যত নদী আর যত পাহাড়
সবকিছুই সৃষ্টি তাহার।
কি অপরুপ সৃষ্টি প্রভুর
কি অপরুপ সৃষ্টি,
পুলকিত হয় দৃষ্টি আমার
পুলকিত হয় দৃষ্টি।
যত নদী আর যত পাহাড়
সবকিছুই সৃষ্টি তাহার।
কি অপরুপ সৃষ্টি প্রভুর
কি অপরুপ সৃষ্টি,
পুলকিত হয় দৃষ্টি আমার
পুলকিত হয় দৃষ্টি।
তুমি ই মালিক, তুমি ই খালিক
তুমি রহমান, তুমি ই রহিম
সবকিছুই তোমারি দান
তাতেই আমাদের জুড়ায় প্রান।
এই অধমের কি আছে শক্তি
তোমার দানের শোকর করি।
নাফর মান আমি,দয়ালু তুমি
মাফ কর মোরে গোপনে তুমি,
তবু ও তোমার নাফর মানি করি।
কবরের সাথী আঁধারের বাতি
তুমি মাওলা আর
তোমার কিতাবখানি।
দুনিয়া,আখিরাত,হাশর,মীযানে
সাথে আছে প্রিয় নবীজি
ভয় কি মোদের- উম্মত মোরা
প্রিয় নবীজীর।
মদিনার নবী,মক্কার নবী
সারা জাহানের তিনি ই ছবি,
উনার প্রেমে পাগল আমি
জানেন শুধু অন্তর্যামী।
সাধ্য কি আমার
করিব প্রিয় নবীজীর গুনগান,
সারা জাহানের আদর্শ তিনি
সুপারিশ কারী আখিরাতে তিনি,
দিয়েছেন প্রভু নিজে সম্মান।
বেয়াদবি মোর কর ক্ষমা
ঈমান দিয়ে দাও,
শান্তি সুখের সহজ পথ
সবাইকে দেখাও।
(No subject)
:মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
(No subject)
:ফেরেশতা:
(No subject)
:খুশি:
ভাই কিছুই তো কইলেন না ।
:মানেকি:
ভাই কিছুই তো কইলেন না ।
:- মোটামুটি
:- :-B :-B :-B :-B :-B :-B :-B মোটামুটি লাগল । ভাই একটা উপদেশ দি । কবিতা লেখার আগে বেশি বেশি পোস্ট পড়ুন । ভাল অনেক লেখক আছে তাদের লেখা পড়ুন । বাকযুদ্ধে অংশ নিন
??????????
??????????
হা হা হা হা
¤~~^~~¤
পৃথ্যু
হা হা হা হা
¤~~^~~¤
পৃথ্যু ভাই ব্যাক্তিগত জীবনে আপনি যাই করুন না কেন সেটা সম্পূর্নই আপনার ব্যাক্তিগত ।তাতে আমার কোন মাথা ব্যাথা নেই ।