:: ‘মামু ম্যাচটা দে বিড়ি ধরাইয়া লই’।
এ্যা নাক সিটকায়, নাক সিটকাইয়েন না । সিগারেটেই খাই। খালি আদর কইরা বিড়ি ডাকি। তয় চিন্তা করচি অহন থেইকা বিড়ি খামু। দাম কম, টাইনাও মজা। দুধের স্বাদ ঘোলে মেটামু আর কি !
গরীব মানুষ তো বাবা,চাচা,ফেন্সী খাওয়ার পয়সা নাই। খাওয়ার মধ্যে একটাই ছিল বিড়ি। আর এই জিনিসের দাম ই আগে বাড়াইল (দুক্ষু প্রুকাশের ইমু হইবে) ।
:: ‘মামু ম্যাচটা দে বিড়ি ধরাইয়া লই’।
এ্যা নাক সিটকায়, নাক সিটকাইয়েন না । সিগারেটেই খাই। খালি আদর কইরা বিড়ি ডাকি। তয় চিন্তা করচি অহন থেইকা বিড়ি খামু। দাম কম, টাইনাও মজা। দুধের স্বাদ ঘোলে মেটামু আর কি !
গরীব মানুষ তো বাবা,চাচা,ফেন্সী খাওয়ার পয়সা নাই। খাওয়ার মধ্যে একটাই ছিল বিড়ি। আর এই জিনিসের দাম ই আগে বাড়াইল (দুক্ষু প্রুকাশের ইমু হইবে) ।
সাফ কথা কইয়া দিলাম সরকার – ‘গরীব তরুণ সমাজের পেটে লাথি মাইরা বেশী দিন ক্ষমতায় থাকতে পারবা না’। তরুন সমাজ এক হইয়া রাস্তায় খাড়াইলে খবর আছে কইলাম। মামা বাড়ীর আবদার , যে জিনিস খাইয়া আমারা বাইচা আছি , কথা নাই বার্তা নাই দাম বাড়াইবা। তা হইব না, তা হইব না।
কই যাও মামু খাড়াও আরো আছে,
ও আব্বাজান শুনতাসো :: কথাগুলান সরকারের কানে যাইতে যতদিন লাগে ততদিন তো বাইচা থাকন লাগব। তাই কইতেছিলাম এক টাই মাত্র পোলা যদি মইরা যাই। তাই এই মাস থেইকা হাতখরচ বেশী দেওন লাগব। বুঝ তো পোলা বড় হইচে ।
যাবার আগে শেষ কথা,মামুরা কি আমার কথায় মাইন্ড খাইলেন নি ??? আরে ইষ্টিশনে আইচি তো দুই-চার টান দেবার লাইগা। মাইন্ড খাইয়েন না, মাইন্ড খাইলে শাইন করবার পারবেন না কইয়া দিলাম।
:: অই মামু আর এক টা বিড়ি দে খামু।
মজা পেলাম
মজা পেলাম
আমি আছি মিয়া কষ্টে আর আপ্নি
আমি আছি মিয়া কষ্টে আর আপ্নি মজা লন
খারান একটা বিড়ি ধরাইয়া লই
খারান একটা বিড়ি ধরাইয়া লই
হয়, দেশের একমাত্র সমস্যা তো
হয়, দেশের একমাত্র সমস্যা তো সিগারেটের দাম বৃদ্ধি পাওয়!!!!!!!!! :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
সরকার আমাগোর মত বেকারের
সরকার আমাগোর মত বেকারের পাছায় চন্দ্রবিন্দু লাগানো বাঁশ দিয়া দিলো……
……..ঐ মামু ল্….. আইজকার মত একটারেই ফাটাইয়া লই!!
চ’ মামু কুপাইয়া ভাজ কইরালাই
চ’ মামু কুপাইয়া ভাজ কইরালাই
আজাইরা পোস্ট!! আমিও সিগারেট
আজাইরা পোস্ট!! আমিও সিগারেট খায়!! তবে আমি মনে করি বিরি-সিগারেটের দাম পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমন্বয় করা উচিৎ (ভারতে এখনও বেনসন ও হেজেস এর দাম বাংলাদেশ থেকে ১.৩~১.৫ গুন বেশী!!); এখনও বিশ্বে সব কমা দামে তামাক বিক্রি বোধহয় বাংলাদেশে হয়…
অত্যন্ত দুঃক্ষ ভারাক্রান্ত
অত্যন্ত দুঃক্ষ ভারাক্রান্ত হৃদয়ে মজা পেলাম। আমিও বিড়ি খাই কি না!!!