না চাওয়া দৃশ্যাবলী
বারেবারে ফিরে আসে,
চোখের আর দোষ কি বলো
চোখরওতো ক্লান্তি আছে ।
অনিচ্ছাতেও যাচ্ছি দেখে
নেতা-নেত্রীর নাচন-কুদন
মিথ্যার চকোলেটে
আমরা এখন ত্যক্ত ভীষণ ।
না চাওয়া দৃশ্যাবলী
বারেবারে ফিরে আসে,
চোখের আর দোষ কি বলো
চোখরওতো ক্লান্তি আছে ।
অনিচ্ছাতেও যাচ্ছি দেখে
নেতা-নেত্রীর নাচন-কুদন
মিথ্যার চকোলেটে
আমরা এখন ত্যক্ত ভীষণ ।
যে বোনটি লাঞ্ছিত হয়
আসা-যাওয়ার পথের বাকেঁ
সভ্যতার সমীকরন
তোমার পানেও মুচকি হাসে ।
মুচকি হেসে ৫ বছরে
এক বারই ভোটটি আসে
গায়-গতরে হাত বুলিযে
নষ্টরা সব দুধে-ভাতে ।
যে ছবিটি চোখের কোনে
জেগে থাকে তীব্র নোনায়
সযতনে তুলে রেখো
প্রতিশোধে চরম ঘৃণায় ।
অনিচ্ছাতেও যাচ্ছি
চমৎকার বলেছেন তো । :ফুল: :ফুল:
আমার এই লাইনগুলোও ভালো
:ফুল:
আমার এই লাইনগুলোও ভালো লাগে
যে ছবিটি চোখের কোনে
জেগে থাকে তীব্র নোনায়
সযতনে তুলে রেখো
প্রতিশোধে চরম ঘৃণায় ।
জটিল মামা চালায় যাও উজ্জ্বল
জটিল মামা চালায় যাও উজ্জ্বল ভবিষ্যৎ দেখিতাছি …………… :থাম্বসআপ:
ধন্যবাদ । আপনার ছবিটা দেখেতো
ধন্যবাদ । আপনার ছবিটা দেখেতো ভয় লাগে । ডরাই..আমি ডরাই…. :মাথানষ্ট:
যে ছবিটি চোখের কোনে
জেগে থাকে
চমৎকার ছড়া!! অনেক অনেক ভাল লাগল…
দেখেন একেক জনের একেক অংশ ভাল লাগছে!
এইটাই আপনার লিখার সার্থকতা…
(No subject)
:নৃত্য:
মুচকি হেসে ৫ বছরে
এক বারই
:থাম্বসআপ:
অনেক সুন্দর
অনেক সুন্দর
অনেক ধন্যবাদ….
অনেক ধন্যবাদ…. :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :জলদিকর: 😀 :নৃত্য:
দারুন
কিপ ইট আপ ম্যান
দারুন
কিপ ইট আপ ম্যান
(No subject)
:ধইন্যাপাতা: :ফুল: :ভালাপাইছি: