তুমি তো আমার ই !
আমাকে কাঁদাবে?
কাঁদাও!
হাসাতে চাও?
হাসাও
কিন্তু তবুও তো তুমি আমার !
বর্ষায় দিগন্ত মাঠ এ ভিজবে?
ভিজো !
তুমি তো আমার ই !
আমাকে কাঁদাবে?
কাঁদাও!
হাসাতে চাও?
হাসাও
কিন্তু তবুও তো তুমি আমার !
বর্ষায় দিগন্ত মাঠ এ ভিজবে?
ভিজো !
জ্বর যাতে না আসে !
কারন তুমি তো আমার !
রাতে জোছনায় বসে থাকতে চাও?
থাকো!
তবে আবার ঘুমিও কিন্তু !
না ঘুমালে শরির খারাপ করবে !
কেন বলতে হবে বারবার?
বুঝ না? তুমি যে আমার !!
পূর্বের কাশবন এ খালি পায়ে ঘুরতে চাও !
হুম ঘুর !
কিন্তু সাবধানে পা ফেল কিন্তু !
মনে রেখ কিন্তু তুমি আমার !!
ভালবাসতে চাও??
হুম জিজ্ঞেস করার কি আছে?
বাসতেই পারো !
আমি যে তোমারই !
চিন্তায় পড়ে গেলাম !! অনেকটায়
:-B :-B চিন্তায় পড়ে গেলাম !! অনেকটায় মিল !!!!!! :খাইছে: :খাইছে:
ভালো হয়েছে ।কবিতে ব্লগ ভরে
ভালো হয়েছে ।কবিতে ব্লগ ভরে উঠছে ।
আহ!! কি আকুতি…
দেশের এমন
আহ!! কি আকুতি…
দেশের এমন প্রস্থিতিতে প্রেমের বড়ই অভাব!!
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
লুতুপুতু ভালবাসা ।। ভালই
লুতুপুতু ভালবাসা ।। ভালই হয়েছে ।।
সে তো আমারই…
সে তো আমারই…
Valo
Valo