারাক্ষন।
“বঙ্গোপসাগর”
নদীরা জানেনা কেউ,
দিনে দিনে বয়ে গেছো কত শত ঢেউ।
তেমনই বুঝেনা বুঝি সাম্পানের পাল,
বাতাসের সাথে তার সন্ধি কত কাল!!
সবচেয়ে উদাসী বেশী সমুদ্রের মন;
অদ্ভুত ঐশ্বর্য ভুলে,
আনমনা থাকে সারাক্ষন।
কোমল মাটির গালে দাগা রাখে নোঙরের দাঁত,
জেলেরা মাছের মোহে পেরিয়েছে তুফানের রাত।
বড়শি ও জালে জ্বলে তরতাজা ফুলকার রঙ লাল,
খেয়াঘাটে দাঙা লড়ে শুটকি আর নুনের দালাল।
ভালোই।
ভালোই।
তেমনই বুঝেনা বুঝি সাম্পানের
এই দুইটি ছাড়া বাকিগুলো চলনসই। শুভকামনা রইলো…