মুঠোফোনের যথেচ্ছাচার আলাপ-অবিরাম খুদে-বার্তা
শব্দযন্ত্রের অক্লান্ত সঙ্গীত মূর্ছণা
অথবা বিনোদনের হাজারো যান্ত্রিক আয়োজন
প্রশান্তির পিছনে ক্রমাগত ঘূর্ণনরত নিরলস ছাঁদপাখা
বইয়ের তাকে বন্ধী কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ
অথবা অন্তর্জালের অফুরন্ত তথ্য ভান্ডার
বিনোদন আর অসুস্থতা
আর? আর?
মুঠোফোনের যথেচ্ছাচার আলাপ-অবিরাম খুদে-বার্তা
শব্দযন্ত্রের অক্লান্ত সঙ্গীত মূর্ছণা
অথবা বিনোদনের হাজারো যান্ত্রিক আয়োজন
প্রশান্তির পিছনে ক্রমাগত ঘূর্ণনরত নিরলস ছাঁদপাখা
বইয়ের তাকে বন্ধী কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ
অথবা অন্তর্জালের অফুরন্ত তথ্য ভান্ডার
বিনোদন আর অসুস্থতা
আর? আর?
অর্থ উপার্জনের লক্ষ্যে অনর্থক
অক্ষরজ্ঞানের শিক্ষায় মেকী মূল্যবোধ;
অথবা এই শিশু বা কৈশোরোতীর্ণ মহাবিশ্বে
আঁতুড়ের বা শৈশবের অবলা দুনিয়ায়
উৎসব-আনন্দ-সংস্কৃতি-নাচ-গান-ভালবাসা-
অভিনয়-সংবাদ-খেলাধূলা-বিশ্বাস ও অপবিশ্বাস
আর যথারীতি কপট বোকা বাক্স।
চার দেয়ালে বন্ধী কৃত্রিম সভ্যতা;
প্রকৃ্তির প্রতি দাম্ভিক বৃদ্ধাঙ্গুলি।
এদিকে সুখের খুঁজে কালোত্তীর্ণ মহাআবর্জনা
পরিবারের অবধারিত বৈষম্য আর বঞ্চনা।
সমাজের হঠকারী ইউটোপিয়ায়
লাঞ্ছিত মানব শিশুর বন্ধী বিবেক
অতঃপর? অতঃপর?
অর্থ খোঁজতে থাকা-অবিরাম বিষণ্নতা।
তারিক লিংকন , সোমবার ০৭ মার্চ ২০১১, ফেসবু্ক নোটে প্রকাশিত
[…আংশিক পরিমার্জিত ও পরিবর্ধিত…]
এদিকে সুখের খুঁজে কালোত্তীর্ণ
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
পড়ার ও মন্তব্য করার জন্যে
পড়ার ও মন্তব্য করার জন্যে :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
পাঠকের মনে দাগ কাটতে পারলেই আমার ক্ষুদ্র প্রয়াস সার্থক!!
Sundor
Sundor
ধন্যবাদ…
ধন্যবাদ… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
লেখার মান চমৎকার । যথার্থ
লেখার মান চমৎকার । যথার্থ একটা কবিতা হয়েছে । কিন্তু কিছু বানান ঠিক করলে আরও অসাধারন হবে পোস্ট টা – যেমন – বন্ধী, বন্ধি এই ২ টা বানান ভুল । আর এই শব্দ – খোঁজতে , !! আর ”অথঃপর? অথঃপর”
বাই দা ওয়ে এমন সুন্দর পোস্ট এর জন্য :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
বানান ঠিক করে দিলাম!! এইবার
বানান ঠিক করে দিলাম!! এইবার ঠিক আছে কিনা দেখেন!!
অসংখ্য ধন্যবাদ… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
হুম । প্রজন্ম ব্লগে আপনার এই
হুম । প্রজন্ম ব্লগে আপনার এই লেখাটা দেখে ভাল লাগল । আসলেই সুন্দর একটা কবিতা ।
অসংখ্য ধন্যবাদ…
সুন্দর হইছে
অসংখ্য ধন্যবাদ…
সুন্দর হইছে কিনা জানিনা!
ভাই আমি কবিতা ভয়ঙ্কর ভয় পাই…
সারাজীবনে পাবলিক করার মত ৩খান কবিতা আছে আমারঃ
১) এইটা…
২) সভ্যতা ও পরিবেশ
৩) শ্রমিক ও মানুষ
কঠিন কবিতা ভাই| পর পর তিনবার
:থাম্বসআপ: কঠিন কবিতা ভাই| পর পর তিনবার পড়তে হলো!!! আমি কবিতা বুঝি কম| তারপরও ভালো লেগেছে| W. Somerset Maugham এর একটা কথা মনে পরে গেল : “The writer of prose can only step aside when the poet passes.” বানানে হালকা সমস্যা আছে| সেটা নিজ দায়িত্বে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম!!! ………..Keep it up bro… 😀
কঠিন ধন্যবাদ (আর বায়বীয় নয়)..
কঠিন ধন্যবাদ (আর বায়বীয় নয়).. :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: . বানানদ্বয় ঠিক করে দিয়েছি!!
অনেক প্রেরণাদায়ক মন্তব্য করলেন!! কবিতা লিখতেই সব ভয় হয় আমার…
অনেক সাহসের দরকার মাত্র ৩ টা কবিতা আছে প্রকাশিত (ইস্টিশন ব্লগে)!!
আবারও :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: ধন্যবাদ… লিখতে চেষ্টা করব!
ভাল লাগা রেখে গেলাম ।।
ভাল লাগা রেখে গেলাম ।। :বুখেআয়বাবুল:
ধন্যবাদ দিয়ে গেলাম…
ধন্যবাদ দিয়ে গেলাম… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
সেই হয়েছে
সেই হয়েছে :ভালুবাশি:
ধন্যবাদ…
ধন্যবাদ… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
স্পেশালিষ্ট-এর কাছে মন্তব্য পেয়ে ভালই লাগছে!!