খরস্রোতা নদীর প্রাগৈতিহাসিক তান্ডব আমরা শ্রুত হই
আমাদের পূর্বপুরুষের বিস্মৃত পুরানে,
তবু হাটুজল ছপছপিয়ে সেই সব সমুদয় নদী পার হয়ে যেতে যেতে
আমাদের হটাৎ মনে পড়ে যায় এসব গালগল্পের অসারতা ।
আমরা চুপচাপ অভিশাপ দেই আর দীর্ঘশ্বাসকে করি প্রলম্বিত ।
ইতিহাস পাঠ
খরস্রোতা নদীর প্রাগৈতিহাসিক তান্ডব আমরা শ্রুত হই
আমাদের পূর্বপুরুষের বিস্মৃত পুরানে,
তবু হাটুজল ছপছপিয়ে সেই সব সমুদয় নদী পার হয়ে যেতে যেতে
আমাদের হটাৎ মনে পড়ে যায় এসব গালগল্পের অসারতা ।
আমরা চুপচাপ অভিশাপ দেই আর দীর্ঘশ্বাসকে করি প্রলম্বিত ।
ইতিহাসের মনোযোগী পাঠক হিসেবে আমরা জানি
শায়েস্তা খাঁর আমলে টাকায় পাওয়া যেত আট মন চাল
তবু সহস্রাব্দের লক্ষ্যমাত্রার তোড়ে চাপা পড়ে যাওয়া মন্বন্তরের প্যারাডক্স
আমরা বেমালুম ভুলে যাই,
যেমন ভুলে যাই শুকিযে যাওয়া শিউলী বকুল কথামালা
আর নব্য দাসপ্রথার কথকতা ;
গার্ডিয়ানের পিঠ চাপড়ানো আর্টিকেলে
আমরা শ্রুত হই দেশের তরতর করে হিমালয়ে উৎরে যাওয়ার গল্প ।
আমরা জানিনা চড়ুই-এর কেন ঘর নেই
স্বপ্নের বেসাতি নিয়ে লোহিত কিংবা প্রশান্ত সাগরে
সে ক’ফোটা চোখের জল ফেলেছিলো-সে প্রশ্ন
আমাদের মনে জাগেনি কখনও ।
আমরা শুধু দেখি বৈশাখী ঝড়ে উড়ে যায় বাবুই-এর শৈল্পিক নিবাস ।
বিনয়ের পাগলামো কিংবা জীবনানন্দের ট্রামে চাপার গল্প আমরা জেনে যাই
যেমন জেনে যাই মনরোর আত্মহত্যার ফিরিস্তি,
শুধু জানতে চাই না ওদের বিষাদের ঠিকুজি।
আমরা এভাবেই করে থাকি ইতিহাস পাঠ ।
ইষ্টিশন ব্লগ এ এখন পর্যন্ত
ইষ্টিশন ব্লগ এ এখন পর্যন্ত আমার পড়া সেরা কবিতা এটা । এই ব্লগে একজন শক্তিশালী কবির পদশব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি । অসাধারণ একটা কবিতা পড়ার অনুভূতি হল । কয়েকটা চরণ মনে দাগ কেটে যাওয়ার মতো । যেমন –
আমরা জানিনা চড়ুই-এর কেন ঘর নেই
স্বপ্নের বেসাতি নিয়ে লোহিত কিংবা প্রশান্ত সাগরে
সে ক’ফোটা চোখের জল ফেলেছিলো-সে প্রশ্ন
আমাদের মনে জাগেনি কখনও ।
আমরা শুধু দেখি বৈশাখী ঝড়ে উড়ে যায় বাবুই-এর শৈল্পিক নিবাস ।
বাহ বেশ ভালো লেখনি !!
বাহ বেশ ভালো লেখনি !!
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
:কলদে:
:নৃত্য:
ধন্যবাদ
দুর্দান্ত… অনেক ভাল
দুর্দান্ত… অনেক ভাল লেগেছে!! :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
বিশেষ করে এই অংশঃ
ধন্যবাদ। আমার অবশ্য অন্য অংশ
ধন্যবাদ। আমার অবশ্য অন্য অংশ বেশী পছন্দ। চড়ুই
-এর কেন ঘর নেই ।
(No subject)
:bow:
প্রণাম করার মতোই কবিতা ।
প্রণাম করার মতোই কবিতা ।
হু.কবিতাটা লিখে আমিও শান্তি
হু.কবিতাটা লিখে আমিও শান্তি পেয়েছি….ধন্যবাদ :বুখেআয়বাবুল: :নৃত্য: :থাম্বসআপ: :ফুল:
চমৎকার একটা কবিতা তো ।
চমৎকার একটা কবিতা তো । পদবিন্যাস , শব্দ চয়ন , কাব্য এর অলঙ্করন , বিষয়বস্তুর সুনির্দিষ্ট অবস্থান – সব মিলিয়ে দুর্দান্ত । :থাম্বসআপ: :থাম্বসআপ:
সব কবিতা কিন্তু ভালো নাও হতে
সব কবিতা কিন্তু ভালো নাও হতে পারে। তখন গালি দিয়েন না
। :bow:
নাহ ভাই – গালি দিব কেন । ভাল
নাহ ভাই – গালি দিব কেন । ভাল না হইলে খারাপ বলব – কিন্তু গালি দিব কেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আর হা আপনার পোস্ট ভাল খারাপ না ভেবে লিখতে থাকুন নিজের মত । কলম চলবে মনের স্বচ্ছন্দে – অপরের পছন্দ – অপছন্দে নয় ।
আপনার মন্তব্য আমাকে উৎসাহিত
আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে ।রাত জেগে থাক কবিতায়, অন্যরকম পূর্ণিমায়…
কবিতাটা পড়ে একটা ঘোরের মধ্যে
কবিতাটা পড়ে একটা ঘোরের মধ্যে আছি ।শব্দনির্বাচন ক্ষমতা আপনার অনেক ভালো
ধন্যবাদ। প্রশংসা একটু বেশি
ধন্যবাদ। প্রশংসা একটু বেশি হয়ে গেল কিনা ভাবছি ।
হাহাহাহাহাহাহাহাহ… বেশ
হাহাহাহাহাহাহাহাহ… বেশ রসবোধ আছে আপনার ভাই । না প্রশংসা বেশি হয়নি ।
অসাধারণ কবিতা !!! কী যে ভালো
অসাধারণ কবিতা !!! কী যে ভালো লাগলো আপনারে ক্যামনে বুঝামু !!!
@ লাইন গুলো সেইরাম ! আরও ভালো ভালো কবিতা লিখুন । কবিতার চেয়ে শক্তিশালী সাহিত্য মাধ্যম আর কিছু কি হয় ।
না কবিতার চেয়ে শক্তিশালী
না কবিতার চেয়ে শক্তিশালী মাধ্যম আমার কাছে কিছু নেই ।
ওহ মাই গড !!!
অসাধারণ
ওহ মাই গড !!!
অসাধারণ !
অসাধারণ !
অসাধারণ !
সহজ বলেই হয়তো এত ভাল লেগেছে ।
সহজ বলেই হয়তো এত ভাল লেগেছে । হা হা হা …
আপনার নিক নেমটা সেরাম…..
না কবিতার চেয়ে শক্তিশালী
না কবিতার চেয়ে শক্তিশালী মাধ্যম আমার কাছে কিছু নেই ।