[ক]
মেঘ এসে জল ঢেলে
চলে যায় দূরে।
চাতক মনে রাখে
ধুসর মেঘেরে।
[খ]
এক দেশে ছিল এক বামনের বাস
পূর্ণিমা রাতে সে দেখল আকাশ।
মুগ্ধ বামন ভাবে “আরে ওটা কি?”
রুপালি রুপের সেই চাঁদটা নাকি!
[ক]
মেঘ এসে জল ঢেলে
চলে যায় দূরে।
চাতক মনে রাখে
ধুসর মেঘেরে।
[খ]
এক দেশে ছিল এক বামনের বাস
পূর্ণিমা রাতে সে দেখল আকাশ।
মুগ্ধ বামন ভাবে “আরে ওটা কি?”
রুপালি রুপের সেই চাঁদটা নাকি!
বামনের হল সাধ চাঁদ ধরবার
এই ভেবে উপরে সে তাকাল আবার।
দুহাত বাড়িয়ে দিয়ে বামন ভাবে
রুপালি চাঁদটা সে এখনি পাবে।
ন্যায়নীতি বামনের জানা ছিল কম
জানতোনা সে এক আছে যে নিয়ম।
দুহাত বাড়িয়ে সে জানলো এবার
বামনের চাঁদে নেই কোন অধিকার।
[গ]
জ্বর তপ্ত দেহে
আমার মা অপার স্নেহে
যখন রাখল হাত
বাইরে তখন ভোর, কেটে গেছে রাত।
[ঘ]
বলেছিলে আসবে চারটায়
লেকের পশ্চিম ধারটায়।
[ঙ]
ওরা দুজন
রাগী ভীষণ
নেইতো হুশ।
আমি তুমি
আম জনতা
ম্যাঙ্গো জুস।
[চ]
এক বছর ছয় মাস আঠারো
ঘুরে ফিরে দেখা হল আবারো
রিকশায় বসা তুমি তাকালে
খানিকটা ঠোঁট কি বাঁকালে!
[ছ]
দুটি মানুষ
দুটি শহর
অপেক্ষাতে
অষ্টপ্রহর।
ভাল্লাগছে। শেষেরটা বেশী
ভাল্লাগছে। শেষেরটা বেশী ভাল্লাগছে। :ভালাপাইছি:
হা হা।
হা হা।
(No subject)
:তালিয়া:
অনুকাব্য গুলো এক করলে
অনুকাব্য গুলো এক করলে কাব্যগ্রন্থ হবে না? চালিয়ে যান
আমার কাছে গড় লেগেছে…
লিখতে
আমার কাছে গড় লেগেছে…
লিখতে থাকুন!! :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: চমৎকার কিছুর আশায় থাকলাম!!
[ছ]
দুটি মানুষ
দুটি
এই টা বেস্ট বলেছেন । ভালই লাগল । 🙂
দুর্দান্ত।বিশেষ করে ছ টা।
দুর্দান্ত।বিশেষ করে ছ টা। :তালিয়া: