সরকার সাব থুক্কু সাহেবান কাদের মোল্লার রায় এর ৬০ দিন কি এখনও পার হয় নাই?? তাইলে কসাই কাদের এর ফাঁসির কি হইল?? নাকি ঐটা আপনাদের পরবর্তী নির্বাচনী প্রতিশ্রুতি?? যে আপনাদের ক্ষমতায় আনলে আপনারা আপনাদের অতি প্রিয় থুক্কু চক্ষের বিষ রাজাকারদের ফাঁসি দিবেন।
সরকার আপনারা ১০% তারেক ওরফে তারেক চোরারে ধরতে ইন্টারপোলরে দিয়া দুনিয়া পোলারায়ন কইরা ফালাইবেন থ্রেট দেন !! কিন্তু বাচ্চু রাজাকার এর বাল ছিঁড়তে কেউ নাই!!
সাঈদী সাব ওরফে দেলু রাজাকার এর আদর যত্নও ভালোই চলতাছে!! তার ৬০ দিন কবে জানি শেষ হবে??
সরকার সাব থুক্কু সাহেবান কাদের মোল্লার রায় এর ৬০ দিন কি এখনও পার হয় নাই?? তাইলে কসাই কাদের এর ফাঁসির কি হইল?? নাকি ঐটা আপনাদের পরবর্তী নির্বাচনী প্রতিশ্রুতি?? যে আপনাদের ক্ষমতায় আনলে আপনারা আপনাদের অতি প্রিয় থুক্কু চক্ষের বিষ রাজাকারদের ফাঁসি দিবেন।
সরকার আপনারা ১০% তারেক ওরফে তারেক চোরারে ধরতে ইন্টারপোলরে দিয়া দুনিয়া পোলারায়ন কইরা ফালাইবেন থ্রেট দেন !! কিন্তু বাচ্চু রাজাকার এর বাল ছিঁড়তে কেউ নাই!!
সাঈদী সাব ওরফে দেলু রাজাকার এর আদর যত্নও ভালোই চলতাছে!! তার ৬০ দিন কবে জানি শেষ হবে??
আর প্রিয় শাহবাগ এর প্রজন্ম চত্বর চেতনা মনে নিয়া কই ডুব দিলেন ভাই সাব রা ?? ৬০ দিন পরেও যখন রায় ঘোষণা হইল না তখন আর কারো শাহবাগিয় চেতনা কিছু বলছে কিনা জানি না তবে আমার চেতনা ডেফিনেটলি বলছে ” কোথায় আপনাদের নতুন আন্দোলনের কর্মসূচি??” এই ব্যাপারে চুপ থেকে আপনারা কি শাহবাগ কে প্রশ্ন বিদ্ধ করছেন না???
আরও বলি জনাব সরকার আপনারা ছাত্রশিবির বন্ধ না কইরা ব্লগ বন্ধের হুমকি দেন!! মজার ব্যাপার হইল ব্লগ নামের জিনিসটাই কিন্তু আপনারে গত বার “সরকার” বানানো তে অনেক বড় ভুমিকা পালন করছে!! এখন আপনাদের কর্মকাণ্ড দেইখা মনে হয় ঘটনা তো এমন হইল, ” যে আপনারে ভাত খাওয়াইল , খাওয়া শেষে আপনি তার মাথাতেই হাইগা দিলেন!! ”
যাক এই সব না হয় বাদ দিলাম এখন একটা অফ টপিক প্যাঁচাল পারি !! ১১ বছর এর একটা মেয়েরে যে ধর্ষণ করছে , জোর কইরা ধর্মান্তরিত করছে তার জন্য আপনারা দোষীদের কি শাস্তি দিলেন?? তা একটু বিশদ ব্যাখ্যা করলে খুশি হইতাম!!
আর আমি এইটুক কইতে পারি হ্যাঁ আপনারা আমাদের আগের বার এর খা-ল্যাদা ম্যাডামের চেয়ে ভালো রাখছেন কিন্তু আপনার কাছে পাবলিক আরও অনেক বেশি আশা করে। আমি জানি আমার এই প্যাচাল অনেকের কাছে ছুপা ছাগু গিরি মনে হবে কিন্তু খালি একবার ঠাণ্ডা মাথায় চিন্তা করেন আমি কি ভুল কইছি???
আর এই কথা সত্য যে টিনের ঘর , ঘর না থাকার চেয়ে অনেক ভালো [যারা বুঝার তারা বুঝবে] কিন্তু তাই বইলা টিনের ঘরে ফুঁটা হইলে আমি ফুঁটা বন্ধ করুম না তা কিন্তু না।
শেষমেশ খালি সরকার এর উদ্দেশ্যে এইটাই কইতে চাই । জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার কাছে মানুষ আশা করে অনেক বেশি কারন আপনি এমন একজনের মেয়ে যিনি সারাজীবন দেশের জন্য খালি দিয়েই গেছেন। তাই দয়া করে হলেও সকল রাজাকার এবং ধর্ষকদের ফাঁসি দিন। তাহলে পরের বার আপনাদের ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না মানুষ নিজ থেকেই আপনাদের ভোট দিবে।
জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার
সহমত!! ভাল লাগল… :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
আমি কাদের মোল্লার বিচার নিয়ে
আমি কাদের মোল্লার বিচার নিয়ে লিখতাম ভালই হয়েছে আপনি লিখেছেন। রায়ের দুই মাসের মধ্য আপিল এবং আপিলের এক মাসের মধ্য রায় দেবার বিধান দুই মাস গেল আর কিছু দিন । । । এর পর শুরু হবে আসল খেলা!!!
আওয়ামীলীগ এর পরবর্তী
আওয়ামীলীগ এর পরবর্তী নির্বাচনী প্রতিশ্রুতি হবে এটাই । অমানুষের দল । রাজনীতি খুব বিষাক্ত হয়ে উঠেছে ।