অগ্নিঝরা এক অপরাহ্নে দেখিছি তোমায়,
কৃষ্ণচূড়া গাছের তলায় ।
সূর্যের অপূর্ব এক আভা পড়েছিল,
মাদকতা ভরা নিমীলিত আঁখিদ্বয় উচ্ছাসিত হয়েছিল ।
আজ_____________
সমাচ্ছন্ন মন তোমাকেই পেতে চাইছে,
দ্বিগলয় এই প্রকৃতি তোমারই গান গাইছে,
তুমি যৌবনের সুধায় অবগাহিত………………
তোমার_____________
কালো কালো চোখের ঢল ঢল দৃষ্টি,
চন্দ্র ন্যয় বদন;সুদীর্ঘ কেশ,
তুমি অনন্য; স্রষ্টার অপূর্ব সৃষ্টি।
অগ্নিঝরা এক অপরাহ্নে দেখিছি তোমায়,
কৃষ্ণচূড়া গাছের তলায় ।
সূর্যের অপূর্ব এক আভা পড়েছিল,
মাদকতা ভরা নিমীলিত আঁখিদ্বয় উচ্ছাসিত হয়েছিল ।
আজ_____________
সমাচ্ছন্ন মন তোমাকেই পেতে চাইছে,
দ্বিগলয় এই প্রকৃতি তোমারই গান গাইছে,
তুমি যৌবনের সুধায় অবগাহিত………………
তোমার_____________
কালো কালো চোখের ঢল ঢল দৃষ্টি,
চন্দ্র ন্যয় বদন;সুদীর্ঘ কেশ,
তুমি অনন্য; স্রষ্টার অপূর্ব সৃষ্টি।
মোটামুটি ভালই লাগল । লিখতে
মোটামুটি ভালই লাগল । লিখতে থাকুন । শুভেচ্ছা রইল । :ফুল:
মধ্যম গড় বা, (medium Average)
মধ্যম গড় বা, (medium Average) মানের মনে হয়েছে!!
লিখতে থাকুন!!! কবিতা লিখতে সাহস লাগে তাই আপনাকে :থাম্বসআপ:
ভালো
ভালো :তালিয়া:
কিছু শব্দে অতিনাটকীয়তা কবিতার
কিছু শব্দে অতিনাটকীয়তা কবিতার মান কমিয়ে দিয়েছে। চালিয়ে যান ব্রাদার।
সব্বাইকে অনেক ধন্যবাদ আমার
সব্বাইকে অনেক ধন্যবাদ আমার পাসে থাকার জন্য