মে মাসের শুরুতেই আমরা ঘোষণা দিয়েছিলাম, সারা মাসে ব্লগে মন্তব্যে যারা এগিয়ে থাকবেন তাদের মাঝ থেকে চারজন যাত্রীকে কারিগর.কম এর সৌজন্যে উপহার হিসেবে বই দেওয়া হবে। আমাদের লক্ষ্য ইস্টিশনের যাত্রীরা মননশীল বই পাঠে অভ্যস্ত হবেন, সাথে ব্লগিং এর অন্যতম স্তম্ভ মন্তব্যে অংশগ্রহণে আগ্রহী হবেন। এর মাঝে একটা প্রতিযোগিতা ছুঁড়ে দেওয়ার কৌশল আছে বলে মনে হলেও, এই ধরনের সৎ এবং সৃষ্টিশীল প্রতিযোগিতার আবহ তৈরি করাটা খারাপ দৃষ্টিতে দেখার কোন অবকাশ নেই। আমরা আনন্দিত যে এই উদ্যোগে উৎসাহী হয়ে যাত্রীদের মাঝে ব্লগিং এর একটা পজিটিভ মানসিকতা তৈরি হয়েছে, যেটা বাংলা ব্লগস্ফিয়ার থেকে বিলুপ্ত হওয়ার পথে ছিল।
সারা মে মাস জুড়ে যারা অসংখ্য মন্তব্য-প্রতিমন্তব্য দিয়ে লেখক পাঠক সবারই জানার পরিধিকে বাড়াতে সাহায্য করেছেন তাদের প্রতি প্রথমেই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমরা ঘোষণা দিয়েছিলাম, সর্বোচ্চ মন্তব্যকারী তিনজন এবং ব্লগের মডারেশন প্যানেল থেকে যাত্রীদের মধ্যে যার সারা মাসের একটিভি ডেডিকেটেড মনে হবে সেই একজন সহ মোট চারজনকে উপহার হিসেবে বই দেওয়া হবে। তবে সবাইকে আনন্দের সাথে জানানো যাচ্ছে, প্রথম মাসে আমরা মোট দশজনকে উপহার দিয়ে অভিনন্দিত করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং কারিগর.কম আমাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সানন্দে সাড়া দিয়েছে। এই মাসে আমরা সর্বোচ্চ মন্তব্যকারী ১০ জনকে পুরস্কৃত করছি। এর পরের মাস থেকে ঘোষণা অনুযায়ী ৪ জনকে পুরস্কৃত করা হবে।
আমাদের সার্ভারে রক্ষিত তথ্য বিশ্লেষণ করে মে মাসে (১মে থেকে ৩১মে) সর্বোচ্চ মন্তব্যকারী দশ জনের তালিকা নীচে দেওয়া হচ্ছে-
ক্রমিক | মন্তব্যকারীর নাম | মন্তব্যের সংখ্যা |
---|---|---|
১ | ডাঃ আতিক | ৫০৯ |
২ | ক্লান্ত কালবৈশাখি | ৪৯৬ |
৩ | অচিন্ত্য দূর্বাঘাস | ৪৫৪ |
৪ | তারিক লিংকন | ৩৫২ |
৫ | মুকুল | ৩০৩ |
৬ | গাজী ফাতিহুন নূর | ১৬২ |
৭ | সুমিত চৌধুরী | ১১৯ |
৮ | অবাস্তব স্বপ্নচারী | ১৩৪ |
৯ | সৌ রভ | ১১৫ |
১০ | শঙ্খচিলের ডানা | ১০৬ |
উপরের দশজনকে ইস্টিশন ও কারিগর.কম এর পক্ষ থেকে অভিনন্দন। খুব দ্রুতই আমরা আপনাদের হাতে উপহার হিসেবে বই তুলে দিতে চাই। উপরের ১০ জন যাত্রীকে তাদের নাম ও পুর্নাঙ্গ ঠিকানা (কনট্যাক্ট নাম্বার সহ) আমাদের ই-মেইল ঠিকানা istishon@gmail.com এ মেইল করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, ইস্টিশন সবসময় তার যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে সবার নাম ঠিকানার গোপনীয়তা সযত্নে রক্ষিত হবে। আগামী ৩ দিনের মধ্যে সবাইকে ই-মেইলে নাম ঠিকানা পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যথাসময়ে আপনাদের উপহার আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। সুস্থ্য ব্লগিং এর চর্চার পরিবেশ সৃষ্টি করে আমরা প্রাণে প্রাণ মেলাবই…
ইয়াআআআআহু…………
ইয়াআআআআহু………… :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: বই আমার সবচেয়ে প্রিয়। বই পাওয়ার লোভে হইলেও মন্তব্য যুদ্ধে সামিল থাকুম। :এখানেআয়: :ভেংচি: :পার্টি:
ইস্টিশন এবং কারিগর.কম কে আন্তরিক কৃতজ্ঞতা। :bow:
শুভেচ্ছা আতিক ভাই
আমারে
শুভেচ্ছা আতিক ভাই 😀
আমারে একবার চান্স দিয়েন :মাথানষ্ট:
আমিও আতিক ভাই……।।
আমিও আতিক ভাই……।। :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :আমিওআছি: :আমিওআছি: :আমিওআছি: :আমিওআছি:
আতিক ভাই প্রথম হয়েছেন
আতিক ভাই প্রথম হয়েছেন congzzzz!!!
