সম্প্রতি ইন্টারনেটের মূল্য কমানোর জন্যে যেরূপ আন্দোলন দেখিয়াছি, সিগারেটের মূল্য বৃদ্ধিতে সেইরূপ আন্দোলনের বালাইও না দেখিতে পাইয়া বারংবার পকেটে হাত বোলায়তেছি৷৷ তরুন সমাজের ৬০ভাগ ইন্টারনেটের ভক্ত হইয়া পড়িয়াছে, অথচ ৯০ ভাগ সিগারেটের সাথে দেহ-মন বাঁধিয়া লইয়াছে৷৷ একজন সিগারেট দিওয়ানার নিকট সিগারেট তাহার প্রেমিকার উর্ধ্বে, যেরূপ যোগ্যতা ইন্টারেট অর্জন করিতে পারে নাই৷৷
সম্প্রতি ইন্টারনেটের মূল্য কমানোর জন্যে যেরূপ আন্দোলন দেখিয়াছি, সিগারেটের মূল্য বৃদ্ধিতে সেইরূপ আন্দোলনের বালাইও না দেখিতে পাইয়া বারংবার পকেটে হাত বোলায়তেছি৷৷ তরুন সমাজের ৬০ভাগ ইন্টারনেটের ভক্ত হইয়া পড়িয়াছে, অথচ ৯০ ভাগ সিগারেটের সাথে দেহ-মন বাঁধিয়া লইয়াছে৷৷ একজন সিগারেট দিওয়ানার নিকট সিগারেট তাহার প্রেমিকার উর্ধ্বে, যেরূপ যোগ্যতা ইন্টারেট অর্জন করিতে পারে নাই৷৷
একদা ডেস্কটোপের সামনে ইন্টারনেট লইয়া বসিলে, পিতার জিজ্ঞাসার সহজ উত্তর করিতাম- ডেস্কটোপে কিছু নোট সেভ করিয়া রাখিতেছি!! আজো সিগারেটের যে সুগন্ধ আপনা মুখ হতে নিঃসৃত হইয়া পিতার সম্মুখে ছড়াইয়া পড়ে, তাহা হইতে বাচিবার জন্যে শিখিয়াছি সহস্র মিথ্যা বলিবার ট্রিক্স৷৷ ইন্টারনেট যেথায় অতিশয় তুচ্ছ হইয়া পড়িয়াছে!!
খাদ্য গ্রহণের পূর্বে এবং পরে যথাক্রমে ক্ষুধা বৃদ্ধি ও হজম করিবার জন্যে, রাত জাগিয়া ইন্টারনেট ব্যবহার করিবার জন্যে, কলেজ-ভার্সিটিতে আধুনিক পুত্র হইবার বাসনা কিংবা বহু বন্ধুর হস্ত হতে সহজে পার হইবার জন্যে সিগারেট আহামরি ভুমিকা পালন করিয়া থাকে৷৷
সিগারেটের নানাবিধ উপকার এবং সহজে প্রাপ্য বলিয়া, গরীব ছাত্রজীবি সহজে সিগারেট টানিয়া বাচিয়া রহিয়াছে!! কিন্তু সম্প্রতি সরকার যেরূপ তৈল মাখানো বাঁশ তৈয়ার করিয়াছেন, তাহা নিতম্বের তুলনায় অতিশয় বড় হইয়াছে!! যাহা বহন করিবার শক্তি ক্রমশ হ্রাসের পথে হাঁটা শুরু করিয়াছে৷৷
না পারিতেছি রাজপথে আন্দোলন করিতে, না পারিতেছে পিতাকে পত্র লিখিতে,
“সিগারেটের মূল্য বৃদ্ধিতে মাসিক হাত খরচটাও বৃদ্ধি পাহিবার হেতু, টাকা একটু মোটা অংকে পাঠায়লে আপনার পুত্র তাহার ইমেজ বজায় রাখিতে পারিবে!!”
তরুন সমাজের ৬০ভাগ ইন্টারনেটের
শুধু এই কথাটার জন্য :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
বেশ কিছু বানান ভুল আছে ঠিক
:হাহাপগে: বেশ কিছু বানান ভুল আছে ঠিক কইরা দিয়েন :নৃত্য: :নৃত্য:
টাইপিং এ বানান ভুল হতেই পারে,
টাইপিং এ বানান ভুল হতেই পারে, কষ্ট করে শুদ্ধ করে পড়ে নিয়েন…..
আমি একলা ঠিক কইরা পড়লে আর কি
:শয়তান: আমি একলা ঠিক কইরা পড়লে আর কি হইবো :শয়তান:
টাইপিং এ বানান ভুল হয় এটা
টাইপিং এ বানান ভুল হয় এটা আমরাও জানি । কিন্তু একটা পোস্ট এর মান কমে যায় বানান এ অধিক ভুল থাকলে । আর সংশোধন এর জন্য যেহেতু অপশন আছে সেহেতু আপনার সেটা করা উচিত বলে মনে করি ।
বিষয়টা মাথায় রাখার চেষ্টা
বিষয়টা মাথায় রাখার চেষ্টা করব৷৷ সত্যি বলতে কি, লেখালেখিতে আমার দক্ষতা কম৷ আশা করি এই দিকে নজর রেখেই পরবর্তিতে কাজ করব্, ধন্যবাদ৷
অত্যইন্ত চিন্তাষ্কর
অত্যইন্ত চিন্তাষ্কর বিষয়.…আমার অবস্থানটাও এক-ওইরকমের.…অত্যইন্ত আতংকে দিনতিপাত করিতেছি..…অন্যদিকে পকেটটাও ফি-দিন সঙ্কুচিত হইতেছে..…।আমি আপনাদের নিকটে একটা প্রশ্ন উথ্থাপন করিতে চাই.…মানুষ ক্যান্সারে মরে,জন্দিসে মরে হাঁপানীতে মরে এমনকি তিনদিনের জ্বরেও মরে কিন্তু আমি কখন-ও কাহাকেও সিগারেট খাইয়া মরতে দেখি নাই…আপনাদের মধ্যে কাহারা তাহা অবলোকন করিয়াছেন..…?? অনুগ্রহপূর্বক অধমকে জানাইয়া অধমের জ্ঞান বৃদ্ধিতে অবদান রাখিয়া কৃতার্থ করেন..…আপাতত এখানেই ইতি ঘটাতে হবে…বিবিজানের গাল ফুলিতেছে…কিয়ৎক্ষণ পরে বোমা বিস্ফোরিত হবে..…
এমনটা আমিও দেখি নাই শুধু
এমনটা আমিও দেখি নাই শুধু শুনেই যাচ্ছি।
আপনার সাধু ভাষায় লিখার
আপনার সাধু ভাষায় লিখার সাহসকে– :salute: :salute: :salute: :salute: :salute: :salute:
আর বিষয় হিসেবে ভাল কিছু বেছে নিয়ে লিখুন অনেক চমৎকার লিখা হতে পারে; খালি আরেক্তু যত্নবান হলেই চলবে… শুভকামনা…
ধন্যবাদ…..
ধন্যবাদ…..
হয়ে যাক আরও একটা সিগারেট
হয়ে যাক আরও একটা সিগারেট ! মেছ টা যে কই রাখলাম :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
ভাই শলা নাই…. পাশের দোকান
ভাই শলা নাই…. পাশের দোকান থেক্কা নিয়া আসি!!!!