ফেলে এসো তালপাখা
তবেই সন্ন্যাস শেখাবো,
ভালবাসার বীর্যপতন
আর উপেক্ষার বীজমন্ত্র…..
যাদুই কাঠি নেড়ে চেড়ে
বলে দেবো কানে কানে
যেন কেউ শোনেনা।
ঋজুতার সাক্ষী হবে দেবদারু শীষ্
যার সুতীক্ষ্ণ ছুরিকায় জানাবো
বিদীর্ণতার মন্ত্রগুপ্তি।
নিবিড় বনানীর সবুজ আঁচলে তুলে
দীঘল চুল তোমার ওড়াবো দম্কা হাওয়ায়,
নিমগ্ন আলিঙ্গনে জড়াবো তোমায়
হায় বুনোলতা, ঘুমেই থাকুক কাঠের প্রানভোমরা।
কি করে কখনও জানবে তুমি
অনন্য ও একান্ত সে অরন্যের প্রবেশপথে
খোদিত আছে কোনও কামনার ক্যালিগ্রাফি,
ফেলে এসো তালপাখা
তবেই সন্ন্যাস শেখাবো,
ভালবাসার বীর্যপতন
আর উপেক্ষার বীজমন্ত্র…..
যাদুই কাঠি নেড়ে চেড়ে
বলে দেবো কানে কানে
যেন কেউ শোনেনা।
ঋজুতার সাক্ষী হবে দেবদারু শীষ্
যার সুতীক্ষ্ণ ছুরিকায় জানাবো
বিদীর্ণতার মন্ত্রগুপ্তি।
নিবিড় বনানীর সবুজ আঁচলে তুলে
দীঘল চুল তোমার ওড়াবো দম্কা হাওয়ায়,
নিমগ্ন আলিঙ্গনে জড়াবো তোমায়
হায় বুনোলতা, ঘুমেই থাকুক কাঠের প্রানভোমরা।
কি করে কখনও জানবে তুমি
অনন্য ও একান্ত সে অরন্যের প্রবেশপথে
খোদিত আছে কোনও কামনার ক্যালিগ্রাফি,
শুধু আমিই জানি যার মানবিক ভাষান্তর।
তাই বলি,
ফেলে এসো তালপাখা
তবেই সন্ন্যাস শেখাবো।
সর্বস্বত্ব সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।
ভালো লেগেছে।
ভালো লেগেছে।
বুঝি নাই ।
বুঝি নাই । :মনখারাপ: :মনখারাপ: :ভাবতেছি: :ভাবতেছি: