প্রিয় ব্লগাররা,
শীঘ্রই সাহিত্য বিষয়ক একটি ছোট্ট লিটল ম্যাগ “পোষ্টবক্স” এর প্রথম সংখ্যা চট্টগ্রাম থেকে প্রকাশিত করতে যাচ্ছি । আগ্রহী লেখক এবং ব্লগাররা, উক্ত লিটল ম্যাগ এর জন্য ছোটগল্প,অণুগল্প,গল্প বিষয়ক যেকোন প্রবন্ধ,মুক্তগদ্য,কবিতা,অনুবাদ গল্প এই বিষয়সমূহের উপর লিখা আহবান করছি।
*লিখা পাঠানোর ঠিকানা—
ইমেইলঃ samshedshapan@yahoo.com
debdhar121@gmail.com
যোগাযোগঃ ০১৭৬৩৪৭৫১৪৫
০১৬৭২৪০৭৪৫০
লিখা পাঠানোর শেষ তারিখ বাড়ানো হয়েছে ১৬ জুন ২০১৩
আর কোন নিয়ম নাই? ব্লগে
আর কোন নিয়ম নাই? ব্লগে প্রকাশিত হলে চলবে কিনা?
এটা কি শুধু চট্টগ্রামভিত্তিক
এটা কি শুধু চট্টগ্রামভিত্তিক পত্রিকা?চট্টগ্রামের বাইরে থেকে কিভাবে পাওয়া যাবে?আর এটা কি ধরণের পত্রিকা মানে পাক্ষিক,মাসিক বা ত্রৈমাসিক??
(No subject)
:গোলাপ:
আর কি কি নিয়মাবলি আছে?
ব্লগের
আর কি কি নিয়মাবলি আছে?
ব্লগের লিখাতে সমস্যা?
ভাল লাগল!! আমি চট্টগ্রামের লোক থাকি ঢাকায়
তাই খবরটা পেয়ে প্রীত হলাম :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
ভালো উদ্যোগ। চেষ্টা করব লেখা
ভালো উদ্যোগ। চেষ্টা করব লেখা দেওয়ার। প্রকাশিত হইলে 😀
চমৎকার উদ্যোগ ।আগে লেইখা লই ।
চমৎকার উদ্যোগ ।আগে লেইখা লই । তার পর ভাইবা দেখুম নে । যদি লাইগা যায় । এই আর কি , 😀
ব্লগে প্রকাশিত হলে ও চলবে
ব্লগে প্রকাশিত হলে ও চলবে ।
এটি চট্টগ্রাম থেকে প্রকাশিত হবে, পাক্ষিক,মাসিক বা ত্রৈমাসিক হিসেবে নয় । আমরা কয়েক জন তরুণ লেখকেরা মিলে প্রকাশ করবো । তাই আমাদের সাথে আরো আগ্রহী তরুন বন্ধু যারা আছেন ,যারা লিখছেন,প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতি মনন তারা আমাদের এই লিটল ম্যাগ “পোষ্টবক্স” এ লিখা পাঠান । এটি পাক্ষিক,মাসিক বা ত্রৈমাসিক করে বের করার চিন্তা এখন করছি না , সময় বলে দিবে ।
ধন্যবাদ