(আমার ভেতরটা দেখতে এসো না তুমি অনেক কষ্ট পাবে , পাবে না এতোটুকু সুখ যা তুমি আশা কর)
এমন কথা গুলো শুধু তাঁরই জন্য যে আশা করে এসব । আমি আশা করেছি তার কাছে তা নিতান্তই সামান্য কিছু যদিও এসব দেওয়া তার দ্বাড়া সম্ভব না । (শুনিয়েছে কোন একদিন) সে আমাকে এসব শুনাতে পারে তাই নিজেই তাঁর ভেতরের না বলা কথা গুলো বলা । (যদি নাই জানলাম তার ভেতরটা এবং তাকে বুঝতে তবে …) সে নিজে ঠকেছে , কষ্টের , একাকিত্তের তিব্র যন্ত্র গুলো সে অনুভব করেছে , করেছে সহ্য এবং করছে । তাই তার কাছে আমাকে দেওয়ার মত কিছু অবশিষ্ট নেই , তার মতে থাকতে পারে না । অদ্ভুদ না ব্যাপারটা ।
(আমার ভেতরটা দেখতে এসো না তুমি অনেক কষ্ট পাবে , পাবে না এতোটুকু সুখ যা তুমি আশা কর)
এমন কথা গুলো শুধু তাঁরই জন্য যে আশা করে এসব । আমি আশা করেছি তার কাছে তা নিতান্তই সামান্য কিছু যদিও এসব দেওয়া তার দ্বাড়া সম্ভব না । (শুনিয়েছে কোন একদিন) সে আমাকে এসব শুনাতে পারে তাই নিজেই তাঁর ভেতরের না বলা কথা গুলো বলা । (যদি নাই জানলাম তার ভেতরটা এবং তাকে বুঝতে তবে …) সে নিজে ঠকেছে , কষ্টের , একাকিত্তের তিব্র যন্ত্র গুলো সে অনুভব করেছে , করেছে সহ্য এবং করছে । তাই তার কাছে আমাকে দেওয়ার মত কিছু অবশিষ্ট নেই , তার মতে থাকতে পারে না । অদ্ভুদ না ব্যাপারটা ।
আমি তো সেই অবশিষ্টের অবশিষ্ট টুকুতো চেয়েছি মাত্র এর চেয়ে তো বেশি কিছু না । না কি চাইতে পারার অধিকারটুকু থাকতে পারে না , পারে না থাকতে আমাকে কেউ এতোটুকু বুঝুক ?
(আমি সত্যিই তোমাকে ভালোবাসি না তাই তোমার প্রতি আমার ভালোবাসাটি মিথ্যে)…না
=উদ্ভট পুষ্ট= :ফাও প্যাচালা(
(No subject)
:চিন্তায়আছি: :ভাবতেছি: :মানেকি:
(No subject)
🙁
আতিক ভাই অদ্ভুদ ইমো ক্যান
<কে
আতিক ভাই অদ্ভুদ ইমো ক্যান
<কে আমি তা জানি কি>
মাথার উপ্রে দিয়া গেল ।
মাথার উপ্রে দিয়া গেল । :ভাবতেছি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
(No subject)
:কনফিউজড:
ডোন্ট মাইন্ড।বুঝলাম না।
ডোন্ট মাইন্ড।বুঝলাম না। :মানেকি:
ভাই এটা ব্লগ তো। ফেসবুক তো
ভাই এটা ব্লগ তো। ফেসবুক তো না। এমন লেখার জন্য ফেসবুকই উত্তম।
আর বাক্য গঠনও ঠিক মত হয় নি কিছু জায়গায়।
ব্লগকে যখন মুক্তচিন্তার জায়গা
ব্লগকে যখন মুক্তচিন্তার জায়গা বলা হয় তখন আমার মুক্ত চিন্তা নিদিষ্ট কিছুতে সিমাবদ্ধ না হয়ে সব কিছুতে হতে পারে
ধন্যবাদ ভাই আমাকে ভুলটি ধরিয়ে দেবার জন্য
<কে আমি তা জানি কি>
ফেবু স্ট্যাটাসীয় পোস্ট…
তাই
ফেবু স্ট্যাটাসীয় পোস্ট…
তাই কিছুই বলার নাই- :মানেকি: :মানেকি: :মানেকি: