কিছু ভালোবাসার ছোঁয়া,
কিছু ঘৃণার অনভূতি,
কিছু পাওয়ার আকুলতা,
কিছু বা হারানোর স্মৃতি…
কিছু স্পর্শের উষ্ণতা,
আবার কিছু দূরে রাখার ব্যর্থতা,
কিছু পুণ্যের আত্মতৃপ্তি,
কিছু বা মন্দের ব্যকুলতা…
কিছু ভালোবাসার ছোঁয়া,
কিছু ঘৃণার অনভূতি,
কিছু পাওয়ার আকুলতা,
কিছু বা হারানোর স্মৃতি…
কিছু স্পর্শের উষ্ণতা,
আবার কিছু দূরে রাখার ব্যর্থতা,
কিছু পুণ্যের আত্মতৃপ্তি,
কিছু বা মন্দের ব্যকুলতা…
কিছু স্বপ্নপূরণের আনন্দ,
আবার কিছু অপূর্ণতার হতাশা,
কিছু স্মৃতি ভুলে থাকার চেষ্টা,
এবং কিছু মনে রাখার প্রচেষ্টা…
কিছু আবেগী প্রেমের সফলতা,
কিছু বা ছ্যাকা খাওয়ার যন্ত্রনা,
কিছু ব্যক্তিত্ত্বের এগিয়ে যাওয়ার প্রেরণা,
কিছু স্থির থাকার ব্যর্থ সান্ত্বনা…
এভাবেই আমার জীবনের পথ চলা….
চরম হইসে….!!!
চরম হইসে….!!!
ভাই,
এখানে রাজাকার আইলো
ভাই,
এখানে রাজাকার আইলো কোত্থেক্ক্যা ?
এত্ত গুলা কিছু
এত্ত গুলা কিছু 😀
এত্তগুলা কিছু কি জানতে
এত্তগুলা কিছু কি জানতে মুন্ঞ্চায় 😛 !
এই কবিতা আবৃতি করতে গেলে
এই কবিতা আবৃতি করতে গেলে পাবলিক দাবড়ানি দিব !!! এত্ত গুলা কিছু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
হে হে হে !
হে হে হে !