কী হবে চার সিটি নির্বাচনের ফলাফল, তাই নিয়ে চিন্তার অন্ত ছিল না দেশের আপামর মানুষের। প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে সুষ্ঠভাবে নির্বাচন হওয়া নিয়েও চিল আশঙ্কা। কিন্তু সব আশঙ্কাকে দুরে ঠেলে, নির্বাচন হয়েছে এবং সব কয়টি সিটিতেই জিতেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।
কিন্তু সিটি নির্বাচনে কেন আওয়ামী লীগের এভাবে ভরাডুবি হলো এবং কেনই বা জিতে গেল বিএনপি। এই নির্বাচনের ফলাফল দেখে যে কোন ব্যক্তিই বলতে পারেন, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিই এই জয়ের একমাত্র কারণ।
কী হবে চার সিটি নির্বাচনের ফলাফল, তাই নিয়ে চিন্তার অন্ত ছিল না দেশের আপামর মানুষের। প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে সুষ্ঠভাবে নির্বাচন হওয়া নিয়েও চিল আশঙ্কা। কিন্তু সব আশঙ্কাকে দুরে ঠেলে, নির্বাচন হয়েছে এবং সব কয়টি সিটিতেই জিতেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।
কিন্তু সিটি নির্বাচনে কেন আওয়ামী লীগের এভাবে ভরাডুবি হলো এবং কেনই বা জিতে গেল বিএনপি। এই নির্বাচনের ফলাফল দেখে যে কোন ব্যক্তিই বলতে পারেন, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিই এই জয়ের একমাত্র কারণ।
কিন্তু মনে হয় না, কেবলমাত্র জনপ্রিয়তাকে কেন্দ্র করে এই জয় এসেছে। এর পিছনে কাজ করেছে অন্য কোন চিন্তা। এই ভাবনাকে আরো জোরদার করে একটি সংবাদ, যেটি প্রকাশিত হয়েছে নির্বাচনের আগের দিন। চার সিটির তিনটিই বিএনপির, খুলনায় জিততে পারে আওয়ামী লীগ
এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
নির্বাচনের আগের দিন কিভাবে এই সংবাদ পত্রটি জানলো যে বিএনপি সমর্থিত প্রার্থী তিনটি আসনে জিতবে, এবং খুলনাতে জিতবে আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক? কিন্তু পলাফলে দেখা গেল সব কয়টিতেই জিতেছে বিএনপি। এই ফলাফল দেখে, সন্দেহ জাগছে, সামনে বড় কোন প্রাপ্তির আশায় আওয়ামী লীগ কী নির্বাচনে ইচ্ছা করেই বিএনপিকে জিতিয়ে দিল নাকি আরো কিছু আছে?
কারন একটাই ভাই- বাঙালি এর
কারন একটাই ভাই- বাঙালি এর একটা বাজে অভ্যাস আছে সেটা হল – ৫ বছর এর বেশি তারা কাওকে সহ্য করতে পারে নাহ । এটাই ভুল ।
ভালা কইছেন, আমার পোস্ট খানা
ভালা কইছেন, আমার পোস্ট খানা ইয়াতাসে, বাট সাম্নের নিরবাচনের জন্য ভার্চুয়ালে মতামত দিবো নাকি বুঝতে পারছি না
ভাই, হতাশপন্থী, কেন নয়?
ভাই, হতাশপন্থী, কেন নয়?
কোন একজন বিখ্যাত লেখকের
কোন একজন বিখ্যাত লেখকের উক্তি, নাম মনে পড়ছে না। মোটামুটি এরকম- “আওয়ামী লীগ যখন জেতে, তখন আওয়ামী লীগের জয় হয়। কিন্তু যখন হারে তখন পুরা জাতিরে পরাজয়ের গ্লানিতে নিমজ্জিত করে।”
এটি আহমদ ছফা’র উত্তি!
এটি আহমদ ছফা’র উত্তি!
বুঝছি না এটা কি আওয়ামীলীগের
বুঝছি না এটা কি আওয়ামীলীগের কোন টেকনিক নাকি আসন্ন নির্বাচনের অগ্রিম সংবাদ। :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
আসন্ন নির্বাচন এর অগ্রিম
আসন্ন নির্বাচন এর অগ্রিম সংবাদ হইলে কপালে খারাবি আছে আমাদের । :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
তা আর বলতে। যে ৮৭ জনের লিস্ট
তা আর বলতে। যে ৮৭ জনের লিস্ট করেছিলো হেফাজতিরা তাঁদের একজনও বাদ যাবে না। টেনশনে আজকেই অর্ধেক মরে গেছি।
“আওয়ামী লীগ যখন জেতে, তখন
“আওয়ামী লীগ যখন জেতে, তখন আওয়ামী লীগের জয় হয়। কিন্তু যখন হারে তখন পুরা জাতিরে পরাজয়ের গ্লানিতে নিমজ্জিত করে।”
আতিক ভাইয়ের কথাটি কার জানি না তবে তিনি যথার্থই বলেছেন…
দুলাল ভাইয়ের মন্তব্য দেখে মনে
দুলাল ভাইয়ের মন্তব্য দেখে মনে পড়ছে, এটা আহমদ ছফার উক্তি।
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার মত কথা বইলেন ভাই।