সাদা কাগজে কাব্য করা
কবির বিলাস । বলেই না
কবির কাগজে কাব্যের ছোঁয়া ।
সাদা কাগজে কাব্য করা
কবির বিলাস । বলেই না
কবির কাগজে কাব্যের ছোঁয়া ।
সবুজ
অবুঝ
মন
কাঁদে,
কাগজ ছুঁয়ে ।
চড়াই
উৎরাই
পেড়িয়ে আকাশ
ছাড়িয়ে মাটি
জড়িয়ে থাকি
বিলিতি পিলার ।
গুলতি খাওয়া পাখির মতো
টুপটাপ
ঝরে
পড়ে
মগজ শানিত ভাব ।
একটা হামানদিস্তায় –
দিস্তা দিস্তা কাগজ
আস্ত আস্ত সুখ
মস্ত মস্ত দুঃখ
ঘুঁটে, একফোঁটা চোখের জলে
খাতায় দিয়ো খেতে,
মাংসল কাব্য ।
সর্বস্বত্ব সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।
বেশ
বেশ তো।
*******************
স্বপ্নগুলি এই ফাগুনে কৃষ্ণচূড়া হয়ে ফুটুক।
খুব ভালো ।
খুব ভালো ।
শিরোনামটা ভাল ।।
শিরোনামটা ভাল ।।
পড়তে সহজ মনে হইছে , এইটা ভালো
পড়তে সহজ মনে হইছে , এইটা ভালো লাগছে
ছবিটা সেই , মিলছে :থাম্বসআপ:
চমৎকার
চমৎকার :থাম্বসআপ:
সুন্দর হয়েছে
সুন্দর হয়েছে
একটু কমপ্লেক্স..…।
একটু কমপ্লেক্স..…।
😀
ছবি টা বেশি ভাল লেগেছে
:থাম্বসআপ: ছবি টা বেশি ভাল লেগেছে