পড়ার বই আর লেখার খাতায়
টেবিল পুরোই ভরা ।
জানালা খুলে আকাশ দেখি,
ভাল লাগেনা পড়া ।
পড়ার বই আর লেখার খাতায়
টেবিল পুরোই ভরা ।
জানালা খুলে আকাশ দেখি,
ভাল লাগেনা পড়া ।
আরে আরে উড়োজাহাজ !!
যাচ্ছো কোথায় উড়ে ?
পড়াশোনার অত্যাচারে
পালাচ্ছো কি দূরে।
পরীক্ষাতে গোল্লা পেলে,
মন্দ সবাই বলে,
তাই কি তুমি যোগ দিয়েছ
ঘর পালানোর দলে !
ঘর পালানোয় কারো সাথে
নেই তো কারো জুড়ি,
পাল্লা দিয়া পালাচ্ছো তাই-
ভো খাট্টা ঘুরি।
ও মেঘ যাচ্ছো কোথায় ?
ছাড়লে নাকি বাড়ি –
বৃষ্টি আপুর সাথে বুঝি
আবার দিলে আড়ি।
সবাই দেখি পালাই পালাই,
আকাশ করে খালি-
মন খারাপের এমন দিনে
কে দেবে হাত তালি।
পড়ার বই আর লেখার খাতায়
টেবিল
পুরান দিনের কথা মনে পইড়া গেল ।। পড়ার সময় আকাশ দেখা , বাইরে অনর্থক তাকিয়ে না থাকলে কোনদিনও পড়া হত না আমার ।
কবিতা লিখার সময় আমাদের ছন্দের
কবিতা লিখার সময় আমাদের ছন্দের থেকে কাব্যের দিকে বেশী নজর দেয়া উচিৎ, যদি এর সাথে ছন্দও দেয়া যায় তবে বাড়তি পাওনা হবে!! আর আধুনিক কবিতাতে ছন্দের কোন দরকারই নাই… চেষ্টা ভাল ছিল!! লিখতে থাকুন ও ছিঁড়তে থাকুন!!
নিজেই নিজের অনেক কবিতা ছিঁড়ার পর বুঝতে পারবেন ভাল হচ্ছে!!
তবে সাহস করে কবিতা লিখা শুরু করার জন্যে ধন্যবাদ..
তবে স্মৃতি চারণ হিসেবে ভালই, অনেক কথা মনে পরে গেল! ধন্যবাদ… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
ধন্যবাদ গৃহীত হলো ।শুভেচ্ছা
ধন্যবাদ গৃহীত হলো ।শুভেচ্ছা রইলো ।
ইশ ! আবার যদি স্কুল লাইফটা
ইশ ! আবার যদি স্কুল লাইফটা ফিরে পেতাম ।অনেক ধন্যবাদ ।