পাইয়া গেলাম 😮 স্বপ্ন
পাইয়া গেলাম 😮 স্বপ্ন দেখতাছি নাকি 😮 :p
সৌরভ মামা অভিনন্দন
সৌরভ মামা অভিনন্দন 😀
সুযোগ চাই , বই নিবো
বিজয়ি
সুযোগ চাই , বই নিবো :মানেকি:
বিজয়ি সবাইকে অভিনন্দন :ফুল: :ফুল: :ফুল: 😀
বিজয়ীদের অভিনন্দন।
বিজয়ীদের অভিনন্দন।
শুভেচ্ছা সবাইকে , তবে একটা
শুভেচ্ছা সবাইকে , তবে একটা বিষয় : আপনাদের প্রানবন্ত কমেন্ট যেন নতুন লেখকদের উৎসাহে আঘাত না হানে , একটু খেয়াল রাখবেন ।। যদিও এটা মডারেটর এর বলা উচিত ছিল , যাই হোক আমি বলে দিলাম ।।
প্রত্যেক বিজয়ীকে আমার পক্ষ
প্রত্যেক বিজয়ীকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা…
আছি তাইলে !!
আছি তাইলে !! 😀
আপনি না থাকলে ব্লগিং ছাইড়ে
আপনি না থাকলে ব্লগিং ছাইড়ে দিতাম
চক্ষে ভুল দেখতাছি না তো?????
চক্ষে ভুল দেখতাছি না তো????? আমি তো মনে করতাম আমার মন্তব্যের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে…। আহা কি আনন্দ…।। :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালাপাইছি: :ভালাপাইছি: :ভালাপাইছি: :ভালাপাইছি: :ভালাপাইছি: :ভালাপাইছি:
খুশি হইসি সেইটা কি বইলা দিতে
:মানেকি: :মানেকি: :মানেকি:
খুশি হইসি সেইটা কি বইলা দিতে হইব রে পাগলা :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
মন্তব্য করার না থাকলেও দেহি
মন্তব্য করার না থাকলেও দেহি করতে অইবো।
গিফট বলে কথা।
আনন্দে আটখানা না আমি আনন্দে
আনন্দে আটখানা না আমি আনন্দে আটত্রিশ খানা হইয়া গেছি 😛
সবাইকে অভিনন্দন
সবাইকে অভিনন্দন
বিজয়ীদেকে অভিনন্দন। চালিয়ে
বিজয়ীদেকে অভিনন্দন। চালিয়ে যান বন্ধুরা।
সবাইকে অভিনন্দন !!!
সবাইকে অভিনন্দন !!!
সবাইকে জানাই শুভেচ্ছা।
সবাইকে জানাই শুভেচ্ছা।
সবাইকে ব্যাপক অভিনন্দন
সবাইকে ব্যাপক অভিনন্দন 😀
মাঝামাঝি আছি! ভাল লাগছে…
মাঝামাঝি আছি! ভাল লাগছে… সবাইকে ভাল ভাল পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ! কারণ ভাল পোস্ট দেয়ার কারণেই মন্তব্য করতে পারি…
এই ব্লগে সুমীত চৌধুরী নামে
এই ব্লগে সুমীত চৌধুরী নামে কেউ আছে কিনা খুঁজে পেলাম না। পুরষ্কার দেওয়ার মন-মানসিকতা কি আছে? আমি এর সুষ্ঠ তদন্ত দাবী করছি, সেই সাথে নিরপেক্ষ প্রতিবেদনের উপর ভিত্তি করে আলোচনায় বসে সেটির সমাধান করতে হবে নইলে লাগাতার হরতাল দিয়ে গণতন্ত্র কায়েম করব
:শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান:
আমি তো বলাম ই আপনার হরতাল এ
আমি তো বলাম ই আপনার হরতাল এ আমার পূর্ন সমর্থন আছে। কবে ডাকবেন খালি বলেন
এই সপ্তাহের বাচাল যাত্রির
এই সপ্তাহের বাচাল যাত্রির লিস্টে আমার নাম আছে হেহেহে 😀
সারা মাস জুড়ে থাকতে হবে
সারা মাস জুড়ে থাকতে হবে কিন্তু। 😀 এবং শুধু লিস্টে থাকলেই হবে না, লিস্টের উপরের দিকে থাকতে হবে। :হাসি: কারন আগামী মাস থেকে সংখ্যার ভিত্তিতে তিনজনকে বই দেবে। :মনখারাপ: এবার তো দিছে ১০ জনকে। :তালিয়া: তাই অনেক কম মন্তব্য করেও অনেকে বই জিইতা নিলো। :মানেকি:
আহ!!!! দুই মাস আগে ইস্টিশনের
আহ!!!! দুই মাস আগে ইস্টিশনের টিকিট কাটতাম আমার নাম টাও থাকত!!!!
