বিশ্লেষণের মাহাত্ম বুঝেন?
এ টু জেড সর্বনাশের অর্থ?
জানি জানেন না!আপনি মহান রাজনীতিবিদ।
দশ বারোটা মাইক সামনে নিয়ে বসে,
যেন মজাদার আইস-ক্রীম এই মৌসুমে
আরো বেশী ঘনীভূত করে লোভ লালসা!
কে বা কাদের নামে জানি স্কেন্ডাল বেরোয়।
বিশ্লেষণের মাহাত্ম বুঝেন?
এ টু জেড সর্বনাশের অর্থ?
জানি জানেন না!আপনি মহান রাজনীতিবিদ।
দশ বারোটা মাইক সামনে নিয়ে বসে,
যেন মজাদার আইস-ক্রীম এই মৌসুমে
আরো বেশী ঘনীভূত করে লোভ লালসা!
কে বা কাদের নামে জানি স্কেন্ডাল বেরোয়।
প্রিয় মন্ত্রী,
আপনার কেলানো দাঁত মানে সমস্ত বাংলাদেশের সুখ নয়!
এ দেশে এখনো অভাব আছে
এখনো হানা দেয় লুকানো শত্রুর দল,
ছিন্ন ভিন্ন করে ফেলে রাখে রাজ পথে!
আর অহিংসা নয়;
এক একটা সন্ত্রাসী ধরে জবাই করে
ভাসিয়ে দাও রক্তের বন্যায়
অন্যায় হবেনা বস্!এভরি থিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার…
আমরা যুদ্ধে নেমেছি,
হৃদয়ে জন্মভূমির প্রতি ভালোবাসা
আর শত্রুর বিরুদ্ধে অনর্গল যুদ্ধ!
ভেবোনা মা,কোনো এক বিকেলে রক্ত লাল হাত ধুয়ে যদি বলি-
কমিয়েছি একটা,আরো কয়েকটা বাকি
পাপ হবেনা!
আমি মূলত খুনি হতে চেয়েছিলাম,
খুনি সবসময় খুনি নয়
কখনো সে লড়াকু যোদ্ধা।
দারুন লাগল।
:থাম্বসআপ: দারুন লাগল।
Thank you bro
Thank you bro 🙂
দুর্দান্ত রাজু রণরাজ
দুর্দান্ত রাজু রণরাজ :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ bro
ধন্যবাদ bro 🙂
চমৎকার একটা কবিতা পড়লাম ।
চমৎকার একটা কবিতা পড়লাম । বিষয়বস্তুর সাথে পংতি গুলা চরনের মিল সুন্দর হয়েছে। লিখতে থাকুন । শুভেচ্ছা রইল । :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
দারুণ
দারুণ :থাম্বসআপ:
ধন্যবাদ!উৎসাহী হলাম…
ধন্যবাদ!উৎসাহী হলাম… 🙂
খুব ভাল লাগছ
খুব ভাল লাগছ
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেন
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেন
অসাধারন
আমরা যুদ্ধে
অসাধারন 🙂 :থাম্বসআপ: :থাম্বসআপ:
এক কথায় অনবদ্য…
এক কথায় অনবদ্য… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
অমিতের কোট করা অংশই সবচে বেশী কাব্যিক মনে হল!!
লিখতে থাকুন, চমৎকার… :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: