শতাব্দির পর শতাব্দী নির্জন রাতে,
আঁধারের মাঝে;
তুমি ছড়াও আলো;
শতাব্দির পর শতাব্দী নির্জন রাতে,
আঁধারের মাঝে;
তুমি ছড়াও আলো;
নিদ্রাহীন ক্লান্তহীন;
আর দৃপ্তপ্রানে মিষ্টি আভায় জ্বালো।
তোমার রূপ আর উজ্জ্বলতায় গড়ে তোল ভূ-স্বর্গ,
হাজার বছর বয়স নিয়েও যৌবনের অমৃত রস বর্ষ,
নিভৃত নির্জন রাতকে গড়ে তোল জোছনা শীর্ষ।
লোভাতূর মানুষ তোমায় নিয়ে স্বপ্ন দ্যাখে,
ছোট্ট শিশুরাও তোমার প্রেমে হাবুডুবু খায়।
কলঙ্ক আছে তোমার মাঝে জানে তাঁরা,
তবুও ওরা তোমার প্রেমে দিশেহারা।
তাদের দিকে তুমি ফিরেও চাওনা
তুমি তোমার মত চলো___________
আমি হাসি এঁটে রাখতে পারি না_____
মূর্খ মানুষ;মূর্খ মানুষের দল
আমি জানি;
তুমি বাকরুদ্ধ নিশ্চল,
তোমার নেই আলো
সূর্যের করুনায় তুমি জ্বালো।
ধিক্কার দেই তোমায়;
পরের করুনায় চলে এত অহংকার,
চূর্ণ হবে সব একদিন;
সেদিন পালাবে কোথায়?
কিছু কিছু জায়গায় দূর্বল হয়ে
কিছু কিছু জায়গায় দূর্বল হয়ে গেছে শব্দচয়ন এবং বাক্য গঠন। এছাড়া থিম হিসেবে চমৎকার।
জ্বী ভাই আরও ভাল করতে চেষ্টা
জ্বী ভাই আরও ভাল করতে চেষ্টা করব
আতিক ভাই ভাও বলেছেন!!
গাঁথুনি
আতিক ভাই ভাও বলেছেন!!
গাঁথুনি আর শব্দ চয়নে কিঞ্চিৎ দুর্বলতা আছে…
তাছাড়া স্পিরিট অসাধারণ…
ভালো লাগছে , আরও লিখতে থাকুন
ভালো লাগছে , আরও লিখতে থাকুন :ফুল:
থিমটা সুন্দর ।কবিতাটাও ভালো
:ফুল: থিমটা সুন্দর ।কবিতাটাও ভালো লাগলো
(No subject)
:ফুল:
সমালোচনা শেষ !!! ভাল্লাগছে
সমালোচনা শেষ !!! ভাল্লাগছে !!!!!! 😀