সংলাপ – ২
– সকালের কল, ব্যাক করলে দুপুরে
যখন মানবাধিকার নিয়ে ভীষণ ব্যস্ত মিটিং এ
কেটে দিতে হলো নিতান্ত অনিচ্ছায় ।
অফিস শেষে যখন আবার চাইলাম তোমায় ফোনে
তুমি তখন মগ্ন ছিলে জানিনা কার ধ্যানে !
মোবাইল স্ক্রিনে কেবল ‘ নো আনসার ’, ‘ নো আনসার ’, ‘ নো আনসার ’।
তোমাকে দেখিনা ‘ দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরিষ মাস ’
নীলা, তোমার ড্রেসিং টেবিলের আয়নাও আমার মতো অতো দুখি না !
– এ তোমার ভারী অন্যায় রুদ্র ! এতো অভিযোগ করছো কেন ?
মগ্ন ছিলাম বটে ফলবতী জ্যৈষ্ঠের গা পুড়িয়ে দেওয়া অহঙ্কারে ।
-অভিযোগ নয় নীলা । বলো, অনুযোগ ।
সংলাপ – ২
– সকালের কল, ব্যাক করলে দুপুরে
যখন মানবাধিকার নিয়ে ভীষণ ব্যস্ত মিটিং এ
কেটে দিতে হলো নিতান্ত অনিচ্ছায় ।
অফিস শেষে যখন আবার চাইলাম তোমায় ফোনে
তুমি তখন মগ্ন ছিলে জানিনা কার ধ্যানে !
মোবাইল স্ক্রিনে কেবল ‘ নো আনসার ’, ‘ নো আনসার ’, ‘ নো আনসার ’।
তোমাকে দেখিনা ‘ দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরিষ মাস ’
নীলা, তোমার ড্রেসিং টেবিলের আয়নাও আমার মতো অতো দুখি না !
– এ তোমার ভারী অন্যায় রুদ্র ! এতো অভিযোগ করছো কেন ?
মগ্ন ছিলাম বটে ফলবতী জ্যৈষ্ঠের গা পুড়িয়ে দেওয়া অহঙ্কারে ।
-অভিযোগ নয় নীলা । বলো, অনুযোগ ।
-আচ্ছা , তাই ? অনুযোগ কিম্বা অভিযোগের অন্যকোন মানেতো জানা নেই !
তুমি বলোতো ?
-অভিধানে শব্দ দু’টির মানে একই ।
তবে ‘ অভিযোগ ’ শব্দটি বড্ড অফিসিয়াল ! সুটেড – বুটেড !
এজাহার, থানা, পুলিশ এবং লাল দালানের শক্ত প্রাচীরের মতো !
-আর অনুযোগ ?
-অনুযোগ শব্দটি খুব ক্যাজুয়াল । কোল বালিশের নরম স্পর্শ যেন !
কিম্বা বলতে পারো, রক্তিম আকাশে ছড়ানো অভিমানী আলো !
নীলা, তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই । ছিলোনা কোনকালে ।
আছে কেবল নীল নীল অভিমানের মতো অনুযোগ ।
-হুম, কাল এতো করে বললাম লাল পাঞ্জাবিটা পরে দেখা করে যেও ।
দুইটার পরে আমি একদম ফ্রী ! কই এলে না তো ?
এই যে মিস্টার, এটা কিন্তু অভিযোগ নয় অনুযোগ ! হিহিহিহিহিহি …
(No subject)
:গোলাপ: :ফুল: :ভালাপাইছি:
ধন্যবাদ !
ধন্যবাদ !
(No subject)
:তালিয়া:
” নীলা, তোমার ড্রেসিং
@ এই লাইন টা ভালো লাগছে ! আর অভিমান ও অনুযোগ সম্পর্কিত আপনার একান্ত ধারণা জানিনা বাংলা একাডেমী গ্রহণ করবে কি না ? না করলে ক্ষতি নাই । আমরা করলাম ।
অনেক ধন্যবাদ !
অনেক ধন্যবাদ !
ভালো লাগল আপনার সংলাপ।
ভালো লাগল আপনার সংলাপ।
আপনাকে ধন্যবাদ !
আপনাকে ধন্যবাদ !
