১।
ছিটেফোটা বৃষ্টি ।
প্রকৃতির সবুজ সৌন্দর্যের মাঝে কেমন জানি ভাব ।আকাশের দিকে তাকালেই নেশা ধরে যায় ।
২।
কয়েক ফোটা পাগলামি ভর করে ।
অদ্ভূত আচরণ ।
আশ্চর্য রকম অনুভূতি ।সব চিন্তাই যেন হারিয়ে যাচ্ছে অজানা অতল গহ্বরে ।
১।
ছিটেফোটা বৃষ্টি ।
প্রকৃতির সবুজ সৌন্দর্যের মাঝে কেমন জানি ভাব ।আকাশের দিকে তাকালেই নেশা ধরে যায় ।
২।
কয়েক ফোটা পাগলামি ভর করে ।
অদ্ভূত আচরণ ।
আশ্চর্য রকম অনুভূতি ।সব চিন্তাই যেন হারিয়ে যাচ্ছে অজানা অতল গহ্বরে ।
৩।
বুকে চিনচিনে ব্যাথা ।
হারানো জিনিসের জন্য পৈশাচিক আচরণ করতে ইচ্ছে করছে ।মুহূর্তেই বদলে যাই ।চলে আসে উন্মাদনা ,নিংড়ে দিই মনের জমান শত ক্ষোভ ।
ক্রোধের আহ্ববানে জাগতিক দিক ফেলে মন উচ্ছাসিত হয় উন্মাদনায় ।
৪।
যা বলিনি তা যদি শুনতে ।যদি অনুভব করতে পারতে সেই ক্ষতের কালচে দাগগুলি ।যা সযতনেই আছে ,হয়ত থাকবে ।
অব্যক্ত অনেক কিছু সারাজীবন রয়ে যায় ।যা বলতে ভাষা ছুড়ে দিতে হয় না ।প্রয়োজন হয় শাশ্বত আত্মার আর পবিত্র দৃষ্টির ।
যা তোমার নেই ।
অনুভুতিগুলা সুন্দর । বায় দা
অনুভুতিগুলা সুন্দর । বায় দা ওয়ে ইষ্টিশনে আপনাকে স্বাগতম :ফুল: :ফুল: ।। শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ
ধন্যবাদ
আপনার লিখার স্টাইল একটু
আপনার লিখার স্টাইল একটু ভিন্নতর…
ভাল কিছুর আশায় থাকলাম!! আপনাকে স্বাগতম!!
:ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
ধন্যবাদ
ধন্যবাদ
ভালো , আরও কয়েকটা অনুচ্ছেদ
ভালো , আরও কয়েকটা অনুচ্ছেদ হলে আরও জমত হয়তো
শুভেচ্ছা :গোলাপ:
জ্বী ভাই এর পর চেষ্টা করব
জ্বী ভাই এর পর চেষ্টা করব
ভালো লাগল অনুভূতির প্রকাশ।
ভালো লাগল অনুভূতির প্রকাশ। স্বাগতম ভাই। :ফুল:
ধন্যবাদ
ধন্যবাদ
সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
সুন্দর
সুন্দর
ধন্যবাদ
ধন্যবাদ