বৃক্ষবিহীন ঝরাপাতা ঝরছে যেমন নদীর কূলে,
তোর সঙ্গে ঝুলে থেকে জীবন গেল অবহেলে।
সকাল গিয়ে রাত্রি এল,সাঙ্গ হল চাওয়া
তোর সঙ্গে বৃথা গেল,মিছে বয়স বাড়া ।
ছেলেবেলার ইশকুলটা মিলিয়ে গেল দুরে ,
বেলাশেষের গল্পগুলি শুনিয়ে গেলি ভোরে ।
হাতধরে তুই শপথ নিলি অনেক দুরে যাবার,
চলে গেলি বললি না তুই দেখা হবে আবার ।
সখের ধারাপাত
বৃক্ষবিহীন ঝরাপাতা ঝরছে যেমন নদীর কূলে,
তোর সঙ্গে ঝুলে থেকে জীবন গেল অবহেলে।
সকাল গিয়ে রাত্রি এল,সাঙ্গ হল চাওয়া
তোর সঙ্গে বৃথা গেল,মিছে বয়স বাড়া ।
ছেলেবেলার ইশকুলটা মিলিয়ে গেল দুরে ,
বেলাশেষের গল্পগুলি শুনিয়ে গেলি ভোরে ।
হাতধরে তুই শপথ নিলি অনেক দুরে যাবার,
চলে গেলি বললি না তুই দেখা হবে আবার ।
জীবন যেমন দুষ্ট গ্রহ,তুই ভন্ড নদী
আকুল হয়ে কাঁদছি আম, তুই আসবি যদি ।
অনেক দামে কিনেছিলাম তোর প্রিয় সব নাম
বুকের মাঝে লুকিয়েছিলাম তোরই নীল খাম ।
নীল বিষাদে মলীন হতে যেটুক আছে বাকী
জীবন দিয়ে বুঝিয়ে দিবো, অংক শুধুই ফাকিঁ ।
সূর্য ডুবে আঁধার হলো,চলে এলো রাত
তোর সঙ্গে মিললো না মোর সখের ধারাপাত ।
ছন্দের চমৎকার মিলন লক্ষণীয় –
ছন্দের চমৎকার মিলন লক্ষণীয় – আমার কাছে বেশ লেগেছে । পড়ে আরাম পেয়েছি । :থাম্বসআপ:
অনেক আগের লেখা । পড়ে আড়াম
অনেক আগের লেখা । পড়ে আড়াম বলেই দিলাম ।
আরাম কে না চায়?? :নৃত্য:
দৃষ্টিনন্দন ছন্দের প্রয়োগ…
দৃষ্টিনন্দন ছন্দের প্রয়োগ… :রকঅন: :রকঅন: :রকঅন:
তবে কাব্যের তেমন প্রয়োগ নাই!!
তারিক ভাই, কাব্য প্রয়োগ বলতে
তারিক ভাই, কাব্য প্রয়োগ বলতে কি বুঝাতে চাচ্ছেন???
কবিতা কি ছন্দে লিখলে হয় না!! আমার বোঝার সীমাবদ্ধতা থাকতে পারে….
:মাথাঠুকি:
(No subject)
:নৃত্য: :bow: :থাম্বসআপ: :তালিয়া: :ফুল:
(No subject)
:ফুল:
(No subject)
:bow: :bow:
ভালো লেগেছে কিনা বুঝতে পারলাম
:মানেকি:
ভালো লেগেছে কিনা বুঝতে পারলাম না …..
সুন্দর সাবলীল
সুন্দর সাবলীল 🙂
অনেক শুভেচ্ছা
অনেক শুভেচ্ছা
:ফুল: