আচ্ছা মেঘবালিকা স্বপ্ন
ধরতে পারো
অথবা খসে যাওয়া তারা
নদীর স্রোত
থামাতে পারো
অথবা চৈত্র্যের
পত্রঝরা ।
আচ্ছা মেঘবালিকা স্বপ্ন
ধরতে পারো
অথবা খসে যাওয়া তারা
নদীর স্রোত
থামাতে পারো
অথবা চৈত্র্যের
পত্রঝরা ।
বুকে জমানো কষ্ট
ছুঁতে পারো
অথবা লুকিয়ে থাকা
অভিমান
নিঃশব্দে চুমুর দাগ
লাগাতে পারো
অথবা শরতের
বিকেলের রৌদ্রস্নান ।
চাঁদের
আলো কি গায়ে মাখাও
তুমি
অথবা ভিজো কি বৃষ্টির জলে
পাখির ডাক
কি রোজ
সকালে শুনো
অথবা এখনো কি তারারা কথা বলে ।
মেঘবালিকা তুমি বেজায়
ভীষণ
আমায় কিচ্ছু
বলো না
তোমার জন্য আমার
গণিত বইয়ের
একটা সমীকরণও
মিলে না ।
ভালোই
যদি বাসো তুমি আমায়
তবে একবার
এসে আমায় ছোঁও
এই
তীব্র
রোদে পুড়ছে শরীর
আবেগ
হয়ে বৃষ্টি ঝড়াও ।
ইচ্ছে মতন ইচ্ছেগুলি করছে
ইচ্ছে মতন ইচ্ছেগুলি করছে ওড়াওড়ি ইচ্ছে মতোন ঘুড়াও লাটিম ইচ্ছে মতন ঘুড়ি
(y)
(y)
মেঘবালিকা তুমি
:থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:বুখেআয়বাবুল:
সবকটি চিত্রকল্পই
সবকটি চিত্রকল্পই চমৎকার…
লিখতে থাকুন!! ভাল লেগেছে— :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:কনফিউজড:
মন খারাপ কেন ভাই?
মন খারাপ কেন ভাই?
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
মন ভরেছে
মন ভরেছে
(No subject)
:ফেরেশতা: :বুখেআয়বাবুল:
অল দা বেস্ট
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: অল দা বেস্ট
অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