যুদ্ধের পর আমজনতা ও দেশনেতার কথোপকথন :
আমজনতা : হুজুর , যুদ্ধ করলাম কিন্তু আমরা কি পেলাম ?
দেশনেতা : কেন ? তোমরা পেয়েছ ‘বড়া’ , যা থেকে আমের গাছ হবে , আম খাবে ।
তখন আমজনতা একে অন্যের মুখের দিকে চাওয়া চাওয়ি করে ।
দেশনেতা আবার বলেন –
দেশনেতা : বড়াভাগ্যে তোমরা খুশি নও ? আচ্ছা তাহলে তোমরা পাবে ‘কচু’ ।
যে কচু খেলে শরীরে রক্ত হয় , যাতে নতুন জীবন সংগ্রামের শক্তি নিশ্চিত ।
নেতার কথা শুনে আমজনতা কেউ কেউ ধাঁধায় পড়ে গেল । ঠিক তখন আরেকজন উঠে বলল –
হুজুর , ‘বড়া’ পেলাম ‘কচু’ পেলাম । এবার একটা গলাধাক্কা বাকি – যা পেলে আমাদের পিঠ দেয়ালে গিয়ে ঠেকবে !
কিছি বলব নাহ । ছোট্ট পোস্ট এর
কিছি বলব নাহ । ছোট্ট পোস্ট এর অন্তরালে অনেক বড় একটা বিষয় তুলে ধরেছেন । ধন্যবাদ । সেইরকম ।
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ফেসবুক স্ট্যাটাস হিসেবে
ফেসবুক স্ট্যাটাস হিসেবে চমৎকার!!
তবে ব্লগ পোস্ট হিসেবে দরিদ্র…