হুম ।আগামী মাসের দুইজনের নাম
হুম ।আগামী মাসের দুইজনের নাম ও বলে দেওয়া যায়।ডাক্তার আতিক ,অচিন্ত্য দূর্বাঘাস
দশ জন কে আমার পক্ষ থেকে দশ
:চা: :চা: :চা: :চা: :চা: :চা: :চা: :চা: :চা: :চা: দশ জন কে আমার পক্ষ থেকে দশ কাপ চা, সবাই কে অভিনন্দন
তারা তো বই পাবেই চা টা বরং
তারা তো বই পাবেই চা টা বরং আমারা যারা পাইনি তাদের দিন। ।
আমার নাম লিস্টে নাই
:ভাঙামন: আমার নাম লিস্টে নাই :কথাইবলমুনা:
পুরস্কার বিতরণী শেষ, সবাই চলে
পুরস্কার বিতরণী শেষ, সবাই চলে গেছে স্কুলঘরে আমি একা শূন্য হাতে ঘাসে হাটি
আহ! আমিও মন্তব্যে চুপসে
আহ! আমিও মন্তব্যে চুপসে গেলাম, ইস্টিশনও ঘোষনা দিল।
কি আর করা? বিজয়ীদের শুভেচ্ছা।
বিজয়ীদের শুভেচ্ছা।
বিজয়ীদের শুভেচ্ছা।
বিজয়ীদের শুভেচ্ছা
বিজয়ীদের শুভেচ্ছা :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
নেক্সট টাইম দেইখ্যা লমু :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়:
আরেকটু হলেতো মিস করতাম,
আরেকটু হলেতো মিস করতাম, বুঝতেই পারিনি আমি লিস্টে আছি…
মাস্টার সাব ধন্যবাদ!!
তবে ৩য় থেকে ৪থ এর ব্যবধান ১০২ মন্তব্য?
পরেরবার দেখে নিব!!
এ্যাঁহ!!!
ঘোষনাটা আগে চোখে
এ্যাঁহ!!! :খাইছে:
ঘোষনাটা আগে চোখে পড়ে নাই…! :-B
তাইতো বলি- লোকে এতো কমেন্ট করে কেন??? :মনখারাপ:
যার কিছু বলার নাই সেও কমেন্টে একটা “ইমো” দিয়া দেয়- :কথাইবলমুনা:
আগে জানলে আমিও… :কানতেছি:
যাগ্গে… পরের বার ইনশাল্লাহ!
🙂
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :শিস:
ভাইজান কি আরেকবার চ্যাম্পিয়ন
ভাইজান কি আরেকবার চ্যাম্পিয়ন হইবার মতলব এঁটেছেন নাকি?
সব বই একাই নিলে ক্যামনে? আমাদেরও একটু সুযোগ দেন…
যান, গিয়া ফেবুতেও একটু সময় দেন। সারাদিন ইস্টিশনে পইড়া থাকলে চলবো?
:মাথাঠুকি:
হ্যা ঠিক বলছেন।
হ্যা ঠিক বলছেন।
(No subject)
:ভেংচি: :পার্টি: 😀
ধুর!!! আগে জানলে তো কমেন্ট
ধুর!!! আগে জানলে তো কমেন্ট করে সব ভাসিয়ে দিতাম। 😛
(No subject)
:পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি:
যারা এখনো আমাদের ই-মেইলে
যারা এখনো আমাদের ই-মেইলে ঠিকানা জানাননি, তাদেরকে অতি সত্বর আমাদেরকে ই-মেইলে সঠিক ঠিকানা জানানোর জন্য অনুরোধ করছি।
আর কতকাল অপেক্ষা করব….
