যেই লোকটি আমার বালিশের পাশে চকলেট লুকিয়ে রাখতেন তিনি আমার বাবা। আমার আজও মনে আছে, বষার্য় গ্রামের বাড়ি গেলে কাদামাখা পিচ্ছিল পথে ভয়ে একজনের হাত শক্ত করে ধরে থাকতাম পরম নির্ভরশীলতায়। তিনি আর কেউ নন, আমার বাবা। প্রতি বছর ঘুরে বাবা দিবস আসে। এত মানুষের ভিড়ে আমি আমার বাবাকে খুঁজে পাইনা। আকাশের শত শত তারার মাঝে তাকে খোঁজার চেষ্টা করি। কখনও বাবাকে নিয়ে বিশেষ কিছু লিখতে পারিনা। চোখটা ঝাপসা হয়ে যায়। কলমটা ধরে রাখার শক্তি পাইনা। আজ বিশ্ব বাবা দিবসে সব বাবাদের প্রতি রইল শ্রদ্ধা আর ভালোবাসা। আর আসুন, জেনে নিই পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য ভাষায় বাবা ডাক।
যেই লোকটি আমার বালিশের পাশে চকলেট লুকিয়ে রাখতেন তিনি আমার বাবা। আমার আজও মনে আছে, বষার্য় গ্রামের বাড়ি গেলে কাদামাখা পিচ্ছিল পথে ভয়ে একজনের হাত শক্ত করে ধরে থাকতাম পরম নির্ভরশীলতায়। তিনি আর কেউ নন, আমার বাবা। প্রতি বছর ঘুরে বাবা দিবস আসে। এত মানুষের ভিড়ে আমি আমার বাবাকে খুঁজে পাইনা। আকাশের শত শত তারার মাঝে তাকে খোঁজার চেষ্টা করি। কখনও বাবাকে নিয়ে বিশেষ কিছু লিখতে পারিনা। চোখটা ঝাপসা হয়ে যায়। কলমটা ধরে রাখার শক্তি পাইনা। আজ বিশ্ব বাবা দিবসে সব বাবাদের প্রতি রইল শ্রদ্ধা আর ভালোবাসা। আর আসুন, জেনে নিই পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য ভাষায় বাবা ডাক।
আমরা সাধারণত বাবাকে বলি আব্বু, আব্বা কিংবা বাবা। আফ্রিকানরা একে আবার বলে ভাদের। চীনারা বলে বা! কানাডিয়ান ভাষায় বাবাকে বলা হয় পাপা। ক্রোয়েশিয়ান ভাষায় বাবাকে বলা হয় ওটেক! অন্য ভাষাগুলিও কম যায়না। ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় বলা হয়ে পাই। ডাচ ভাষায় বলে ভাডেই। ফিনিপিনো ভাষা আবার অনেক অগ্রসরমান। তারা বলে তাতেই, ইতেই, তেয় কিংবা আমা!
ইন্দোনেশিয়ান ভাষায় বলা হয় আইয়্যাহ। জাপানি ভাষায় বলা হয় ওতোসান আর হাঙ্গেরিয়ান ভাষায় বলা হয় এদেসাপা।
এই ছিল পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটি ভাষায় বাবা ডাকের ফিরিস্তি। এখনও সময় আছে! বাবাকে এইসব ডাকে ডেকে চমকে দিতে পারেন। আর ভালোবাসাটাও হবে দৃঢ়।
(No subject)
:চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
স্বপ্নগুলি এই ফাগুনে কৃষ্ণচূড়া হয়ে ফুটুক।
জেনে নিলাম। ভাল বুদ্ধি।
জেনে নিলাম। ভাল বুদ্ধি।
মন্তব্যের জন্য
মন্তব্যের জন্য ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
স্বপ্নগুলি এই ফাগুনে কৃষ্ণচূড়া হয়ে ফুটুক।
বাবা কতদিন দেখিনা তোমায় !!!
বাবা কতদিন দেখিনা তোমায় !!!
আমিও।
আমিও।
জানলাম। কিন্তু ডাকার মানুষটি
জানলাম। কিন্তু ডাকার মানুষটি তো নাই।
সেইম কেইস।
সেইম কেইস।
নামগুলো বোল্ড করে দিলে ভাল
নামগুলো বোল্ড করে দিলে ভাল হত।
পরবর্তীতে চেষ্টার ত্রুটি
পরবর্তীতে চেষ্টার ত্রুটি থাকবেনা।