আমি জন্মেও ধার্মিক ছিলাম না
তবু প্রার্থণা করতাম –
তোমার বয়কাট চুলটা যেন কোমড় ছোঁয়।
রোদ আমার পছন্দ না হলেও,
তেতলার বারান্দার বেরসিক দুপুর,
ঠিক পোণে চার মিনিটে কাপড় নাড়া…
আমি জন্মেও ধার্মিক ছিলাম না
তবু প্রার্থণা করতাম –
তোমার বয়কাট চুলটা যেন কোমড় ছোঁয়।
রোদ আমার পছন্দ না হলেও,
তেতলার বারান্দার বেরসিক দুপুর,
ঠিক পোণে চার মিনিটে কাপড় নাড়া…
ভাবতাম চুল বাড়লে মুছতে গিয়ে কাপড়ে
আরো জল জড়াবে।
ভারী কাপড় আর একা মানুষ-
সারাদিন অনাথ বসে থাকা বারান্দাটা তো
মিনিট দুয়েক পেতেই পারে।
সেদিন ভীষণ রেগে গেলাম,
শুনলাম দু’ বাড়ির মাঝে যে ডোবাটা ছিল
সেখানে পাঁকা রাস্তা হবে।
হয়তো জানতাম পোড়া কয়লায়
মরিচীকা দেখা যায়, স্বপ্ন না।
বন্ধুদের আড্ডায় হাতে উঠে আসা
সস্তা ট্রিপল ফাইভকে চুমু খেতে খেতে
কতোবার ভেবেছি,
‘যাহ, শালা! জীবন পাল্টে দেব!’
সত্যি বলতে, বাসায় ঢোকার আগে
পাড়ার দোকান থেকে শেষ সুখটান
আর তারপর এক টাকার চুইংগাম
ছাড়া আমি কখ্খনো কিছু পাল্টাইনি।
চেষ্টাও করিনি।
বিশ্বাস করো-
ঘর থেকে বেড়ুলেই পুরো শহর
যখন তোমায় গিলতো,
তখন আমি তোমার হাতঘড়ির নিচে
লুকোনো পরিশ্রমের দাঁগ দেখতে
চাইতাম।
হয়তো ভাবতে নপুংশক।
কখনো জিজ্ঞেস করা হয়নি।
কি করবো!!
তখনো আমি পুদোভকিন দেখিনি
(এখনো আমি তার ভক্ত নই –
ফাকিং বোরিং থ্রু এন্ড থ্রু)
তখনো আমি ফ্রয়েড পড়িনি,
তখনো আমি বুঝিনি
মনোসমীক্ষণের চেয়ে হায়ার্য়ার্কি অফ নিড
কিছু মানুষকে অনেক বেশি টানে।
এরো বহু বহু দিন পর
আর আজ থেকে ঠিক বহুদিন আগে
তোমার মাথার দিব্যি কেঁটে,
শত বছর আমি জলসা ঘরকে পোড়ো বাড়ি ঠাওরেছি
ভেবে দেখলাম-
‘ভুল ছিল’।।
ঠিক পোণে চার মিনিটে কাপড়
লাইন টা বুঝি নাই – সম্ভবত ভুল আছে !!! আর হালকা কিছু বানান ভুল আছে । ঠিক করে নিন । কবিতা সুন্দর হইছে । পড়ে বেশ আরাম পেলাম । :ফুল: :ফুল:
পোণে জায়গায় পৌনে হবে সম্ভবত।
পোণে জায়গায় পৌনে হবে সম্ভবত।
ভুল থাকতে পারে। অলস মানুষ।
ভুল থাকতে পারে। অলস মানুষ। তাই ঠিক করার আগ্রহ থাকে না।
অলস মানুষ। ঠিক করতে কষ্ট
অলস মানুষ। ঠিক করতে কষ্ট লাগে। ভুল থেকেই যায়
অনেক ভাল একটা কবিতা…
লিখতে
অনেক ভাল একটা কবিতা…
লিখতে থাকুন!! ভাববার অনেক কিছু আছে, আপনার কবিতা থেকে। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
ভাবতাম চুল বাড়লে মুছতে গিয়ে
বেশ ভাল লেগেছে লাইন ক’টি, বেশি করে পড়ুন…বানান সামলে নিয়ে
হুমমম
হুমমম
অসাধারণ সেই ধ্রুব তারাকে
অসাধারণ সেই ধ্রুব তারাকে অনেকদিন পর পেলাম। অসাধারণ কবিতা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ডাক্তার সাহেবকে থোমাখাতায় মিস
ডাক্তার সাহেবকে থোমাখাতায় মিস করি
ভাল লাগলো খুব
ভাল লাগলো খুব
থ্যাংকস
থ্যাংকস
“” হয়তো জানতাম পোড়া
“” হয়তো জানতাম পোড়া কয়লায়
মরিচীকা দেখা যায়, স্বপ্ন না।””
“” পাড়ার দোকান থেকে শেষ সুখটান
আর তারপর এক টাকার চুইংগাম
ছাড়া আমি কখ্খনো কিছু পাল্টাইনি।””
নস্টালজিয়া মেশান। ভাল লাগল।
হুমমম
হুমমম
চমৎকার!
চমৎকার!
ধন্যবাদ
ধন্যবাদ
অনেকদিন পর একটা ‘কবিতা’
অনেকদিন পর একটা ‘কবিতা’ পড়লাম। এটা আসলেই একটা সহস্রবর্ষী কবিতা হয়েছে। শুভ কামনা জানবেন।
:bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow:
(No subject)
🙂
ধ্রুবতারা@আপনারে অনেকদিন পর
ধ্রুবতারা@আপনারে অনেকদিন পর ব্লগে দেখে ভাল লাগল।পরিচিত লোকজনের দীর্ঘবিরতি পীড়াদায়ক।আশা করি এবার আর ছুট দেবেন না।কোবতে বুঝি কম।একসময় নাগু কোবতে পোষ্টাতে হত নিজ দায়িত্বে।ব্লগে কি দারুণ সময়ই না ছিল তখন।
আগে কি সুন্দর দিন কাঁটাইতাম
আগে কি সুন্দর দিন কাঁটাইতাম 🙁
হুম
হুম
হুমমমম
হুমমমম
ভালোই লিখেছেন
ভালোই লিখেছেন
হুমমম
হুমমম
চমৎকার! !
সস্তা বাস্তবতাগুলো
চমৎকার! !
সস্তা বাস্তবতাগুলো বেশ দামী মনে হলো.…
হুমমমম
হুমমমম