আর
আর কতকাল অপেক্ষা করব….
আর কতদিন গুনতে থাকবো….
দরজা খুলে দেখি না ডেলিভারী ম্যানকে
আশায় আশায় বসে থাকবো।।
:জলদিকর: :জলদিকর: :জলদিকর: :জলদিকর: :জলদিকর:
(No subject)
:হাসি: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ইশশিরে, আর চৌদ্দটা কমেন্ট…
ইশশিরে, আর চৌদ্দটা কমেন্ট…
আর পিসি নষ্ট থাকায় এ কদিন
আর পিসি নষ্ট থাকায় এ কদিন বসতে পারি নি। তাই পোস্ট দেখতে দেরি হল। অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখিত। নাম ও সেল ফোন নাম্বার পাঠিয়ে দিলাম…
ধনিয়াজ জানাইলাম ইস্টিশন

ধনিয়াজ জানাইলাম ইস্টিশন মাস্টার আর কারিগরকে। ব্লগিং কইরা এমুন খাম পাইতে কার না ভালু লাগে। :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি:
একটি বিশেষ অনুরোধ থাকবে ইস্টিশন কর্তৃপক্ষের কাছে সেটি হলো গঠনমূলক মন্তব্য যারা করবেন তাদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করার জন্য। কেননা পুরানা অভিজ্ঞতা থেকেই বলতে পারি ইমোটিকন কিনবা “ভালো”, “সুন্দর”, “বুঝলাম”, “হুম” ইত্যাদি নানারকম শব্দ ব্যবহার করে মন্তব্যের সংখ্যা বাড়ানো খুব একটা বড় ব্যাপার নয়। তাই প্রকৃত মন্তব্যকারীদের উৎসাহিত করার আবেদন রইল।
তাইলে নিশ্চিত পুরুষ্কার আমি
তাইলে নিশ্চিত পুরুষ্কার আমি পামু! সারা মাসে ১০টা মন্তব্য করে পুরুষ্কার হাতায়া নিমু। ইস্টিশন মাস্টার, সুযোগ চাই, দিতে হবে।
তাই নাকি? সারা মাসে ১০ টা
তাই নাকি? সারা মাসে ১০ টা মন্তব্য করলেই কি আপনি জিতে যাবেন মনে করছেন? গঠনমূলক মন্তব্য কি শুধু ১০ টা করা হয়?
আপনি যদি মনেই করেন যে আপনার ১০ টা গঠনমূলক মন্তব্যে আপনি জিতে যাবেন তাহলে সেটি ভুল ধারণা। :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান:
আমি অগঠনমূলক কোন মন্তব্য
আমি অগঠনমূলক কোন মন্তব্য করিনা। মন্তব্যের মত মন্তব্য একটা করতে পারলেই যথেষ্ঠ। প্রকৃত ব্লগিং এর মজা ইস্টিশনে এখনো দেখিনি। বিষয়ের উপর তথ্য সমৃদ্ধ আলোচনা হওয়া দরকার। যেখানে মুল পোস্টের চেয়ে মন্তব্যগুলোই বেশী আকর্ষনীয় হবে। ব্লগিং এর মজাটা এখন সেই গোলাভরা ধান, পুকুর ভরা মাছের গল্পের মত হয়ে গেছে।
আর তুমি শুধুমাত্র গঠনমুলক বলেছ, সংখ্যা বলনি। ইস্টিশন মাস্টার জানে তোমরা সুযোগ পাইলেই লাফাইবা। তাই সংখ্যা নির্ধারণ করে দিয়েছে। :পার্টি:
তারপরও ইস্টিশনের মত নতুন ব্লগের নতুন নতুন ব্লগারদের চমৎকার চমৎকার উপস্থাপনা ও মন্তব্যে চমৎকৃত হই। ধারণা করি, ব্লগিং আবার ফিরে আসছে। বেশ ভাল কিছু ব্লগার উঠে আসবে সহসাই।
যেখানে মুল পোস্টের চেয়ে
কোনই দ্বিমত নাই। এখনো মনে আছে কোন এক পোস্টে লিখেছিলাম একটা বিষয় নিয়ে পরে সেই বিষয় গোল্লায় যাক শুরু হয়ে গিয়েছিল অন্য আলোচনা। বলা চলে পুরাই মারামার কাটকাট অবস্থা :হাসি: :হাসি: :হাসি:
কিসের সংখ্যা নির্ধারন করছে? মন্তব্যের নাকি মন্তব্যকারীর?
