স্বপ্ন বাঁচিয়ে রাখতে আর কত পদদলিত হতে হবে।
সেদিনের সেই কাল স্বপ্ন আজ টুটি চেপে জবাব চায়
বলেছি তুই বড় নির্লজ্জ বেহায়াপনার এক শেষ
কেন তোর মাঝে এত খিদা এত ক্লেশ
একবার কি বিলিয়ে দিতে পারিস না আমায়
কণ্ঠ চেপে আমিও রাখতে পারি
বিনিময়ে বুকের পাজর চুরমার
কষ্টের ঢেউ গুলো শুধু অযুদ-নিযুদ করে ফিরে আসে বারে বার
তার আগমনে অস্তির কেঁদেছি তবু ফিরে আসে আবা
স্বপ্ন বাঁচিয়ে রাখতে আর কত পদদলিত হতে হবে।
সেদিনের সেই কাল স্বপ্ন আজ টুটি চেপে জবাব চায়
বলেছি তুই বড় নির্লজ্জ বেহায়াপনার এক শেষ
কেন তোর মাঝে এত খিদা এত ক্লেশ
একবার কি বিলিয়ে দিতে পারিস না আমায়
কণ্ঠ চেপে আমিও রাখতে পারি
বিনিময়ে বুকের পাজর চুরমার
কষ্টের ঢেউ গুলো শুধু অযুদ-নিযুদ করে ফিরে আসে বারে বার
তার আগমনে অস্তির কেঁদেছি তবু ফিরে আসে আবা
কেন এত সর্বগ্রাসী ক্ষুধা তোর
মুক্তির স্বাদ পেতে দে বিনিময়ে পাবি স্বস্তির নির্ভার
দিনের শুরুতে অথবা মধ্য রাতের আছর পাছর
রক্তাত্ত হৃদয় আমার তোর দাঁড়ালো নখে
ডাস্টবিনের জায়গা বুঝি ফুরাল তোর শখে
শেতপ্রবাল বুকে আর কত আঘাত করা যায়
কবুতরের রাঙ্গা পায়ে কত চিঠি বিলিয়ে দেই
প্রত্যাশায় বুক বেধে রাখি আগমনি বার্তায়
ফিরে এসে আগাত করবি জানি ছিন্নভিন্ন করে আমায়।
পদদলিত স্বপ্ন …
(লিখতে বসলে লিখা আসে না।আবার কখনও একটানা লিখা আসে।)
স্বপ্ন বাঁচিয়ে রাখতে আর কত
স্বপ্ন আর বাস্তবতার বিরোধ থেকেই এমন হয় ।
লাইন টা বুঝি নাই । ভুল আছে মনে হয় ।
আবা না আবার হবে।
তার আগমনে
আবা না আবার হবে।
তার আগমনে অস্তির কেঁদেছি তবু ফিরে আসে আবার