পূবের দরজা দিলে ধাক্কা
পশ্চিমে দেখা যায় মক্কা
অন্তর আমার শ্রেষ্ঠ কাবা
পড়ে যাই সেজদায়,
হুজুর বলেন নাস্তিক তুমি দোযখে যাইবায়!
আরো বলেন পাইবা তুমি ৭০ হাজার হুর,
আমি বলি জান্নাত হুজুর সে যে ভীষণ দূর
পূবের দরজা দিলে ধাক্কা
পশ্চিমে দেখা যায় মক্কা
অন্তর আমার শ্রেষ্ঠ কাবা
পড়ে যাই সেজদায়,
হুজুর বলেন নাস্তিক তুমি দোযখে যাইবায়!
আরো বলেন পাইবা তুমি ৭০ হাজার হুর,
আমি বলি জান্নাত হুজুর সে যে ভীষণ দূর
এই কাল যদি না পাই তাঁরে
কি হইবে পরের আশায়
হুজুর বলেন নাস্তিক তুমি দোযখে যাইবায়!
যদি ঢোলের খোলে সুর তুলি তাঁর
নামের সুরে গাই,
অন্তরের জিকির বড় তাঁর তুলনা নাই
আমার এই মন্দিরার তালে পরশ তাঁহার মিলে
হারমোনিয়াম গান তুলিলে দিব্য পরশ মিলে;
তারে বলি দিলের ভেতর আনন্দ জাগায়,
হুজুর বলেন নাস্তিক তুমি দোযখে যাইবায়!
ইসলাম আর মুসলিমের নামে
করো রাহাজানি
কেমন বেহেশত পাইবা তুমি
বলো মহা জ্ঞানী,
তুমি যদি ডাইনে বলো চলো ঠিক তার বায়;
হুজুর বলেন নির্ঘাত তুমি দোযখে যাইবায়!
(No subject)
:ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
হুমমমমম..…।
মনের মাঝে প্র্শ্ন
হুমমমমম..…।
মনের মাঝে প্র্শ্ন জাগিছে…আস্তিকেরা যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে নাস্তিকেরা কার সৃষ্টি????????
গ্রহণ যোগ্য উত্তর একটাইঃ
“ও’
গ্রহণ যোগ্য উত্তর একটাইঃ
“ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
ও’ মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর ক’রে কেড়ে,
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে,
পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ;-গ্রন্থ আনেনি মানুষ কোনো।”
—- মানুষ (কাজি নজরুল ইসলাম)
সবই মানুষের সৃষ্টি…
শত বার পড়িয়া কোরান -বেদ
শত বার পড়িয়া কোরান -বেদ করিলে মুখস্থ।
সভায় বসিয়া তুমি উচ্চারিলে কিছু
তাহা দেখিয়া তোমার লোকে হল দ্বারস্থ।
সভার পরে অনাহারী খাদ্য চাহিলে তুমি দাও অর্ধ চন্দ্র!
কি তোমার বেদ-কোরান জ্ঞান না করিলে অন্তস্থ
(No subject)
:ভাবতেছি: :কনফিউজড:
চমৎকার বিশ্লেষণ আর
চমৎকার বিশ্লেষণ আর পর্যবেক্ষণ…
লিখনিও চমৎকার!!
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
হুম ।।
হুম ।।
অনেক ধন্যবাদ!অনেকেই মনে হয়
অনেক ধন্যবাদ!অনেকেই মনে হয় কনফিউজড!
নিজেকে প্রশ্ন করেন,উত্তর পেয়ে যাবেন!আপনি বেহেস্ত এ যাবেন না দোযখে তা কোনো হুজুর বলতে পারবেনা!
লেখার বিষয়বস্তু সম্পর্কে একটু
:ভাবতেছি: :ভাবতেছি: লেখার বিষয়বস্তু সম্পর্কে একটু confused কিছু কিছু জায়গায় । তবে আপনার লেখনির মান চমৎকার ।
Osadharon likhechen
Osadharon likhechen