ফেসবুকে অনেসময়ই দেখি যে জয় এবং তারেকের ছবি দিয়ে প্রশ্ন করে –
কাকে যোগ্য নেতা বলে আপনার মনে হয়?
তারেক নাকি জয়?
মন্তব্য চলতে থাকে ওইসব পেইজে?∞চেয়ে চেয়ে দেখি বাঙালী কতটা বোকা আর চালাক 🙁
দেখি বাঙালিজাতির আবালতা 🙂
এডমিন সাহেব এর মত একটা গাধার পেইজে লাইক দেয় এরা!!এডমিন একজন চোরের সাথে তুলনা করে একজন সামান্য ভদ্র ছেলের এবং নিয়ে নেয় হাজার হাজার লাইক!
জয় এর সাথে তারেকের তুলনা যায়!!!!!???¿
1-তারেক অশিক্ষিত মুর্খ একটা পোলা আর জয়?
2-তারেক বাংলাদেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে রাখছে, আর জয়?
আমার জানামতে আজ পর্যন্ত খারাপ কাজ করেনি। তাকে কেন একটা চোরের. সাথে তুলনা করা হয়?
:মাথানষ্ট:
ফেসবুকে ইদানিং পেজ গুলা সস্তা
ফেসবুকে ইদানিং পেজ গুলা সস্তা খ্যাতির মোহে আচ্ছন্ন হয়ে পড়ছে । এরা সামান্য লাইক , কমেন্ট আর শেয়ার এর জন্য অর্থহীন সব পোস্ট দিয়ে ভ্রান্ত ধারনার সৃষ্টি করছে মানুষের মনে ।
ভাই আর নিতে পারিনা ওগো :@
ভাই আর নিতে পারিনা ওগো :@
মোশফেক আহমেদ ভাই এর সাথে
মোশফেক আহমেদ ভাই এর সাথে সম্পূর্ন একমত
এগুলা হল রাজনৈতিক আবালদের
এগুলা হল রাজনৈতিক আবালদের কাজ।সবকালে থাকবে। এরা মরলে এদের পোলাপানদের নিয়ে এই জরিপ হবে নেক্সট এ।
ঠিক বলছেন আপু
ঠিক বলছেন আপু 🙂
কোথায় জয় আর কোথায়
কোথায় জয় আর কোথায় তারেক!!!!
আমিও তো তাই বলতে চাইছি
চোরের
আমিও তো তাই বলতে চাইছি 😉
চোরের সাথে ওর যায় :/????
সবই ঠিক আছে। তবে আপনার লিখাটা
সবই ঠিক আছে। তবে আপনার লিখাটা হওয়া উচিৎ আরও অনেক তথ্যবহুল আর গঠনমুলক।
আপনি যা করেছেন তার বিষয়বস্তু নিয়ে কোন প্রশ্ন না। প্রশ্ন ব্লগে ফেসবুক স্টাইলে লিখা না দিয়ে সুন্দর করে গঠনমূলক সমালোচনা করুণ…
লিখতে থাকুন… বঙ্গবন্ধু আর জিয়ার অবস্থান যেমন হাসিনা ও খালেদা বা, জয় ও তারেকের একই তুলনা!! কিছুই করার নাই!! জনগন বিরোধীদলের অভাবে বারবার এমন অথর্বদের বেছে নিবে যতদিন একটা আদর্শিক বিরোধীদল না হবে……
তথ্য দিতে গেলে শেয হইব
তথ্য দিতে গেলে শেয হইব না।কারন তারেক যে চুরিও করছে তার বিস্তারিত বর্ণনা দিতে গেলে আমি শেয হইয়া যামু :>