ভালোবাসা হলো বিস্মৃত অদৃশ্যতা
ছেদনক্ষম নয় যার সক্ষমতা
আলোকগৃহে যা সবুজ আলো
অধর রঞ্জনীর মত যা রাঙিয়ে দেয় জীবনপ্রদ…।
ভালোবাসা হলো ক্ষীন ঝরনা ধারা
অবিরাম চলনেই যার ব্যস্ততা
ঝড়ের রাত্রিরে যা জোনাকির আলো
সঙ্গীনির চুলের সাথে যা উড়িয়ে দেয় প্রাচীন মন…।
ভালোবাসা হলো আমার কাছে তুমি
ভালোবাসা হলো তোমার মুখের হাঁসি
ভালোবাসা হলো হাতে হাত রাখা
ভালোবাসা হলো স্বপ্ন
স্বপ্ন ছাড়া…. একা ।।
ভালোবাসা হলো বিস্মৃত
:থাম্বসআপ:
(No subject)
:ফুল:
মোটামুটি । আগের কবিতার মতো
মোটামুটি । আগের কবিতার মতো স্ত্রং না ।
সহমত… লিখককে অভিনন্দন,
সহমত… লিখককে অভিনন্দন, লিখতে থাকুন।।
(No subject)
:থাম্বসআপ:
চালিয়ে
চালিয়ে যান।
*******************
স্বপ্নগুলি এই ফাগুনে কৃষ্ণচূড়া হয়ে ফুটুক।
কবিতা হিসেবে মানোত্তীর্ণ
কবিতা হিসেবে মানোত্তীর্ণ হয়নি। লিখতে থাকুন।
মন্তব্য এর জন্য সবাইকে Thanks
মন্তব্য এর জন্য সবাইকে Thanks
একটা ছোট্ট শব্দ ”ভালবাসা”
একটা ছোট্ট শব্দ ”ভালবাসা” কে সাপেক্ষে রেখে ক্রমাগত প্রকাশ করেছেন নিজের অনুভুতিগুলা । কিন্তু এখানে শব্দ আর উপযুক্ত বাক্য চয়ন এর অভাবে কবিতা মোটামুটি পর্যায়ে চলে এসেছে ।
হুম @ মোশফেক আহমেদ
হুম @ মোশফেক আহমেদ