ভাই ইস্টিশন ব্লগের অধিকাংশই যাত্রীর হাতেখড়ি হয়েছে এইখানেই তাই সময়তো দেওয়া দরকার তাদের। বিশ্বাস করি একদিন বাংলা ব্লগ জগতের অন্যতম পথিকৃৎ হয়ে উঠবে এই ইস্টিশন আর তখন এই ইস্টিশনের নতুন যাত্রীরা দেখবেন একেকজন তারকা হয়ে উঠবেন।
সেই আশাবাদ আমি শেষ প্যারায়
সেই আশাবাদ আমি শেষ প্যারায় ব্যক্ত করেছি। ইস্টিশনে অনেক সম্ভবনাময় ব্লগার দেখছি নতুন মধ্যে। তারা যদি নিয়মিত চর্চা করে এক একজন আগুনের বোমা হয়ে উঠবে ভবিষ্যতে।
খালি গুলি, বোমা এইসব টাইপ
খালি গুলি, বোমা এইসব টাইপ উদাহারন। একটু সুন্দরভাবে বলুন। ইস্টিশনের তারকারা যদি আগুনের বোমা হয়ে উঠেন তাহলে তো অন্যদের জ্বালিয়ে পুড়িয়ে নিএরাই ফেটে ঠুস হয়ে যাবে। :চোখমারা: :চোখমারা: :চোখমারা:
সুমিত, মুন্নি সাহা জানতে
সুমিত, মুন্নি সাহা জানতে চাচ্ছেন, পুরষ্কার পেয়ে আপনার অনুভূতি কি? এইমাত্র এটিএন নিউজে দেখাইল। :হাসি:
আমি এখনো পাই নাই !!!!!!
আমি এখনো পাই নাই !!!!!! :দেখুমনা: :মনখারাপ: :মানেকি:
মাইক্রোফোনটা কোনদিকে? দেখতেছি
মাইক্রোফোনটা কোনদিকে? দেখতেছি না তো। এইসব চুদুরভুদুর চইলত ন কইলাম আমার লগে।
একমত সুমিত ভাই…
একমত সুমিত ভাই…
শুভেচ্ছা বিজয়ীদের
শুভেচ্ছা বিজয়ীদের
আমার খাম এখনও পাই নাই।
আমার খাম এখনও পাই নাই। :কানতেছি:
খাম দিয়া কি করবেন? প্রতি
খাম দিয়া কি করবেন? প্রতি মাসেই তো পান সরকার থেকে তাই আর ব্লগ থেকে নিয়ে কি হবে পারলে কাউরে দিয়া দেন বেচারা উৎসাহিত হইবে :পার্টি: :পার্টি: :পার্টি:
আমাকে দিতে পার ডাক্তর!
আমি
আমাকে দিতে পার ডাক্তর!
আমি উৎসাহ হারায়া ফেলছি; তোমাদের খাম পেয়ে যদি আবার উৎসাহ ফিরে পাই…….। 😀
সবাই খালি ডাক্তারদের পিছে
সবাই খালি ডাক্তারদের পিছে লাগে। ঠিকাছে আমার খাম দুলাল ভাইকে দেওয়ার অনুরোধ জানাইলাম। 😀
আতিক ভাই ছোট থেকে বড়
আতিক ভাই ছোট থেকে বড় ক্রমানুসারে । আমি ছোট পাই কিন্তু আমি!!
এই যে ভাই লাইনে খাড়ান আগে
এই যে ভাই লাইনে খাড়ান আগে কেমুন। কতজনের খাম পাইলে উৎসাহ ফিরে পাইবেন? :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
পরিক্ষাটার জন্য এই মাসে
পরিক্ষাটার জন্য এই মাসে পিছায়ে পড়লাম নেক্সট মাসের দেখে নেব :শয়তান:
পাইছি । অনেক ধন্যবাদ ইষ্টিশন

পাইছি । অনেক ধন্যবাদ ইষ্টিশন এবং কারিগরি.কম কে । 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
মুই আইজ পাইছি
মুই আইজ পাইছি 😀
প্রতিযোগিতার খাতায় নাম লিখাতে
প্রতিযোগিতার খাতায় নাম লিখাতে হবে …………………… :অপেক্ষায়আছি:
হুম । লেখান । কিন্তু গঠন মুলক
হুম । লেখান । কিন্তু গঠন মুলক টাইপ মন্তব্য বেশি করবেন । কিছু পাবলিক আছে – ম্যাক্সিমাম অপ্রয়োজনীয় কমেন্ট করে । নাম উল্লেখ করছি নাহ । মন্তব্য যুদ্ধে আপনাকে স্বাগতম । :ফুল: