শহরের পথে ঘুরছি আমি
লোকাল বাসে বহুদূর
রঙিন স্বপ্নেরা ডানা মেলে
ঐ আকাশ সূদূর ।
গাংচিলেরা গান গাইছে উড়ে
সকাল বিকাল রাত
স্বপ্নগুলো সব উড়ছে আকাশে
খুঁজছি কারো হাত ।
শহরের পথে ঘুরছি আমি
লোকাল বাসে বহুদূর
রঙিন স্বপ্নেরা ডানা মেলে
ঐ আকাশ সূদূর ।
গাংচিলেরা গান গাইছে উড়ে
সকাল বিকাল রাত
স্বপ্নগুলো সব উড়ছে আকাশে
খুঁজছি কারো হাত ।
নীরব চুম্বন আমার ঠোঁঠে
লেগে আছে এখনো দাগ
ধুপছায়া গোধুলীতে তোমার স্মৃতি
আমার হ্রদয় বয়ে বেড়াক ।
ঝরা পাতার মর্মরধ্বনি
বাজছে আমার কানে
হেঁটে চলেছি রোদের আলোয়
তোমার আকাশ পানে ।
ভবঘুরে এই আমি
খুঁজছি তোমায় সারাক্ষণ
আমার কথা পড়লে মনে
সাড়া দিক তোমার মন ॥
হুম
হুম
(No subject)
:মুগ্ধৈছি:
ভালই লাগল । লিখতে থাকুন ।
ভালই লাগল । 🙂 লিখতে থাকুন ।
ধন্যবাদ আপনাদের
ধন্যবাদ আপনাদের
ভালো লাগলো অসমাপ্ত অভিযান
ভালো লাগলো অসমাপ্ত অভিযান
ধন্যবাদ-মুহাম্মদ
রাফিউজ্জামান
ধন্যবাদ-মুহাম্মদ
রাফিউজ্জামান
সিফাত
সুন্দর
সুন্দর
ধন্যবাদ
ধন্যবাদ
চমৎকার!!! আরো ভালো লিখবেন এই
চমৎকার!!! আরো ভালো লিখবেন এই আশা করি
চেষ্টা করবো ।ধন্যবাদ পড়ার
চেষ্টা করবো ।ধন্যবাদ পড়ার জন্য
বালা লাগলো অনেক যদিও আমি
বালা লাগলো অনেক যদিও আমি কবিতা সম্পর্কে খুব বেশি কিছু বুঝিনা :বুখেআয়বাবুল:
ধন্যবাদ ।আপনে কষ্ট করে পড়ছেন
ধন্যবাদ ।আপনে কষ্ট করে পড়ছেন এইটাই আমার বড় পাওয়া