ইস্টিশনের সবার জন্য একটা পাইকারী জোকসঃ
এক লোক গেছে ডাক্তারের কাছে।
ডাক্তারঃ আপনাকে বলেছিলাম ইউরিন টেস্ট রিপোর্ট নিয়ে আসতে। টেস্ট করেছেন?
রোগীঃ জ্বি, করেছি।
ঃ কই? রিপোর্ট কই? কোথায় টেস্ট করিয়েছেন?
ঃ রিপোর্ট তো আনি নাই। আমি নিজেই টেস্ট করেছি- হালকা নোনতা নোনতা…!
[বিঃদ্রঃ আজকাল সমাজের কিছু বুদ্ধিজিবী টাইপ ব্যক্তির নানা বিষয়ে করা মন্তব্যগুলো দেখলে মনে হয় উনিই সেই রোগি! কারো নাম উল্লেখ করলাম না, যার যা বোঝার নিজ দায়িত্বে বুঝে নেন…]
(No subject)
😀 😀 😀 😀 😀
ডাক্তার সাবের দাতগুলান তো
ডাক্তার সাবের দাতগুলান তো হেবি সুন্দর!!! কোন পেস্ট দিয়া দাঁত মাজেন?
:-B :হাসি:
(No subject)
:কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
কারো নাম নেওয়ার দরকারও নাই।
কারো নাম নেওয়ার দরকারও নাই। আপনার লেখাই বলে দিচ্ছে আপনি খুচরা লোক। অন্যের বক্তব্য আপনার ভাল লাগে না। :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে:
সবার বক্তব্য যে ভালো লাগবে
সবার বক্তব্য যে ভালো লাগবে না- এটাই তো স্বাভাবিক তাই না?
এখানে একটা সুস্পষ্ট ম্যাসেজ আছে। আপনি কি সেটা খেয়াল করেছেন?
আমি সেই সব আঁতেলদের কথাই বুঝিয়েছি যারা নিজেকে সর্ব বিষয়ে জ্ঞানী মনে করে। এমনকি যে বিষয়ে তার বিন্দু মাত্র ধারনাও নেই সেই বিষয়ে গম্ভীর ভাবে মন্তব্য করে বসে থাকে!
[এটা সমাজের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য!]
(No subject)
:তালিয়া: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:ফুল:
[বিঃদ্রঃ আজকাল সমাজের কিছু
. :হাসি:
(No subject)
:চোখমারা:
কি রে ভাই ! ব্লগ দেখি
কি রে ভাই ! ব্লগ দেখি ফেসবুকের সিগারেট সাইজের স্ট্যাটাসে ভইরা গেল !!
কি করতাম! বড় পোস্ট কেউ পড়বার
কি করতাম! বড় পোস্ট কেউ পড়বার চায় না…
তাছাড়া শুনছি- সামাজদারও কে লিয়ে, ইশারা কাফি হ্যায়।
😀
😉
একটু বড় মাত্রার পড়তে ভাল লাগে
একটু বড় মাত্রার পড়তে ভাল লাগে ।তবুও চালিয়ে যান ।বি.দ্র ভাল লাগলো
খাড়ান, আন্নের জইন্যে ইন্ডিয়ার
খাড়ান, আন্নের জইন্যে ইন্ডিয়ার মেগা সিরিয়াল সাইজের একটা লিখতেছি…
:হাসি:
(No subject)
:হাহাপগে:
এতো পুরোনো পোস্ট পড়েও নাভিদ
এতো পুরোনো পোস্ট পড়েও নাভিদ ভাই হাইসা লুটোপুটি!
:নৃত্য: :নৃত্য: :নৃত্য:
জোকসটা পড়ে চরম মজা পাইসি।
জোকসটা পড়ে চরম মজা পাইসি।
ইট ওয়াজ নট আ জোক!!!
ইট ওয়াজ নট আ জোক!!!
:ভাঙামন:
আ মোর খোদা!
আ মোর খোদা! :খাইছে: :খাইছে: :খাইছে:
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য:
হিহিহি!!!
হিহিহি!!!