সারাবছর ভুলে ছিলাম
মহান প্রভু তোমাকে,
তুমি আমায় রেখেছ মনে
এই কথাটা কে জানে।
সন্তান যদি ও মাকে ভুলে
মা তো কভু ভুলে না,
তুমি তো সবার মালিক
তুমি ভুলতে পার না।
তুমি তো মহান মালিক
তোমার নাই তুলনা,
দয়া করে আমাদের
পুর্ন কর বাসনা।
আমি অধম গোলাম তোমার
তুমি প্রভু রাব্বানা,
তুমি রহমান,তুমি রহিম
কবুল কর মার্জনা।
কাঁদতে জানি না মাওলা
কান্না আমার আসে না,
করছি যত অঙ্গভঙ্গি
সবকিছুই তো বাহানা।
চাইলে তুমি খুশি হও
তবু ও চাইতে পারি না,
চাইলে পরে ভিখারিকে
খালি হাতে দিও না।
যদি দাওগো ফিরিয়ে
কোথায় মোরা যাইব-
ঘুরিয়া ফিরিয়া ভিখারি আমি
তোমার কাছেই চাইব।
সারাবছর ভুলে ছিলাম
মহান প্রভু তোমাকে,
তুমি আমায় রেখেছ মনে
এই কথাটা কে জানে।
সন্তান যদি ও মাকে ভুলে
মা তো কভু ভুলে না,
তুমি তো সবার মালিক
তুমি ভুলতে পার না।
তুমি তো মহান মালিক
তোমার নাই তুলনা,
দয়া করে আমাদের
পুর্ন কর বাসনা।
আমি অধম গোলাম তোমার
তুমি প্রভু রাব্বানা,
তুমি রহমান,তুমি রহিম
কবুল কর মার্জনা।
কাঁদতে জানি না মাওলা
কান্না আমার আসে না,
করছি যত অঙ্গভঙ্গি
সবকিছুই তো বাহানা।
চাইলে তুমি খুশি হও
তবু ও চাইতে পারি না,
চাইলে পরে ভিখারিকে
খালি হাতে দিও না।
যদি দাওগো ফিরিয়ে
কোথায় মোরা যাইব-
ঘুরিয়া ফিরিয়া ভিখারি আমি
তোমার কাছেই চাইব।
দোস্ত কখন ও দোস্তের কুকুর
ছাড়িয়া তো দেয় না,
আমরা তো রাসূলের উম্মত
তুমি ও আমাদের ছাড়ি ও না।
মাফ করে দাও চিরতরে
ভুল কখন ও করব না,
দিলের ও তো মালিক তুমি
ভুল করতে দিও না।
মাফ করে দাও চিরতরে
কবুল করে নাও,
হেদায়াতের রাস্তা মোদের
সবাইকে দেখা ও।
আপনি ইষ্টিশন বিধি লঙ্ঘন করছেন
আপনি ইষ্টিশন বিধি লঙ্ঘন করছেন । ধীরে সুস্থে পোস্ট দিন। আমরা তো আছি পড়ার জন্য । সো ধীরে 🙂
ভাই যদি একটু খুলে বলতেন ।
ভাই যদি একটু খুলে বলতেন ।
আগে ইষ্টিশন এর ৫ নো বিধি টা
আগে ইষ্টিশন এর ৫ নো বিধি টা পড়ুন ।
ভাল তো…
বাংলা লিঙ্ক দামের
ভাল তো…
বাংলা লিঙ্ক দামের পোস্ট।।
আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ
আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ।বিধিটি আমার জানা ছিল না ।আশা করি ভবিষ্যতে অবশ্যই আর ও দায়িত্বশীলতার পরিচয় দিব ।
আপনি একটু আস্তে পোস্ট দেন
আপনি একটু আস্তে পোস্ট দেন ।ইস্টিষন বিধিগুলো পড়ে নেন।
বইয়ের দামে লেখক পাইলাম।
ভালো
বইয়ের দামে লেখক পাইলাম।
ভালো তো, ভালো না।
————————–