তাসের ঘর
সারাটা ঘর জুড়ে নিঃসঙ্গতা দীর্ঘশ্বাস ফেলে
কেটে কেটে খাই বিরহী প্রহর
অদ্ভুত প্রহর তবু ঝুলে থাকে বাদুড়ের মতো ।
এতো প্রেম ছড়িয়েছিলে সেই কবে
আজও পারিনি তাই গুছিয়ে উঠতে
থোকা থোকা ভালোলাগা আশ্লেষে চেপে ধরে ।
ঠিক পরেই নিঃশব্দে কাঁটার গোলাপ ফোটে
পাড় ভাঙ্গে দুকুল জুড়ে
আর আমি ভাঙ্গি বোকা বোকা সময় ।
তৃষ্ণার পানপাত্র ভরে থাকে রঙ্গিন বিষণ্ণতা
অবসন্ন ঝাপসা চোখে দেখি স্বপ্নের ঘরবাড়ি
দেখি, ঝাউ বনের মতো নিবিড় তোমার ঠোঁটে
আমার মসৃণ বন্য বাড়াবাড়ি ।
কেন বলে গেলে না যাওয়ার আগে
তাসের ঘরে আমি ছিলাম রাজা আর তুমি ছিলে রানী … ?
সারাটা ঘর জুড়ে নিঃসঙ্গতা
@ চমৎকার ! অনেক ভালো লাগলো !
(No subject)
:মুগ্ধৈছি:
ভালো হইসে লেখাটা
ভালো হইসে লেখাটা
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ রাফসান !
:খুশি: :খুশি: :খুশি: ধন্যবাদ রাফসান !
ধন্যবাদ রাফসান !
ধন্যবাদ রাফসান !
ভাই, একজন রে দুইবার ধন্যবাদ
ভাই, একজন রে দুইবার ধন্যবাদ দেওয়ার রহস্য খান কইবেন ?
ঝাউ বনের মতো নিবিড় তোমার
এখানে ঝাউবন উপমার প্রয়োগটি অসাধারন ।
আর শেষে অনুভুতির সহসা পরিবর্তন ঘটিয়েছেন জাস্ট একটা গল্পের টুইস্ট এর মত ।
:থাম্বসআপ: :থাম্বসআপ:
কী চমৎকার বিশ্লেষণ !!!
ইসসস
কী চমৎকার বিশ্লেষণ !!!
ইসসস আমি যদি পারতাম এমন করে বিশ্লেষণ করতে !
অনেক ধন্যবাদ অচিন্ত্য দূর্বাঘাস !
ভাল বিস্লেশন, সহমত-
ভাল বিস্লেশন, সহমত- দূর্বাঘাস…
ধন্যবাদ তারিক ভাই !
ধন্যবাদ তারিক ভাই !
দারুণ বিশ্লেষণ করেছেন ভাই ।
দারুণ বিশ্লেষণ করেছেন ভাই । লাইক দিলাম । আশলে এভাবেই ব্লগ এর লেখার আলোচনা সমালোচনা হওয়া উচিৎ । আপনার আগিয়ে আসলেন । এখন আমরা সাহস পাবো ।
অনেকগুলো কবিতা পড়লাম , এই
অনেকগুলো কবিতা পড়লাম , এই কবিতাটা ভালো লাগছে , উপমা , বিশ্লেষণ
:গোলাপ:
ধন্যবাদ রাফিউজ্জামান সিফাত
ধন্যবাদ রাফিউজ্জামান সিফাত !
অনুপ্রাণিত হলাম !
(No subject)
:bow:
ধন্যবাদ !
ধন্যবাদ !
তৃষ্ণার পানপাত্র ভরে থাকে
# এই লাইন গুলা ভালো লেগেছে । সত্যি অনেক স্ত্রং একটা কবিতা । আরও ভালো লিখতে থাকুন ।