বিষণ্ণ সময়
অমিও সমস্যা
অঘুম রাত্রি
অবধারিত দুঃস্বপ্ন
কৃৎথিম ভালবাসা
নিষ্পাপ পিতৃত্ব
অবেলায় বাচালতা
বিষণ্ণ সময়
অমিও সমস্যা
অঘুম রাত্রি
অবধারিত দুঃস্বপ্ন
কৃৎথিম ভালবাসা
নিষ্পাপ পিতৃত্ব
অবেলায় বাচালতা
অসীম নিরবতা
ছায়াহীন পথচলা
নক্ষত্রহীন আকাশ
কেবলি আরাধনা
কেবলি পাপ
সন্তর্পণে অভিশাপ
এই লিখাটা আমার জীবনে অনেক অর্থবহ।যদি কার ভাল লাগে জানিয়ে দিবেন।ভাল না লাগকেও জানাবেন প্লিজ।লিখার মধ্যে কি খুব বেশি নেতিবাচক শব্দ প্রয়ুগ হয়েছে?আমি কি পজিটিভ নই।
কবিতা হিসেবে খাপছাড়া। পড়তে
কবিতা হিসেবে খাপছাড়া। পড়তে অবশ্য মন্দ লাগেনি। নেগেটিভ শব্দ বেশী, তার মানে এই না যে আপনি পজিটিভ না। ছোট লেখা হিসেবে বানান ভুল অনেক। ঐদিকে একটু লক্ষ্য রাখবেন।
ধন্যবাদ আতিক ভাই।ভুল অজান্তেই
ধন্যবাদ আতিক ভাই।ভুল অজান্তেই হয়ে যায়। :খুশি:
হুম । উপলব্ধিগুলার একটা লিস্ট
হুম । উপলব্ধিগুলার একটা লিস্ট । এরকম আমিও লিখেছিলাম বেশ আগে নিজের উপলব্ধি নিয়ে । ডায়েরির পাতায় তা সীমাবদ্ধ এখনো ।
ভাল লিখেছেন
ভাল লিখেছেন
খুব একটা ভালো লেগেছে বলবো না
খুব একটা ভালো লেগেছে বলবো না আবার খারাপ লেগেছে সেইটাও বলা মুশকিল ।। পুরোটায় অগোছালো ভাবের এবং বেশ কিছু বানান ভুল ।। আতিক ভাই ( আমাদের বানান বিশারদ ) এর সাথে গলা মিলায়ছি মনে করেন ……… 😀
আমার পূর্ণতা আছে বলেই আমি