আমি অতোটা জানি না ককটেল কি। তবে আমার মনে হয় এটা এক প্রকারের বোম। যদি তাই হয় আমাদের দেশে সকল হরতাল কারি এই বোম গুলো ব্যবহার করে আসছে। শুধু বর্তমান বিরোধি দল নয় যুগে যুগে সব রাজনৈতিক দলই এই ককটেল ব্যবহর করে আসছে। তাহলে তারা তো জঙ্গি থেকে কম কিছু নয়।
আজ চাপাইনবাব গঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল এর বিস্ফোরনে ৭ শিশু আহত। এদের জীবন ও যেতে পারত। সামনে সকল স্কুলে পরিক্ষা এই পরিক্ষা গুল দিতে পারবে না তারা,শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তাছাড়া তাদের চিকিতসার দায়ভাড় কারা নেবে?
আমি অতোটা জানি না ককটেল কি। তবে আমার মনে হয় এটা এক প্রকারের বোম। যদি তাই হয় আমাদের দেশে সকল হরতাল কারি এই বোম গুলো ব্যবহার করে আসছে। শুধু বর্তমান বিরোধি দল নয় যুগে যুগে সব রাজনৈতিক দলই এই ককটেল ব্যবহর করে আসছে। তাহলে তারা তো জঙ্গি থেকে কম কিছু নয়।
আজ চাপাইনবাব গঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল এর বিস্ফোরনে ৭ শিশু আহত। এদের জীবন ও যেতে পারত। সামনে সকল স্কুলে পরিক্ষা এই পরিক্ষা গুল দিতে পারবে না তারা,শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়বে। তাছাড়া তাদের চিকিতসার দায়ভাড় কারা নেবে?
কিছু দিন আগে হরতালের সময় এক পুলিশ সদস্যের হাতে ককটেল এর বিস্ফোরন এর ফলে তার হাতের কজ্বী উরে যায়। তার পরিবারের দ্বায়িত্ব কে নেবে? তাকে তো এখন অন্যর উপর নির্ভর্শীল হতে হবে।
দুই টি প্রশ্ন
এই ককটেল গুল আসে কোথা থেকে? বর্ডার দিয়ে আসে?? দেশের সিমান্ত রক্ষি বাহিনী কি করে?
দেশেই তৈরী হয়? কারা করে? কিভাবে করে ? কাচামাল পায় কি করে? তাদের কেন ধরা হচ্ছে না?
দেশের প্রশাসন এর কি এটি ব্যর্থতা নয়??
আর এই যে দেখছি হরতাল কারীরা এত ককটেল ফাটায় এগুলোর টাকা পায় কোথা থেকে? নিশ্চয় দল গুলো দেয়। তাদের বলছি এমন ক্ষেত্রে টাকা খরচ না করে জন মনে আতঙ্ক সৃষ্টি না করে তাদের ক্ষোভ না অর্জন করে। অসহায়দের সাহায্য করুন তাদের জীবনযাপনে সহায়তা করুন তাদের আত্মকর্মসংস্থানের জন্য অর্থ দিন সারা জীবন কীতার্থ থাকবে । ভোট যেটা আপনাদের একমাত্র লক্ষ্য সেটাও পাবেন। আর আমরা সাধারন দেশবাসী শান্তি পাব। নিরাপত্তা পাব।
আপনাদের জন্য চিড়িয়াখানার ব্যবস্থা করে দিলে ভাল হত সারা দিন ওখানে মারা মারি কাটা কাটি করবেন । আর দেশে অনেক শিক্ষিত নাগরিক আছে যারা অপনাদের জন্য দেশের উন্নতি করতে পারছে না তারা সুযোগ পাবে।
অতি সহজিয়া কড়চা…
অতি সহজিয়া কড়চা…
বুঝলাম না ভাই কি বললেন?
বুঝলাম না ভাই কি বললেন?
ককটেল বানাইতে খরচ খুবই কম
ককটেল বানাইতে খরচ খুবই কম ভাই ।
যেইটাই হোক ককটেল প্রতি ১০
যেইটাই হোক ককটেল প্রতি ১০ টাকা খরচ হইলেও সেই দশটাকা মানুষরে দিলে কাজে লাগে
আসলে ককটেল অনেকটা কার্যকর
আসলে ককটেল অনেকটা কার্যকর হলেও এর উত্পাদন বা কার্যপ্রণালী খুব সহজ। যে কেউ বানাতে পারে।
*******************
স্বপ্নগুলি এই ফাগুনে কৃষ্ণচূড়া হয়ে ফুটুক।
এতই যখন সোজা
এতই যখন সোজা আত্মকর্মসংস্থানের উপায় হিসেবে বৈধ করে দিলেই হয়