রহস্যময়ী নারী !!!
বিজ্ঞজনেরা বলেন নারীর মন বোঝা বড় দায় । স্বয়ং ঈশ্বরও নাকি নারীর মন বুঝে উঠতে পারেন না । কী এক অজ্ঞাত রহস্যের নিগুঢ়ে আপনাকে লুকিয়ে রাখে নারী । একারণে নারীকে রহস্যময়ী বলা হয় ! বলা বাহুল্য, এসব রহস্যতত্ত্ব এ যারা বিশ্বাস রাখেন তাদের একটা বড় অংশ কবি এবং দার্শনিক ।
কবির কবিতায় নারী কখনো রহস্যময়ী, কখনো ছলনাময়ী কখনোবা জাদুকারিনী রুপে ধরা দেন । নারীর নাম হয় ফুল, পাখি, নদী, চাঁদ, তারা ইত্যাদি । খুব কম কবির কবিতায় নারী সূর্য, বজ্র বা একে – ৪৭ হতে পেরেছেন ।
রহস্যময়ী নারী !!!
বিজ্ঞজনেরা বলেন নারীর মন বোঝা বড় দায় । স্বয়ং ঈশ্বরও নাকি নারীর মন বুঝে উঠতে পারেন না । কী এক অজ্ঞাত রহস্যের নিগুঢ়ে আপনাকে লুকিয়ে রাখে নারী । একারণে নারীকে রহস্যময়ী বলা হয় ! বলা বাহুল্য, এসব রহস্যতত্ত্ব এ যারা বিশ্বাস রাখেন তাদের একটা বড় অংশ কবি এবং দার্শনিক ।
কবির কবিতায় নারী কখনো রহস্যময়ী, কখনো ছলনাময়ী কখনোবা জাদুকারিনী রুপে ধরা দেন । নারীর নাম হয় ফুল, পাখি, নদী, চাঁদ, তারা ইত্যাদি । খুব কম কবির কবিতায় নারী সূর্য, বজ্র বা একে – ৪৭ হতে পেরেছেন ।
অন্যদিকে দার্শনিক মহাশয় নারীর মনস্তত্ত্ব নিয়ে ব্যাপক মাথা ঘামিয়ে থাকেন। তিনারাই ফর্মুলা আকারে তত্ত্ব দিয়ে থাকেন অনেকটা বানীর মতো যে, নারীর মন খুব নরম এবং কোমল ধাতু দিয়ে গড়া । সেজন্য কোমলতার প্রতীক নারী । তাই খুব সহজেই কবিতায় নারী প্রকাশিত হয় ফুল, লতা – পাতা, নদী – নালা হিসেবে । দুর্বলতার, সীমাবদ্ধতার এবং কূপমণ্ডূকতার শিরোনাম হয় নারী ।
পিতৃতন্ত্র অনেক যত্ন করে খুব কৌশলে নারীর মনোজগতে তার সুখ ও সমৃদ্ধির প্রাসাদ গড়তে সক্ষম হয়েছে । এতোটাই সক্ষমতা অর্জন করেছে যে, নারীর মুখ দিয়েই পিতৃতন্ত্রের জয়গান গাওয়ানো হচ্ছে । পুরুষ শ্রেষ্ঠ এই বোধ দখল করে আছে নারীর চৈতন্যের ষোলআনা ।
আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনার ইতি টানতে চাই –
আপনারা কি মনে করেন আপনাদের মা, বোন, খালা, ফুপি রহস্যময়ী, ছলনাময়ী বা জাদুকারিনী ? যদি না মনে করে থাকেন তবে প্রেমিকা বা বউ কেন আপনাদের কাছে রহস্যময়ী কিম্বা ছলনাময়ী হয়ে ওঠে ???
নারী হচ্ছে বিশ্বস্ত আর
নারী হচ্ছে বিশ্বস্ত আর মোলায়েম এবং মা’য়ের, মত আন্তরিক!
বরং পুরুষেরাই আজীবন হিংস্র ও বিশ্বাসঘাতক..
[উভয় ক্ষেত্রেই ব্যতিক্রম বিদ্যমান…]
এমনটা কখনো ভাবিনি, আর ভাবতেও
এমনটা কখনো ভাবিনি, আর ভাবতেও চাই না…
পুরুষ নারী নিয়ে আমি
পুরুষ নারী নিয়ে আমি আলাদা ভাবে মাথা ঘামাতে রাজি নই, ব্যক্তির ব্যক্তিত্বে সবাই স্বতন্ত্র, ব্যক্তির স্বতন্ত্রকে বোঝার অপারগতাই রহস্য ও ছলনার জন্ম দেয় ।।
ভালো বলেছেন । ধন্যবাদ !
ভালো বলেছেন । ধন্যবাদ !
কবিরা নারীদের রহস্যময়ী বলতে
কবিরা নারীদের রহস্যময়ী বলতে পারে, তবে বাস্তবে নারী পুরুষ উভয়ই রহস্যময়ী এবং বিশ্বাসঘাতক।
সবাই না । কমেন্ট এর জন্য
সবাই না । কমেন্ট এর জন্য ধন্যবাদ !
নারী পুরুষ উভয়েই স্ব স্ব
নারী পুরুষ উভয়েই স্ব স্ব ক্ষেত্রে অতুলনীয়…………………
ধন্যবাদ ! আসলেই তাই ।
ধন্যবাদ ! আসলেই তাই ।
হুম
হুম
(No subject)
:ভাবতেছি:
আপনার প্রশ্নের উত্তর আমি যেটা
আপনার প্রশ্নের উত্তর আমি যেটা মনে করি :: মা আর বউ এক জিনিস নয়। মা নিয়ে আলোচনা করলে আপনার মা আর আপ নার সন্তানের মা কে বিবেচনা করুন। বউ হিসাব করলে আপ নার বউ আর আপনার বাবার বউ কে বিবেচনা করুন।
আপনি মনে লয় হুদাই ক্ষেইপা
আপনি মনে লয় হুদাই ক্ষেইপা গেছেন ! আপনাদের প্রশ্ন করার মানে এই না ওখানে নিজের পরিবারের নারী সদস্যদের বাইরে রেখেছি । কিছু কি বুঝাতে পারলাম ? :কনফিউজড: