আজ শুক্রবার। ছুটির দিনে মোটামুটি সবারই কাজ থেকে বিশ্রাম। সকালের দিকে বের হলাম। উদ্দেশ্য চা খাব। কয়েকটা সমবয়সী ছেলের সাথে দেখা। এলাকার পোলাপাইন। বন্ধুই বলা যায়।
কথা বলার শুরুতেই সংসদের ভাষা যে কি পরিমান বিরুপ প্রভাব ফেলছে তা হারে হারে টের পাইলাম। ৭ দিন দাড়ি শেইভ না করলে মোটামুটি দেখা যাওয়ার মতই বড় হয়। পোলা আমার দাড়ি ধরে বলে “এই বাল গুলা শেইভ করিস নাই কেন??” (নাউজুবিল্লাহ) মেজাজটা এত খারাপ হইছে যে সাথে সাথে একটা থাপ্পড় দিলাম। আমি জ্ঞান দেওয়ার আগে উল্টা আমাকে জ্ঞান দেওয়া শুরু করল। রাবিশ।
আজ শুক্রবার। ছুটির দিনে মোটামুটি সবারই কাজ থেকে বিশ্রাম। সকালের দিকে বের হলাম। উদ্দেশ্য চা খাব। কয়েকটা সমবয়সী ছেলের সাথে দেখা। এলাকার পোলাপাইন। বন্ধুই বলা যায়।
কথা বলার শুরুতেই সংসদের ভাষা যে কি পরিমান বিরুপ প্রভাব ফেলছে তা হারে হারে টের পাইলাম। ৭ দিন দাড়ি শেইভ না করলে মোটামুটি দেখা যাওয়ার মতই বড় হয়। পোলা আমার দাড়ি ধরে বলে “এই বাল গুলা শেইভ করিস নাই কেন??” (নাউজুবিল্লাহ) মেজাজটা এত খারাপ হইছে যে সাথে সাথে একটা থাপ্পড় দিলাম। আমি জ্ঞান দেওয়ার আগে উল্টা আমাকে জ্ঞান দেওয়া শুরু করল। রাবিশ।
পোলা মুসলমান। নাম রিদুয়ান। রিদুয়ান হল স্বর্গের পাহারাদার এর নাম। নিজের নামটার সম্মান টা পর্যন্ত রাখলনা।
আমি ব্যাপক হতাশ। আজকের ভালো দিনে এমনটা আশা করি নাই। পৃথিবি খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে।
হুম..…অবস্থা বড়ই
হুম..…অবস্থা বড়ই বেগতিক..…শুধু বাইরে থেকে বোঝা যাচ্ছে না.…
২ টা পোস্ট পর পর ।
:মাথানষ্ট: :মানেকি: ২ টা পোস্ট পর পর । !!!!!!!!!!!!! আর সংসদ এ বিম্পি যে সুন্দর পাড়ার ভাষা ব্যাবহার করছে তাতে কিচ্চু কউনের নাই । :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
সহমত মোশফেক আহমেদ এর কমেন্টস
সহমত মোশফেক আহমেদ এর কমেন্টস এর সাথে
অতিশয় দুঃখ
অতিশয় দুঃখ
বিম্পি যে অশিক্ষিত সেটাই
বিম্পি যে অশিক্ষিত সেটাই প্রমান করতেছে।