না ফেরার দেশে…
……….৫ মে২০১৩ স্যার অধ্যাপক ড. খন্দকার আশরাফ হোসেন ভিসি হিসেবে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন । শেওড়া তলায় বন্ধুদের আড্ডার ফাঁক দিয়ে একটা দলকে হেঁটে যাওয়া দেখা । খদ্দেরের পান্জাবি পড়া এক জন লম্বা চওড়া একটা মানুষ সামনে নেতৃত্ব দিচ্ছেন । ইনিই আমাদের নতুন ভিসি স্যার । কেম্পাস ঘুড়ে দেখছেন । কবি হিসেবে তাঁর একটা পরিচয় ছিলো সেটা জানা ছিলো না । কেউ একজন বলে ছিলো আমাদের নতুন ভিসি এক জন কবি । শুনে ভালোই লেগেছিল কারন ক্যাপাসের উন্নতির জন্য শিল্পমনা ভিসি খুবই দরকার । সেদিন স্যারকে প্রথম দেখা এরপর ২৫মে নজরুল জন্মজয়ন্তিতে ।
না ফেরার দেশে…
……….৫ মে২০১৩ স্যার অধ্যাপক ড. খন্দকার আশরাফ হোসেন ভিসি হিসেবে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন । শেওড়া তলায় বন্ধুদের আড্ডার ফাঁক দিয়ে একটা দলকে হেঁটে যাওয়া দেখা । খদ্দেরের পান্জাবি পড়া এক জন লম্বা চওড়া একটা মানুষ সামনে নেতৃত্ব দিচ্ছেন । ইনিই আমাদের নতুন ভিসি স্যার । কেম্পাস ঘুড়ে দেখছেন । কবি হিসেবে তাঁর একটা পরিচয় ছিলো সেটা জানা ছিলো না । কেউ একজন বলে ছিলো আমাদের নতুন ভিসি এক জন কবি । শুনে ভালোই লেগেছিল কারন ক্যাপাসের উন্নতির জন্য শিল্পমনা ভিসি খুবই দরকার । সেদিন স্যারকে প্রথম দেখা এরপর ২৫মে নজরুল জন্মজয়ন্তিতে । তাঁর সভাপত্তিতে উনুষ্টান গুলো হয় । তার উন্নত চিন্তাচেতনার প্রকাশ ঘটে সেখানে । এর পর গিষ্মের ছুটিতে চলে আসা বাড়িতে । গত১৬জুন মধ্য দুপুরে টিভির স্কোলে একটি আহতকর সংবাদ শুনে মনটা বিষন্ন হলো আমাদের ভিসি স্যার আশির দশকের কবি খন্দকার আশরাফ হোসেন ল্যাব এইড হাসপাতালে মারা গেছেন…চলে গেছেন না ফেরার অন্ধকার দেশে । তিনার ভেতরে হয়তো এই নতুন কেম্পাসকে রাঙ্গিয়ে তোলবার স্বপ্ন লালিত হয়ে ছিলো ঠিক সেই সময় তাকে কেড়ে নিলো মৃত্যু… । ভালো থাকবেন স্যার । আপনার স্বপ্ন হয়তো অন্য কারো দ্বাড়া পূর্ণ হবে..
একের পর এক গুণী জনেরা চলে
একের পর এক গুণী জনেরা চলে যাচ্ছেন। মর্মাহত হচ্ছি। উনার প্রতি শ্রদ্ধা থাকবে আজীবন। কতো আল-বাল-ছাল এই দেশে একুশে পদক পায়। অথচ উনার মতো গুণী মানুষ না পেয়েই বিদায় নিলেন। আমরা গুণীর কদর করতে জানিনা।
বেঁচে থাকতে আমরা কারোরই মূল্য
বেঁচে থাকতে আমরা কারোরই মূল্য এবং মূল্যায়ন করি না বা করতে জানি না
(No subject)
:কানতেছি:
আপনার পোস্টের প্রথম অংশকি
আপনার পোস্টের প্রথম অংশকি দুইবার পেস্ট করেছিলেন?
পোস্ট দেয়ায় আরেকটু যত্নবান হবেন আশা করি…
স্যার এর জন্যে শ্রদ্ধা…