ধন্যবাদ ২য় সংলাপ পোস্ট দেওয়ার
ধন্যবাদ ২য় সংলাপ পোস্ট দেওয়ার জন্য। অপেক্ষায় ছিলাম রুদ্র – নীলার সংলাপ পড়ার জন্য। বরাবরের মতোই ভালো লাগলো । পরের কিস্তির জন্য আশা করি অপেক্ষার প্রহর দীর্ঘ হবেনা ?
আমার আশা ও তাই । দেখা যাক …
আমার আশা ও তাই । দেখা যাক … আপনাকে ধন্যবাদ !
অভিযোগ এবং অনুযোগ শব্দ
অভিযোগ এবং অনুযোগ শব্দ ব্যবহারে এরপর থেকে বেশ সচেতন হয়ে পড়বো নিজের অজান্তেই । ভালো কবিতার শক্তি এটাই। কোন না কোনভাবে প্রভাবিত সে করবেই । আপনার সৃষ্ট ‘ নীলা – রুদ্র ’ সংলাপ চলুক অনন্তকাল ধরে …
# এই লাইনগুলো অনেক ভালো লেগেছে । আপনাকে ধন্যবাদ !
আপনাকেও অনেক ধন্যবাদ !
আপনাকেও অনেক ধন্যবাদ !
ভালো
ভালো লাগল।
*******************
স্বপ্নগুলি এই ফাগুনে কৃষ্ণচূড়া হয়ে ফুটুক।
ধন্যবাদ !
ধন্যবাদ !
সংলাপ পছন্দ হয়েছে…।
সংলাপ পছন্দ হয়েছে…।
অনেক ধন্যবাদ !
অনেক ধন্যবাদ !
(No subject)
:থাম্বসআপ: :ফুল:
এইসব প্রতীক এর অর্থ আমি খুব
এইসব প্রতীক এর অর্থ আমি খুব একটা বুঝিনা । প্রসংশা সূচক মনে হচ্ছে । যাই হোক ধন্যবাদ !
এইসব প্রতীক এর অর্থ আমি খুব
!! মুস্তাফিজ ভাই হাস্যকর এবং অযৌক্তিক কথা বললেন । :মানেকি: :মানেকি:
যাই হোক ,
– এখানে বিষয়বস্তুর সাথে উপমার অলঙ্করন অসাধারন হইছে ।
আর এই লাইনে ছন্দের প্রয়োগ এবং রুপকারথে উপমাটা চমৎকার হইছে ।
আর পুরা সংলাপে অন্তর্নিহিত ভাবে হালকা রোমানটিসিজম , দৈনন্দিন জীবনের এক মুহূর্তের আবেগ , এবং দৃষ্টিভঙ্গির বহমানতার প্রয়োগ ছিল ।
ভাল লেগেছে । :ফুল:
ভাইরে, অযৌক্তিক না ।
ভাইরে, অযৌক্তিক না । প্রযুক্তি বিষয়ে আমার আগ্রহ তততুকু, যতটুকু না হলে একদম চলে না । তবে, ওগুলোর অর্থ বুঝে নিয়েছি । কাট সাট টা ওর উপরে ধরলেই অর্থ পাওয়া যায় । এটা একটা দারুণ ব্যাপার । :হাসি: :হাসি: :নৃত্য:
আপনাকেও ফুলেল শুভেচ্ছা ! :ফুল:
খারাপ না ।।
খারাপ না ।।
ধন্যবাদ !
ধন্যবাদ !
আপনার সংলাপ আসলেই আরামদায়ক আর
আপনার সংলাপ আসলেই আরামদায়ক আর সুখপাঠ্য… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
তবে শেষের “হিহিহিহি” না হলেই ভাল হত!! :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান:
আপনাকে ধন্যবাদ ! তবে ওখানে
আপনাকে ধন্যবাদ ! তবে ওখানে একটা দুষ্টুমিপূর্ণ হাসির প্রয়োজন আছে ।
এক্সট্রা অরডিনারি
এক্সট্রা অরডিনারি
অনেক ধন্যবাদ !!!
অনেক ধন্যবাদ !!!
চরম লেগেছে বস। দুষ্টু মিস্টি
চরম লেগেছে বস। দুষ্টু মিস্টি সংলাপ। দুইটার শেষের লাইন গুলোই চরম
এতো পুরনো লেখা কি মনে করে
এতো পুরনো লেখা কি মনে করে পড়লি ?
বললামই তো কোথা থেকে পেয়েছি।
বললামই তো কোথা থেকে পেয়েছি। চিন্তা করিয়েন না এসএসসি শেষ হোক সবার সব গুলো পড়ব