ঠিক কোন ক্লাসে পড়ি মনে করতে পারতেছি না । তবে ক্লাস সিক্সে পড়ি বইলা মনে হচ্ছে ।
একটা সমস্যা দেখা দিলো আমার পা ‘ চাবায় ‘ টাইপের রোগ মানে ক্যালসিয়ামের অভাব । তো ডাক্তার সাহেব আমারে ক্যালসিয়ামের ওষুধ দিলো । ঐটা খাইয়া কি যে হইলো খাওয়ার রুচি উইড়া চইলা গেলো । শুকাইতে লাগলাম । আমার এই অবস্থা দেইখা আব্বা ডাক্তারের কাছ থেকে ভিটামিন নিয়া আসলো যার জন্য আমার রুচি একটু বেশিই বাইরা গেলো ।
তৎকালীন সময়ে আমার খাদ্যাভ্যাস নিম্নে দেয়া হল —
সকালে ৮:৩০ টায় স্যারের কাছে পড়াছিল । পড়তে যাওয়ার আগে আব্বা অফিসে যাওয়ার জন্য ভাত খাইত তো আব্বার সাথে ভাত খাইয়া পড়তে যাইতাম ।
ঠিক কোন ক্লাসে পড়ি মনে করতে পারতেছি না । তবে ক্লাস সিক্সে পড়ি বইলা মনে হচ্ছে ।
একটা সমস্যা দেখা দিলো আমার পা ‘ চাবায় ‘ টাইপের রোগ মানে ক্যালসিয়ামের অভাব । তো ডাক্তার সাহেব আমারে ক্যালসিয়ামের ওষুধ দিলো । ঐটা খাইয়া কি যে হইলো খাওয়ার রুচি উইড়া চইলা গেলো । শুকাইতে লাগলাম । আমার এই অবস্থা দেইখা আব্বা ডাক্তারের কাছ থেকে ভিটামিন নিয়া আসলো যার জন্য আমার রুচি একটু বেশিই বাইরা গেলো ।
তৎকালীন সময়ে আমার খাদ্যাভ্যাস নিম্নে দেয়া হল —
সকালে ৮:৩০ টায় স্যারের কাছে পড়াছিল । পড়তে যাওয়ার আগে আব্বা অফিসে যাওয়ার জন্য ভাত খাইত তো আব্বার সাথে ভাত খাইয়া পড়তে যাইতাম ।
সকাল ১১ টার দিকে আরেকবার ভাত খাইতাম কারণ ১২ টায় স্কুল ।
টিফিন হিসেবেও নিয়ে যেতাম ভাত কারণ পাঁচ ঘণ্টা ক্লাস ।
স্কুল থিকা আইসা আবার ভাত খাইতাম কারণ পাঁচ ঘণ্টা ক্লাস করে আসছি ।
বিকালে আম্মা নাশতা বানাইত তাই খাইতাম না বানাইলে আবার ভাত খাইতাম ।
আর রাত হলেই রাতের খাদ্য ভাত তো চাইই চাই ।
ভাত ময় জিন্দেগি । :নৃত্য: :নৃত্য: :ভেংচি: :ভেংচি:
হাভাইত্তা…
একটু ধীরে
হাভাইত্তা… :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
একটু ধীরে লিখেন!! ব্লগকেও ভাত মনে করে সকাল-বিকাল তিন বেলা পোস্ট দিয়েন না!
দিনে প্রয়োজনে একটা ভাল পোস্ট দিন!!
ইস্টিশন পরিমানে নয় মানে বিশ্বাসী…
পুরাই সহমত।
পুরাই সহমত।
লেখাটা আগের ছিল। বেশ কিছু
লেখাটা আগের ছিল। বেশ কিছু আগের লেখা আছে । তাই দিছিলাম । তা না হলে এতো লেখা কই থেকে আসে আর ।
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
ভাত ময় জিন্দেগি
ভাত ময় জিন্দেগি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাহাপগে: :হাহাপগে:
বাই দা ওয়ে লিঙ্কন ভাই এর সুরেই বলব
একটু ধীরে । :চশমুদ্দিন: :চশমুদ্দিন: :চশমুদ্দিন:
লেখাটা আগের ছিল। বেশ কিছু
লেখাটা আগের ছিল। বেশ কিছু আগের লেখা আছে । তাই দিছিলাম । তা না হলে এতো লেখা কই থেকে আসে আর । :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: