বাবার লেখা-
সরষে ইলিশ খাস না?
পুটি মাছ ভাজা চাস না?
বেগুনের কোন গুণ নাই,
তাই ওটা আর ভর্তা ভাজির দিকেও তাকাস না?
এসবের আসল কারণ কি?
মূল কারণ একটাই,
তা হল; এলার্জী।
হঠাৎ করে চাকা চাকা দেহ
এর প্রকৃত কারণ কি, বলতে পারেনা কেহ।
ভেবে দেখ তো প্রকৃত কারণটা কি?
তা হল এলার্জী।
বাবার লেখা-
সরষে ইলিশ খাস না?
পুটি মাছ ভাজা চাস না?
বেগুনের কোন গুণ নাই,
তাই ওটা আর ভর্তা ভাজির দিকেও তাকাস না?
এসবের আসল কারণ কি?
মূল কারণ একটাই,
তা হল; এলার্জী।
হঠাৎ করে চাকা চাকা দেহ
এর প্রকৃত কারণ কি, বলতে পারেনা কেহ।
ভেবে দেখ তো প্রকৃত কারণটা কি?
তা হল এলার্জী।
সমস্ত শরীর খুব চুলকায়
লালচে হয়ে যায়
এর কারণটা কি?
এটা হল এলার্জী।
সামান্য ধুলায় কিংবা শীতে
ভীষণ হাছিঁ ও কাশি আসে
বিষয়টা কি?
এটা হল এলার্জী।
সারাটা দেহ যেন চুলকায়
এ রোগে চুলকালে বেশি মজা পায়
‘চুলকানি’ নামক সে মজা
কেউ ভোগে রাজি নয়।
ঘটনাটা কি?
এ হল এলার্জী।
এক্সিমা, খাউজ, বিখাউজ – সব রোগ এক নামে বুঝি
সে নামটা কি?
তা হল এলার্জি।
নান্দনিক পরিবেশ, স্বাধীনতার গান আর কবিতা আবৃত্তি
দেখলেই এরা পথভ্রষ্ট, নাস্তিক, ধর্মদ্রোহী
এটা কিছু নয়
এটা ওদের এলার্জি।
থুতনিতে ঘাস,
মাথায় ঢাকনি
আরবের প্রশংসা করে
আরবি ভাষায় কুশল বিনিময় করতে পারে
যার অবজ্ঞা বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি
এরা আলবদর-রাজাকার/পাকিস্তানি
এভাবে চিনবার কারণটা কি?
এটা কিছু নয়,
এটা এলার্জি।
কথায়, কর্মে চিহ্নিত করা
রাজাকার-আলববদর আর পাকিস্তানি।
অথবা ধর্মদ্রোহী-নাস্তিক
তথা ইসলাম বিরোধী
আসলে এগুলো কিছু নয়
এ হ’ল এলার্জি।
ব্রিটিশ, কংগ্রেস, কায়েদে আযম
বাধিয়ে রায়ট, ক’রে দুই দেশ, দিয়ে দুই নাম
দেশটাকে ভেঙ্গে করে দুই খান
তখনো কিন্তু দ্বিজাতি তত্ত্বের পূর্ণ মেলেনি প্রমাণ।
রাজাকারী এই নাস্তিক এলার্জি
মেরে বাঙ্গালীর মান সম্মান
দ্বিজাতি তত্ত্বই বোধহয় করবে প্রমাণ।
হায় আল্লাহ, হায় স্রষ্টা, হায় ভগবান।
পরিশেষে বলি
একেবারে যখন সারাতে নারে
একবার সারে আবার আসে ফিরে
কোন ডাক্তার কবিরাজ বা বদ্যি
তখন ডায়াগনসিস করে
এটা এলার্জি।
নতুন ব্লগার দের বার বার বলছি
নতুন ব্লগার দের বার বার বলছি ইষ্টিশন এর বিধি না পড়ে না বুঝে পোস্ট দিয়েন না । আপনি ফ্লাডিং করছেন ভাই। ধীরে ধীরে পোস্ট দেন। আর পোস্ট দেওয়ার আগে বেশি বেশি পোস্ট পড়ুন ।
উনি মে বি মোবাইল দিয়ে পোস্ট
উনি মে বি মোবাইল দিয়ে পোস্ট দিয়েছে ।তাই রিপোস্ট হয়ে গেছে
এরপরে খেয়াল করব। ধন্যবাদ
এরপরে খেয়াল করব। ধন্যবাদ
আপনি মোবাইল দিয়ে পোস্ট দিলে
আপনি মোবাইল দিয়ে পোস্ট দিলে একটু সাবধানে দিবেন ।রিপোস্ট হয়ে গেছে
খেয়াল করিনি
খেয়াল করিনি
(No subject)
:টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :মাথানষ্ট:
ফ্লাডিং হোক আর যায় হোক লিখাটা
ফ্লাডিং হোক আর যায় হোক লিখাটা একেবারে খারাপ না…
আমার ভালই লেগেছে!!
একটু যেন কোথায় কিন্তু আছে নচেৎ চমৎকার স্পিরিট…
তারিক ভাই এর সাথে সহমত । লেখা
তারিক ভাই এর সাথে সহমত । লেখা ভাল হয়েছে ।
লিংকন ভাই বললে ভাল লাগে!!
লিংকন ভাই বললে ভাল লাগে!! 😉
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
ওকে লিংকন ভাই
:হাসি: :হাসি: ওকে লিংকন ভাই :ভেংচি: :ভেংচি:
হা হা… কিন্তু ভাবটার দিকে
হা হা… কিন্তু ভাবটার দিকে লক্ষ্য রাখব
কবিতার চেয়ে আপনার প্রবন্ধ পড়ে
কবিতার চেয়ে আপনার প্রবন্ধ পড়ে বেশি ভালো লেগেছে …
কবিতার হাত পাকা না। ধন্যবাদ
কবিতার হাত পাকা না। ধন্যবাদ
আরে ধুর আমাদের সবার সব লেখা
আরে ধুর আমাদের সবার সব লেখা ভালো হয় নাকি … 😀
সেটাই। ধন্যবাদ
সেটাই। ধন্যবাদ
ধন্যবাদ। আমার মন্তব্যের হাতও
ধন্যবাদ। আমার মন্তব্যের হাতও পাকা না 😛
কবিতার মত হইছে…
কবিতার মত হইছে…
ভালো লাগল। একটু অন্যরকম
ভালো লাগল। একটু অন্যরকম স্টাইল। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