আমরা রক্তবীজের ঝাড়
তোরা আলবদর রাজাকার।
শেকড় উপড়ে আগুনে পুড়িয়ে
পারবিনা দমাতে
আমার একাত্তুরের শানিত চেতনা
একটুও কমাতে।
আমরা রক্তবীজের ঝাড়
তোরা আলবদর রাজাকার।
শেকড় উপড়ে আগুনে পুড়িয়ে
পারবিনা দমাতে
আমার একাত্তুরের শানিত চেতনা
একটুও কমাতে।
আমরা স্বাধীনতার কথা বলি
তোরা শহীদ মিনারে
হাতুড়ি চালাস
পতাকা পায়ে দলি।
আমরা হারতে শিখিনি
হারিনি কখনো, হারবোনা কখনো আর
ধরে ধরে সব ফাঁসীতে ঝোলাবো
যত হারামি রাজাকার।
আমরা দেশকে ভালবাসি
আমি এদেশের সন্তান।
তোরা বেজন্মা কুকুরের দল
নাজায়েজ-ই-পাকিস্তান।
আমরা প্রগতির কথা বলি
আমরা নতুন মুক্তিসেনা।
তোরা আল্লাহ খোদার নাম নিয়ে
করিস ধর্মের বেচাকেনা।
আমরা কাঁধে কাঁধ রেখে স্লোগান মুখর
হত্যার বিচার হোক
তোরা রাজাকার পিশাচ বাঁচাতে
মানব হন্তারক।
বাংলা হুশিয়ার
এসেছে আলবদর রাজাকার।।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ,
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই , রাজাকারের ফাঁসি চাই
কবিতা ভালো লেগেছে , প্লাস :তালিয়া:
ভাল লাগছে।দুর্দান্ত
ভাল লাগছে।দুর্দান্ত :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: