বৌদিকে নিয়ে বৌদিদের বাড়িতে গেলাম ।
বাসায় ঢুকা মাত্র-ই বৌদির মা এমন ভাবে তাকাইলো যেনো আমাকে কোনদিন দেখেনি ,
নাহয় আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি ।
তারপর কাছে আইসা জিগাইলো তুমি ব্লগিং করো ?
আমি বলিলাম জ্বি , কেনো ?
আর কিছু বললোনা ।
তখন অন্য রুমে গিয়া বৌদিরে কইলাম ব্যাপারখানা খুলে বলোতো , উনি জানলো কেমনে এইসব?
বৌদি বলিলো , না আমি-ই বলছিলাম । তবে উনি তার আগেই টিভি দেখে পত্রিকা পড়ে বুঝেছেন যে ব্লগিং মানে নাস্তিক আর ঈশ্বরের বিরূদ্বে লিখা ।
আমিতো পুরাই টাশকি খাইলাম , ব্লগিং মানে বুঝি এই !
বৌদিকে নিয়ে বৌদিদের বাড়িতে গেলাম ।
বাসায় ঢুকা মাত্র-ই বৌদির মা এমন ভাবে তাকাইলো যেনো আমাকে কোনদিন দেখেনি ,
নাহয় আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি ।
তারপর কাছে আইসা জিগাইলো তুমি ব্লগিং করো ?
আমি বলিলাম জ্বি , কেনো ?
আর কিছু বললোনা ।
তখন অন্য রুমে গিয়া বৌদিরে কইলাম ব্যাপারখানা খুলে বলোতো , উনি জানলো কেমনে এইসব?
বৌদি বলিলো , না আমি-ই বলছিলাম । তবে উনি তার আগেই টিভি দেখে পত্রিকা পড়ে বুঝেছেন যে ব্লগিং মানে নাস্তিক আর ঈশ্বরের বিরূদ্বে লিখা ।
আমিতো পুরাই টাশকি খাইলাম , ব্লগিং মানে বুঝি এই !
এই হইলো অবস্হা । এখন মাঐ মুরুব্বি পূজো নিয়া ব্যস্ত আমি কি করতেছি বুইঝা নিয়েন , কইলে আবার যদি শুনে তাইলে খাওয়ন দিবনা আজকে ।
আমি যাই , এই বুঝি উনি এলেন !
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
এটাই তো সমস্যা রে ভাই ।
এটাই তো সমস্যা রে ভাই । বাংলাদেশে এমন মানুষের সঙ্খায় তো বেশি । এবং এদের সবায় আমাদের সম্মান এর মানুষ , যারা ভাবনায় সাধারন । এখনো এমন সাধারন মানুষ গুলার মস্তিস্কের বিশ্বাস কে পুজি করে গড়ে ওঠে তাই হেফাজত এর মত দল । :দীর্ঘশ্বাস: :দীর্ঘশ্বাস: :দীর্ঘশ্বাস: :দীর্ঘশ্বাস:
আসলেই ভাই এইটাই এখন বড় সমস্যা
আসলেই ভাই এইটাই এখন বড় সমস্যা ।না বুঝেও সবাই ফাল পারে
হুম
হুম :আমারকুনোদোষনাই:
মজা পাইসি..……
:হাহাপগে: :হাহাপগে:
:হাহাপগে: :হাহাপগে:
মজা পাইসি..……
এটাই এখন বাস্তবতা
এটাই এখন বাস্তবতা
(No subject)
😀 😀 😀 😀 😀
ভাইরে আমাদের কে তাদের ভুল
ভাইরে আমাদের কে তাদের ভুল ধারনা দুর করতে হবে। আমিও একই মনোভাবের মুখো মুখি হয়েছি।
আর মাঐ খেতে না দিলে আমার বাসায় এসে পইড়েন :হাহাপগে:
আমাদের দেশের পাবলিক কেয়েক দিন
আমাদের দেশের পাবলিক কেয়েক দিন পরেই একেকটা বিষয় ভূলে যায় । সুতরাং অলরেডি এ অবস্থার পরিবর্তন শুরু হয়েছে ! চিন্তার কোন কারণ নাই। দেখবেন কয়দিন পরেই নাস্তিক বিষয়টি মানুষের মন থেকে উধাও হয়ে যাবে…
এটাই তো বড় সমস্যা ভাই!!!
এটাই তো বড় সমস্যা ভাই!!!
সাধারণ মানুষের মগজ এভাবেই
সাধারণ মানুষের মগজ এভাবেই ধোলাই হয়ে যায় ! :-B :ভাবতেছি: